আমি অনেক দিন হোন্ডা সিডি ৮০ সিসি ব্যবহার করার পর চিন্তা করলাম যুগের সাথে তাল মেলানোর সময় হয়েছে। তাই সেই মোটরসাইকেলটা বিক্রি করে দিয়ে কিনে ফেলি বাজাজ ডিস্কোভার ১২৫। এই বাইকটি আমি প্রায় ৬ মাস যাবত ব্যবহার করছি।
আমি মোঃ খলিলুর রহমান পেশায় প্রভাষক। বাজাজ ডিস্কোভার কেনার আগে আমি বিভিন্ন জনের পরামর্শ নিই এবং মোটরসাইকেল ভ্যালী সহ বিভিন্ন অনলাইন ওয়েব সাইটে বাইকের রিভিউ পড়ে এই বাইকটি কেনার সিদ্ধান্ত নিই। আমি ৬ মাস ধরে ঝামেলাবিহিনভাবে ব্যবহার করছি এবং আজকে আমি আপনাদের সাথে আমার বাইকের ভালো মন্দ কিছু দিক এবং ৬ মাসে রাইডিং অভিজ্ঞতা তুলে ধরবো।
ডিজাইন নিয়ে বলতে গেলে এক কথায় অসাধারণ ডিজাইন যেটা দেখলেই চোখ জুড়িয়ে যায়। বাইকটির ফুয়েল ট্যংকারটির আকার, সুন্দর গ্রাফিক্স সব কিছু ডিজাইনটাকে আরও ফুটিয়ে তুলেছে। বিল্ড কোয়ালিটিটাও অনেক মজবুত যার কারণে আমি রাস্তায় রাইড করার সময় অনেক আত্মবিশ্বাসের সাথে রাইড করতে পারি। এক কথায় বলতে গেলে বাজাজ ডিস্কোভার ১২৫ এর ডিজাইন ও গঠন একদম পারফেক্ট।
সুন্দর সিটিং পজিশনের ফলে আমি চালিয়ে অনেক আরাম পাই এবং ব্যাক পেইন হয় না। হ্যান্ডেলবারটা ধরেও বেশ আরম অনুভব করি এবং এর সাথে সংযুক্ত সুইচগুলো আমার কাছে অনেক ভালো মানের মনে হয়েছে, কারণ আমি সেগুলো ঝামেলাবিহিন ভাবে ব্যবহার করি। রাতের রাইডে হেডল্যাম্পের আলোটা আমি মোটামুটি পেয়েছি। সব মিলিয়ে বাইকটা আরামদায়ক বলা চলে।
টপ স্পীডে ব্রেকিং খুব ভালো সাপোর্ট দেয় পাশপাশি নরমাল স্পীডের ব্রেক চমৎকার কাজ করে।এদিকে আমি হাই স্পীডে ভাইব্রেশন অনুভব করি তবে সেটা আমার রাইডিং এ তেমন প্রভাব ফেলে না। গ্রামের রাস্তায় এবং হাইওয়েতে আমি অনেক কম ঝাঁকুনি অনুভব করি কারণ সাসপেনশনগুলো অনেক ভালো পারফরমেন্স দেয়। টায়ারের গ্রিপ ভালো এবং তেমন স্কীড আমি পাই না।
ইঞ্জিনের পারফরমেন্স খুবই ভালো এবং ইঞ্জিনটা অনেক মজবুত ও শক্তিশালী। অবাক করার বিষয় হল এই যে আমি এখন এর মাইলেজ পাচ্ছি ৬০ কিমি প্রতি লিটারে। আমি মাইলেজ ও ইঞ্জিন পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট।
সার্ভিস নিয়ে বলতে গেলে আমি তাদের সার্ভিস সেন্টারে খুব কম গিয়েছি এবং লক্ষ্য করেছি যে তাদের ঠিক করার মান ও ব্যবহার ইত্যাদি তেমন ভালো না। আমি মনে করি যে তাদের সার্ভিস মানটা আরও উন্নত করার সুযোগ রয়েছে।
ভাল দিক
-মাইলেজ ভাল
-আরামদায়ক
-চালিয়ে অনেক মজা পাই
মন্দ দিক
-চেইনে সমস্যা শুধু চোখে পড়েছে।এছাড়া আরও কোন সমস্যা আমি লক্ষ্য করিনি।
কোয়ালিটি, ফিচারস ও পারফরমেন্স বিবেচনায় আমার কাছে বাজাজ ডিস্কোভারের বর্তমান বাজার দাম ঠিক মনে হয়েছে। যদি কেউ এই বাইকটি কিনতে চান তবে আমার পরামর্শ থাকবে যে দাম হিসেবে এবং পারফরমেন্স হিসেবে সব দিক দিয়ে অনেক ভালো একটি বাইক।তাই চোখ বন্ধ করে নিতে পারেন।