Yamaha Banner
Search

বাজাজ ডিস্কোভার ১২৫সিসি ২০১৮ ফিচার রিভিউ

English Version
2018-07-10

বাজাজ ডিস্কোভার ১২৫সিসি ২০১৮ ফিচার রিভিউ


Bajaj-Discover-125cc-2018-Feature-Review

বাজাজ হচ্ছে ইন্ডিয়ান বিশ্বস্ত মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম এবং তারা তাদের গ্রাহকদের জন্য নিত্য নতুন ডিজাইনের কমিউটার বাইক তৈরি করে আসছে। যুগের সাথে তাল মিলিয়ে তারা নতুন নতুন কিছু বাইক অফার করছে। সেই উল্লাস ধরে রাখার জন্য তারা ২০১৮ সালে বাজাজ ডিস্কোভার সিরিজের নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। পূর্বে তারা বাজাজ ডিস্কোভার ১২৫ সিসি বাইকটি বেশ জনপ্রিয়তার সাথে গ্রাহকদের মন জয় করেছে এবং এখন তারা এই মডেলটিতে আরও নতুন নতুন ফিচারস দিয়ে গ্রাহকদের সামনে উপস্থাপন করছে। কমিউটার প্রেমীদের সুবিধার্থে এবং বিশেষ করে বাজাজ ডিস্কোভার ব্যবহারকারীদের সুবিধার্থে তারা তাদের বাইকে কিছু পরিবর্তন নিয়ে এসেছে এবং তারা আশা করছে যে বাইকটি পূর্বের মডেলের তুলনায় আরও ভালো পারফরমেন্স দিবে।

নতুন এই ভার্সনটি আমাদের দেশে ২০১৮ সালের শুরুতে আসে এবং কিছু বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়। নতুন নতুন ফিচারস এবং ব্যবহারকারীদের জন্য আছে স্টাইলিশ ডিজাইন । যেমন বাইকটির সুন্দর গ্রাফিক্স, এলিডি ডিআরএল হেডল্যাম্প, নতুন টেল ল্যাম ও নতুন সিটিং পজিশন এবং ইলেকট্রিক্যাল দিকের মধ্যে মিটার প্যানেলে সম্পূর্ণ নতুন ডিজাইন আনা হয়েছে। তাই এখন সময় হয়েছে বাইকটির নতুন নতুন ফিচারস গুলো এক পলক দেখার।


Bajaj-Discover-125cc-2018-Feature-Review-Design

ডিজাইন ও স্টাইল
ডিস্কোভার ১২৫ সিসির আগের মডেলের মতই নতুন মডেলটি ডিজাইন করা হয়েছে কিন্তু কিছু ফিচারস যোগ করার কারণে দেখতে নতুন মডেলটা আরও বেশি আকর্ষণীয় মনে হয়। নতুন মডেলে রয়েছে স্মার্ট ডিজাইনের হেডল্যাম্প, শর্ট ভিসর, আকর্ষণীয় গ্রাফিক্সের সাথে ফুয়েল ট্যংকার এসব কিছুই নতুন মডেলটির সাথে সংযুক্ত আছে।নতুনভাবে এখানে আরও সংযুক্ত আছে এলিডি ডিআরএল হেডল্যাম্প যা এর আউটলুককে আর সুন্দর করেছে এবং তারুন্যের ডিজাইন রাইডারকে অন্য রকম একটি অনুভূতি এনে দিবে। পেছনের টেল ল্যাম্পটা এর লুক আরও বাড়িয়ে দিয়েছে। কালার কম্বিনেশন বলতে আগে আগের থেকে সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। সিটিং পজিশন রাইডার ও পিলিয়নের জন্য আরামদায়ক হবে। মাস্কুলার ফুয়েল ট্যংকার স্টাইলিশ গ্রাফিক্স ও কালারের সাথে মিলিয়ে । আপ ফ্রন্ট হ্যান্ডেলবার খুব সুন্দর রাইডিং পজিশন দিবে এবং রাইডারকে সব দিক দিয়ে ভালো কন্ট্রোলিং নিশ্চিত করবে। নতুন ডিজাইনের এলয়ের সাথে ডিস্ক প্লেট বাইকটিকে আলাদাভাবে দেখতে সুন্দর করেছে যেটা সত্যিই অনেক প্রশংসনীয়।

