Yamaha Banner
Search

ভিতরগড়

2022-06-08
Views: 140

ভিতরগড়


পঞ্চগড় শহর থেকে ১৫ কিঃমিঃ উত্তরে বাংলাদেশ- ভারত সীমান্ত বরাবর অবস্থিত এই গড়। আয়তনের দিক থেকে ভিতরগড় বাংলাদেশের সর্ববৃহৎ গড়। প্রায় ১২ বর্গমাইল স্থানজুড়ে ভিতরগড়ের অবস্থান। ভিতরগড় দূর্গ নির্মাণের সঠিক কাল নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ভিতরগড় আর ভিতরগড় দূর্গ একই সময়ে নির্মিত হয়নি। দূর্গের প্রাথমিক কাঠামোটি পৃথ্বীরাজ কর্তৃক আনুমানিক ৬ষ্ঠ শতকের দিকেই নির্মিত হয় বলে ঐতিহাসিকরা মনে করেন। ভিতরগড় দুর্গে একটি বড় দিঘি ও কয়েকটি ছোট ছোট দিঘি আছে এবং এর ভিতরে মন্দির, প্রাসাদ ও ইমারতের বাইরে পরিখা ও প্রাচীর এখনো দেখা যায়।


Filter