Yamaha Banner
Search

বাজাজ ডিস্কভার ১১০ ডিস্ক মোটরসাইকেল রিভিউ মোঃ মাসুম

English Version
2020-07-09
Owned for 0-3months   []   Ridden for 1000-5000km


This user provides ratings about this bike


  9 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

This bike is purchased from Safa Motors, Dinajpur

বাজাজ ডিস্কভার ১১০ ডিস্ক মোটরসাইকেল রিভিউ মোঃ মাসুম


1594294795_bajaj-discover-110-user-review-by-masum.jpg
আমি মোঃ মাসুম বর্তমানে যে বাইকটি ব্যবহার করছি তার নাম বাজাজ ডিস্কোভার ১১০ ডিস্ক। এই বাইকটি আমি কয়েকমাস যাবত ব্যবহার করছি এবং ৫০০০ কিমি রাইড করেছি। আমার এই বাইকটি রাইড করার সময় যে অনুভুতিগুলো তা আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো। শুরু করার আগে আমার এই বাইকটি কেনার মূল কারণ উল্লেখ করি।

এই বাইকটি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আমি খুব ছোটবেলা থেকেই ডিস্কোভার বাইকটি দেখে আসছি এবং আমার কাছে এই বাইকটি অনেক ভালো লাগে। ডিজাইন মার্জিত , যে কোন স্থানে রাইড করা যায় এবং বর্তমানে ডিস্ক ব্রেক সংযুক্ত করার ফলে বাইকটি আরও চাহিদা সম্পন্ন হয়েছে। আমি ফুডপ্যান্ডা জবের জন্য অনেক সহায়ক এই বাইকটি বিশেষ করে মাইলেজ অনেক বেশি অন্যান্য বাইকের থেকে।

নিম্নে আমি আমার ভালো অনুভুতিগুলো তুলে ধরছি এবং আগেই বলে রাখি যে এই বাইকটি ব্যবহার করে আমি মন্দ কোন দিক খুঁজে পাইনি।

- বাইকটির ডিজাইন অনেক সুন্দর। যে কোন বয়সের রাইডার বাইকের সাথে রাইড করলে খুব মানানসই হয় এবং মার্জিত একটি বাইক।
- চালিয়ে অনেক আরাম এবং স্মুথ অনুভুতি। আমি এই বাইকটা অনেক রাইড করেছি এবং আমার কাছে অস্বস্তি কিছু মনে হয়নি।
- মাইলেজ শহরের মধ্যে পাচ্ছি ৬০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৭৫ কিমি প্রতি লিটার। মাইলেজের দিক থেকে আমাকে অনেক সাপোর্ট করে এই বাইক।
- ইঞ্জিন ১১০ সিসি হিসেবে অনেক শক্তিশালী এবং ইঞ্জিন থেকে আউটপুট অনেক ভালো পাওয়া যায়। ইঞ্জিন চালিয়েও অনেক স্মুথ।
- ব্রেকিং সিস্টেম সামনে ডিস্ক ব্রেক থাকার ফলে ব্রেকিং অনেক ভালো হয় এবং আমি নিজেও ব্রেকিং অনেক ভালো পেয়েছি।

সব মিলিয়ে আমার কাছে বাজাজ ডিস্কোভার ১১০ বাইকটি অসাধারণ লেগেছে এবং প্রতিদিনের রাইডে এই বাইকটি খুবই সহায়ক ভুমিকা পালন করে। আমি সাজেস্ট করবো যারা

এই বাইকটি পছন্দ করেন বা নিতে ইচ্ছুক তারা অবশ্যই বাইকটি কিনুন । আমার কাছে খুবই ভালো লেগেছে বাইকটি।


Rate This Review

Is this review helpful?

Rate count: 9
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Discover 110 Disc

Bajaj Discover 110 ফিচারস রিভিউ
2024-08-28

Bajaj Discover অনেক জনপ্রিয় একটি বাইক মডেল , অনেক আগে থেকেই বাংলাদেশের বাজারে এই বাইকটা গ্রাহকদের মন জয় করেছে এবং এখনও করে...

Bangla English
Bajaj Discover 110 বাইকের ভাল ও মন্দ দিকঃ
2022-04-24

বাংলাদেশে পরিচিত মোটরসাইকেল ব্রান্ডের কথা বলতে হলে টপ ফাইভ ব্রান্ডের মধ্যে বাজাজ অন্যতম। আর এর পিছনে রয়েছে এই ব্...

Bangla English
বাজাজ ডিস্কভার ১১০ডিস্ক ১৩০০০ কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ সাদ্দাম হোসেন
2021-03-25

আমার পেশাগত প্রয়োজনেই একটা মোটরসাইকেলের দরকার মনে হয়েছিল আর এমন একটা মোটরসাইকেল যা দিয়ে দীর্ঘ পথ এবং দীর্ঘক্ষন...

Bangla English
বাজাজ ডিস্কভার ১১০ডিস্ক ৫৮০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা এসএম আব্দুল্লাহ
2021-03-23

স্বাধীনভাবে চলাফেরার জন্যে মোটরসাইকেলের চেয়ে ভাল কোন বাহন আর হতে পারে না। আপনি বিত্তশালী হলে চাচাকার বাহন নিতে ...

Bangla English
বাজাজ ডিস্কভার ১১০ ডিস্ক ৫০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা সারোয়ার হুসাইন
2021-03-13

ব্যাক্তিগত চলাচলের জন্য মোটরসাইকেলের বিকল্প আর কোন বাহন হতে পারে না কারণ এটা নিয়ে ইচ্ছা করলেই যে কোন স্থানে আরাম...

Bangla English
বাজাজ ডিস্কভার ১১০ ডিস্ক মোটরসাইকেল রিভিউ মোঃ মাসুম
2020-07-09

আমি মোঃ মাসুম বর্তমানে যে বাইকটি ব্যবহার করছি তার নাম বাজাজ ডিস্কোভার ১১০ ডিস্ক। এই বাইকটি আমি কয়েকমাস যাবত ব্যব...

Bangla English
বাজাজ ডিস্কভার ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - সোহানুর রহমান
2020-05-02

আমার ব্যবসায়িক ক্ষেত্রে যাতায়াতের জন্য আমি মূলত বাজাজ ডিস্কোভার ১১০ সিসি মোটরসাইকেলটি কিনেছি। বাইক ছাড়া আমার ...

Bangla English

Related Motorcycles


No bike found
Filter