নগরীর বুলনপুর থেকে বড়কুঠি ও পঞ্চবটি হয়ে সাতবাড়িয়া। দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে পদ্মার পাড় এখন রাজশাহী বাসীর জন্য বিনোদনের সেরা ঠিকানা।বুলনপুর থেকে শুরু করে পদ্মার কোল ঘেঁষে রয়েছে অনেক বিনোদোন স্পট । যার মধ্যে বুলনপুর আইবাধ, হাইটেক পার্ক, টি বাধ, সিমলা পার্ক, বিজিবি সীমান্তে নোঙ্গর, মুক্তমঞ্চ, পদ্মা গার্ডেন, এবং পঞ্চবটী মহাশশ্মান ও আইবাধ পদ্মার ধার ঘেঁষে নির্মাণ করা হয়েছে রাস্তার পথ। বর্তমানে এ সড়ক দিয়ে সহজেই বিনোদন পিপাসুরা হেঁটে পদ্মার অপরূপ সৌন্দর্য দেখতে পারে। গ্রীষ্ম, শীত, বর্ষা কিংবা শরত, সব ঋতুতেই পদ্মা নদীকে ঘিরে মানুষের আনাগোনা। গ্রীষ্মে মরা পদ্মা আর বর্ষায় জলে ভরা পদ্মা সব সময় মানুষকে কাছে টানে। নিয়ে যায় এর নৈসর্গিকতায়। আর উৎসব হলে তো কথাই নেই। প্রতিটি উৎসবে বিনোদন পিয়াসীদের কাছে সেরা ঘোরাঘুরির স্পট হিসেবে প্রথম পছন্দ পদ্মা নদী।
এই পদ্মার পাড় নগরীর কোল ঘেঁষে অবস্থিত যার ফলে যেতে খুব বেশি বেগ পেতে হয় না। বাইক নিয়ে যে কোন রাস্তা দিয়ে বাজার থেকে দক্ষিন দিক দিয়ে পদ্মা নদী প্রবাহিত এবং যদি বুলনপুর থেকে দেখা শুরু করতে চান তাহলে আপনাকে যেতে হবে রাজশাহী-কোর্ট প্রধান সড়ক ধরে রাজশাহী কোর্ট পার হয়ে হাতের বাম পাশে দেখতে পাবেন হাইটেক পার্ক এবং এই হাইটেক পার্কে থেকে একটু সামনে গিয়ে হাতের বাম দিক দিয়ে হাইটেক পার্কের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে বুলনপুর আইবাধের দিকে। এই বাধ ধরেই পূর্ব দিকে আসলে আপনি পদ্মার আপার সৌন্দর্য্য উপভোগ করতে করতে সব কটি স্পট ঘুরে দেখতে পারবেন।