চেসিস ও ডাইমেনশন
চেসিসের কথা যদি বলি তবে বাইকটিতে ব্যবহার করা হয়েছে সেমি-ডাবল ক্রাডেল চেসিস যেটা সব দিক দিয়ে অর্থাৎ বডি ডাইমেনশনের দিক দিয়ে অনেক ভালো পারফরমেন্স নিশ্চিত করবে এবং বাইকের আয়ুকাল বৃদ্ধি করবে। বাইকের ডাইমেনশনের দিকে আছে লম্বায় ২০৩৫ মিমি, চওড়ায় ৭৬০মিমি এবং উচ্চতায় ১০৮৫ মিমি । হুইলবেজ আছে ১৩০৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে ১৬৫ মিমি। সিটের উচ্চতা ৮০৫ মিমি যা যে কোন রাইডারের জন্য সুবিধাজনক এবং বাইকের ওজন আছে ১২১ কেজিতে। আর ফুয়েল টাংকারে ৮ লিটার তেল ধারণ ক্ষমতা রয়েছে।



Bajaj-Discover-125cc-2018-Feature-Review-Engine

ইঞ্জিন
বাজাজ ডিস্কোভার ১২৫এর ইঞ্জিনে রয়েছে ১২৪.৫ সিসি,৪ স্ট্রোক,এয়ার কুল্ড সিংগেল সিলিন্ডার , ডিটিএসআই ইঞ্জিন যেটা ৫ স্পীড গিয়ার বক্সের সাহায্য সামনের দিকে চালনা করা যাবে। ইঞ্জিন ম্যাক্স পাওয়ার ১১পিএস@৭৫০০ আরপিএম সাথে ১১ এনএম @৫৫০০ টর্ক উৎপন্ন করতে পারে। কোম্পানির মতে এই ইঞ্জিনের শক্তি খুব ভালো হবে এবং ১০০ কিমি/ঘন্টা স্পীডে ছুটতে সাহায্য করবে।
ইঞ্জিন চালু করার জন্য এখানে কিক এবং সেলফ স্টার্ট দুটোই রয়েছে।

ব্রেক এবং সাসপেনশন
বাইকটিতে ডিস্ক ও ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে । সামনের দিকে ২০০মিমি ডিস্ক ব্রেক এবং পেছনের দিকে ১৩০ মিমি ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।
সাসপেনশনের দিক দিয়ে বাজাজ দাবি করে যে পূর্বের বাইকের তুলনায় আরও ১৬ শতাংশ ভালো পারফরমেন্স দিবে। এর আছে ১৪০ মিমি ফরক ট্র্যাভেল, টেলিস্কোপিক সাসপেনশনের সাথে সামনের দিকে আছে ১২০ মিমি রেয়ার হুইল ট্রাভেল এবং পেছনে আছে নাইট্রোক্স রেয়ার সাসপেনশন।



Bajaj-Discover-125cc-2018-Feature-Review-Wheel

টায়ার এবং হুইল
স্টাইলিশ এবং নতুন ডিজাইনের এলয় হুইলের সাথে 2.75 X 17 সামনের টায়ার ও 100/90- 17 পেছনের টায়ার রয়েছে। এই টায়ারগুলো আশা করা যায় ভালো গ্রিপ ও স্ট্যাবিলিটি দিবে।


Bajaj-Discover-125cc-2018-Feature-Review-Meter

ইলেকট্রিক্যাল ও মিটার প্যানেল
আমরা পূর্বেই হেডল্যাম্পে নতুন সংযুক্ত এলিডি ডিআরএল উল্লেখ করেছি এবং এর সাথে আরও আছে হ্যালোজিন বাল্ব, স্টাইলিশ টেল ল্যাম্প বেজেল। এছাড়াও আরও আছে এলিডি টারনিং লাইট, পাস লাইট এবং ইত্যাদি । ইলেক্ট্রিক্যাল ফিচারস পরিচালনা করার জন্য আছে ১২ ভোল্টের ব্যাটারী। এই বাইকটিতে হেডল্যাম্প বন্ধ বা চালু করার জন্য সুইচ ব্যবহার করা হয়েছে যা পূর্বের বাইকে AHO প্রযুক্তির জন্য ছিলো না ।

