বাংলাদেশে পরিচিত মোটরসাইকেল ব্রান্ডের কথা বলতে হলে টপ ফাইভ ব্রান্ডের মধ্যে বাজাজ অন্যতম। আর এর পিছনে রয়েছে এই ব্রান্ডের পালসার এবং ডিস্কোভার সিরিজ। বাজাজের ডিস্কভার ১১০ মডেল কমিউটার বাইক প্রেমীদের পছন্দ তালিকার অন্যতম একটি বাইক বলা যেতে পারে। শুধুমাত্র কমিউটার বাইক প্রেমীদের কথা বললে ভুল হবে কারন এই একটা মোটরসাইকেল সকল শ্রেনীপেশার মানুষের কাছে সমান সমাদৃত এর মার্জিত ডিজাইন যা সকল বয়সী রাইডারের সাথে খুব ভালভাবে মানিয়ে যায় সাথে অসাধারন কালারের কম্বিনেশন খুব সহজেই যা মানুষের দৃষ্টি আকর্ষন করে থাকে। তাহলে চলুন আজকে আমরা Bajaj Discover 110 ডিস্ক মডেলের ভালমন্দ দিকগুলো সম্পর্কে আলোচনা করব।
Bajaj Discover 110 বাইকের ভাল দিকঃ -অসাধারন মাইলেজ হলো Bajaj Discover 110 ডিস্ক মডেলের সবচেয়ে ভাল দিকগুলার মধ্যে অন্যতম ।
-অসাধারন ডিজাইন এই বাইকের প্রতি সবাইকে আকৃষ্ট ,বিশেষত এর ইউনিক ডিজাইন যা সবার সাথে বেশভালভাবে মানিয়ে যায় অর্থাৎ এক বাইকই পরিবারে বুড়ো-ছেলে সবাই ব্যবহার করতে পারে মানানের চিন্তা না করেই।
-কম্ফোর্টের ব্যাপারে Bajaj Discover 110 ডিস্কের তুলনা হয় না। বাংলাদেশের পথঘাঠের প্রেক্ষাপটে বাজাজ ডিস্কভার ১১০ ডিস্ক সবার মন জয় করতে সক্ষম হয়েছে এর সাসপেনশন, সিটিং পজিশন এবং ইঞ্জিনের -অসাধারন পিক-আপের সমন্বয়ের কারনে।
বাইকের থ্রটল রেসপন্স খুব ভাল এর ফলে ভাল স্পীড পাওয়া যায়।
Bajaj Discover 110 বাইকের কিছু খারাপ দিকঃ-সাধারনের মধ্যে Bajaj Discover 110 ডিস্ক মডেলের খুব সাধারন একটা সমস্যা হলো চেইন সেটের সমস্যাটা যার ব্যাপারে প্রায় সকল ব্যবহারকারীর অভিযোগ রয়েছে। চেইন সেটে বাজে শব্দ করা, চেইন ঢিলা হয়ে যাওয়া এর মধ্যে অন্যতম।
-Bajaj Discover 110 ডিস্ক মডেলে ওয়েট ডিস্টড়িবিউশনে কিছুটা সমস্যা লক্ষ্য করা গেছে এর ফলে উচ্চগতিতে মোটরসাইকেল ভেসে যাওয়া এবং ব্রেকিং ব্যালেন্সে সমস্যা দেখা যাচ্ছে যা পুর্বের বাজাজ ডিস্কভার ১১০ ডিস্ক মডেলে এই ধরনের সমস্যা ছিল না।
-ব্যাটারী সমস্যা Bajaj Discover 110 ডিস্ক মডেলে একটি খারাপ দিক, যার কারনে অনেক বাইকের সেলফ সুইচ কাজ করা বন্ধ করে দিচ্ছে।
আমরা যেহেতু Bajaj Discover 110 ডিস্ক সামগ্রীক পারফরমেন্স নিয়ে কথা বলছি সেক্ষেত্রে এটা স্বাভাবিক যে একেকজন ব্যবহারকারী একেক ভাব্র বাজাজ ডিস্কভার ১১০ বাইকের ভাল দিক এবং মন্দ দিক খুজে পাবে। আমাদের মতে আপনি একটা মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিলে আপনার উচিত হবে কি কারনে আপনি মোটরসাইকেলটা কিনতে চাচ্ছেন সেটা নিয়ে একটু চিন্তা করে আপনার প্রয়োজন অনুযায়ী মোটরসাইকেলটা কেনা।