2022-04-18
Views: 328
শহীদ জিয়া শিশু পার্ক
শহীদ জিয়া শিশু পার্কটি নির্মাণের জন্য ১৯৯৫ সালে রাজশাহী সিটি কর্পোরেশন একটি প্রকল্প গ্রহণ করে। বিভিন্ন জটিলতার কারণে ঐ প্রকল্প বাস্তবায়ন হয়নি। ২০০৬ সালের ফেব্রুয়ারির ১ তারিখে পার্কটি সর্ব সাধারনের জন্য পরীক্ষামূলকভাবে খুলে দেয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ২০০৬ সালের ফেব্রুয়ারির ২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে পার্কটি উদ্বোধন করেন।শহীদ জিয়া শিশু পার্কটি নির্মাণে ব্যয় করা হয় ১১ কোটি টাকারও বেশি। ১২.২১ একর জায়গা জুড়ে পার্কটিতে স্থাপন করা হয়েছে ১৯ টি আইটেমের ৭০ টি গেমস প্লে। আইটেমগুলো হচ্ছে মেরী গো রাউন্ড, মিনি রেলকার, মনোরেল স্কাই বাইক, ফ্লুম রাইডস, অক্টোপাস, সুপার সুইং, বাম্পার কার, বাম্পার বোট, কিডি রাইডস, ফিজিওলজিক্যাল গেমস, থ্রিডি মুভি থিয়েটার, পেডেল বোট, বাউন্সি ক্যাসেল, হর্স রাইড, ফ্রগ জাম্প, হানি সুইং, প্যারাট্রুপার, টি কাপ ও ব্যাটারী কার। ভিতরের আইটেমগুলো উপভোগ করার টিকিটের জন্য তিন দিকে তিনটি কাউন্টার আছে। হ্রদের মাঝখানে কৃত্রিম পাহাড় তৈরি করে পার্কটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। পাহাড়ের ভিতর দিয়ে মিনি রেলকার যাবার জন্য দুপাশে দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। বিচিত্র জন্তুর মুখ এবং বরফ ঘর সদৃশ বেশ সুন্দর প্রবেশ গেটের সঙ্গে আছে দোতলা ভবনের অফিস। এই ভবনের দোতলায় নামাজের ঘর আছে। বিভিন্ন জীবজন্তু ও কারুকার্য খচিত সীমানা প্রাচীর নজর কাড়ার পার্ক থেকে বেরুনোর গেটটি অক্টোপাস সদৃশ এবং ভেতরে প্রবেশের গেটটি বাঘের মুখ সদৃশ।
শহীদ জিয়া শিশু পার্কে যেতে হলে আপনাকে অবলম্বন করতে হবে রাজশাহী- নওগাঁ হাইওয়ে। রাজশাহীর প্রাণ কেন্দ্র রেলগেট থেকে এই পার্কের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। বাইক নিয়ে রেলগেট থেকে পার্কে যেতে বেশি সময় লাগবে না। রেলগেট মোড় থেকে উত্তর দিকে যে রাস্তা চলে গেছে সেটি হল রাজশাহী- নওগাঁ হাইওয়ে। সেই হাইওয়ে ধরে প্রায় ৩ কিলোমিটার পর বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমীর প্রধান গেইট চোখে পড়বে এই পোস্টাল একাডেমীর গেইট থেকে হাতের ডান দিকে যে রাস্তা চলে গেছে সেটাই মূল জিয়া শিশু পার্ক যাবার প্রধান রাস্তা।অন্যদিকে নওগাঁ থেকে যদি কেউ আসতে চান তাহলে আমচত্তর পার হয়ে নওদাপাড়া বাজার পার হয়ে পোস্টাল একাডেমীর মোড় থেকে হাতের বাম দিকে যে রাস্তা গেছে সেটা দিয়েও যাওয়া যায় শহীদ জিয়া শিশু পার্ক। রেলগেট থেকে পার্কে যেতে চোখে পড়বে জেলা স্টেডিয়াম, বিজিবি হেড অফিস, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ( আরডিএ) ভবন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর ঠিক সামনেই রয়েছে পোস্টাল একাডেমী এবং এই পোস্টাল একাডেমীর মোড় থেকে হাতের ডান দিকের রাস্তা দিয়ে গেলে শহীদ জিয়া শিশু পার্ক।