Bajaj Discover অনেক জনপ্রিয় একটি বাইক মডেল , অনেক আগে থেকেই বাংলাদেশের বাজারে এই বাইকটা গ্রাহকদের মন জয় করেছে এবং এখনও করে যাচ্ছে। গ্রামের রাস্তা সহ দেশের বিভিন্ন রাস্তায় এই বাইকের বেশি দেখা মিলে, যারা নিরাপদ ভ্রমণ ও সহনীয় দামের মধ্যে ভালো মাইলেজ সম্পন্ন বাইক চান তারা Bajaj Discover মডেলটি বেশি প্রাধান্য দেন। আজকে আমরা আপনাদের সাথে এই বাইকের ফিচারস নিয়ে আলোচনা করবো।
ডিজাইন ও গ্রাফিক্স:
ডিজাইনের দিক থেকে বাইকটা একদম মার্জিত মনে হলেও , এর ডিজাইনের মধ্যে একটা আলাদা ভাব রয়েছে যেটা সকল বয়সের রাইডাদের সাথে একদম মানানসই হয়। ডিজাইনে সাথে সাথে এই বাইকের গ্রাফিক্স এর দিকটাও বেশ ভালোভাবে বাজাজ ফুটিতে তুলেছে। হেডল্যাম্প থেকে শুরু করে একদম পেছন সাইড পর্যন্ত নিখুঁত গ্রাফিক্স এই বাইকের মধ্যে লক্ষ্য করা যায়। এদিকে নতুন ডিজাইনের এলয় রিম বাইকটাকে ডিজাইনের দিক থেকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছে।
ডাইমেনশন:
বাইকটি দেশের যে কোন রাস্তায় চলাচলের উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে, সেজন্য এই বাইকের ডাইমেনশনে রয়েছে ২০৩৫মিমি দৈর্ঘ্য, ৭৬০মিমি প্রস্থ এবং উচ্চতা ১০৮৫মিমি। এছাড়াও গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ১৬৫মিমি , হুইলবেজ রয়েছে ১৩০৫মিমি । সিটিং পজিশন অনেক প্রশস্ত এবং হ্যান্ডেলবার রাইডারকে আরামদায়ক রাইডারের জন্য অনে সহায়ক হবে। এই বাইকের তেল ধারন ক্ষমতা রয়েছে ৮ লিটার।
ইঞ্জিন:
বাজাজ ইঞ্জিন নিয়ে কখনই আপোষ করে না , তারা এই ১১০ সিসি বাইকে ব্যবহার করেছে সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক , ১১৫ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৮.৪৬ বিএইচপি @ ৭০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৯.৮১ এনএম @ ৫০০০ আরপিএম উৎপন্ন করতে পারে। এছাড়াও রয়েছে ৪ স্পীড ম্যানুয়াল গিয়ার।
ব্রেকিং ও সাসপেনশন:
ব্রেকিং এর দিক রয়েছে সামনে ডিস্ক ও পেছনের ড্রাম ব্রেকিং সিস্টেম। সামনের ডিস্কের সাইজ রয়েছে ২৪০মিমি , এদিকে সাসপেনশনে রয়েছে সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের টুইন শক গ্যাস চার্জড সাসপেনশন। ব্রেকিং ও সাসপেনশন আমাদের দেশের রাস্তায় চলাচলের জন্য বেশি উপযোগী বলতে পারেন।
টায়ার:
একজন রাইডারের নিরাপত্তার কথা মাথায় রেখে বাজাজ তাদের এই Bajaj Discover 110 বাইকে দিয়েছে সামনের দিকে ২.৭৫-১৭ এবং পেছনের দিকে রয়েছে ৩.০০-১৭ । ১১০ সিসি একটি বাইক হিসেবে যথেষ্ট ভালো টায়ার রয়েছে যা ব্রেকিং, ব্যালান্স ভালো দেবার পাশাপাশি ভালো মাইলেজও সরবরাহ করতে সক্ষম।
ইলেক্ট্রিক্যাল ও মিটার কনসোল:
বাইকটি ১১০ সিসির হলেও এর মধ্যে আধুনিক ইলেকট্রিক্যাল ফিচারস এর ছোঁয়া রয়েছে। বাইকের হেডল্যাম্প রয়েছে হ্যালোজিন এবং সাথে এলিডি ডিআরএল , সেই সাথে আরও রয়েছে ডিজিটাল ও এনালগ মিশ্রিত মিটার কনসোল যা একজন রাইডারের বাইক রাইডের সময় সকল প্রয়োজন মিটাবে।
পরিশেষে
সব শেষে বলা যায় যে , দেশের বাজারে Bajaj Discover 110 বাইকটি অনেক সমাদৃত শুধুমাত্র তার পারফরমেন্স ও মাইলেজ বিবেচনায় । আশা করা যাচ্ছে আমাদের দেশের বাজারে এই বাইক তার আরও বিস্তার লাভ করবে এবং রাইডাদের আনন্দময় বাইক রাইড নিশ্চিত করবে।