মিটার প্যানেলে বাইকটিতে ডিজিটাল ও এনালগ মিটার প্যনেল লক্ষ্যনীয়। টুইন ডায়ালস স্পিডোমিটার,ফুয়েল গেজ , ওডোমিটার এবং ট্রিপ মিটার। ডিজিটাল মিটার প্যানেলের রং কমলা যা রাইডারকে সব ফিচারস বুঝতে অনেক সাহায্য করবে।

কালার
বাইকটির তিনটি ভিন্ন রং বাজারে রয়েছে কালো,নীল এবং লাল এই তিনটা রং মূলত বাজারে পাওয়া যাচ্ছে।

সবশেষে বলা যায় যে বাজাজ ডিস্কোভার ১২৫(২০১৮) মডেল এর রয়েছে ক্ল্যাসিক্যাল লুক এবং আপডেটেড ফিচারস যেটা গ্রাহকদের অনেক আকৃষ্ট করবে । এখন এর জনপ্রিয়তা পারফরমেন্সের উপর নির্ভরশীল ।

Rate This Review

Is this review helpful?

Rate count: 210
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Discover 125 Disc

Bajaj Discover 125 ফিচারস রিভিউ
2024-09-01

বাংলাদেশের বাজারে ১২৫ সিসি বাইকের চাহিদা বর্তমান প্রেক্ষাপটে একটু বেশি দেখা যায়, যে সকল রাইডার একটু বেশি গতির প...

Bangla English
Bajaj Discover 125 Disc ব্যবহারের অভিজ্ঞতা মো. জুবায়ের
2022-12-08

আমি মো. জুবায়ের। আমি Bajaj Discover 125 Disc বাইকটি ব্যবহার করছি। আজ আমি আপনাদের কাছে আমার বাইকটির ১.৫ বছরের অভিজ্ঞতা শেয়ার করব...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্ক এর ভালমন্দ দিক সমূহ
2022-04-04

বাংলাদেশে অতি পরিচিত মোটরসাইকেল ব্রান্ডের মধ্যে বাজাজ অন্যতম আর বাজাজের ডিস্কভার ১২৫ মডেল কমিউটার বাইক প্রেমীদ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫ ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা ২৮০০০কিমি নাজিবুল আলম
2021-07-12

মার্কেটিং এর জবের কারনে আমাকে অন্য সবার থেকে অনেক বেশি ভ্রমন করা লাগে আর আমরা সবাই জানি এই ধরনের চাকুরীতে কোন ধরন...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫ ডিস্ক ৬০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা এস এম ফরিদুল আলম
2021-04-06

জীবনের নির্দিষ্ট একটা পর্যায়ে এসে মানুষের জীবনের সখ স্বাদের মধ্যে অন্যতম হলো নিজের একটা মোটরসাইকেল থাকা। মোটরস...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্ক ১৩০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃমশিউর রহমান
2021-03-31

বেশিরভাগ মানুষ তাদের প্রয়োজনেই মোটরসাইকেল কিনে থাকে কিন্তু আমি আমার মোটরসাইকেলটা কিনেছিলাম আমার সখে তবে ব্যবহ...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্ক ৫৫০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ শাহরিয়ার হাসান
2021-03-27

আমার কর্মসুত্রে আমি থাকি ঢাকায় আর গ্রামের বাড়ি পাবনায়। আমার আব্বু একজন ব্যাংকার কিন্তু তিনি প্রতিদিন তার অফিসে...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্ক ৫৩০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ আনোয়ার হোসেন
2021-03-24

আমাদের পারিবারিক বিভিন্ন কাজের চাপে এবং মালামাল আনা নেওয়া সাথে শহরে যাওয়া আসা/যোগাযোগ রক্ষার জন্যে মোটরসাইকেল ...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্ক ৭০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা এ্ঞ্জেল তালুকদার
2021-03-24

আমার প্রতিদিনের যাওয়া আসা বিশেষত অফিসে যাওয়া আসা খুব সমস্যা হচ্ছিল যার জন্যে একটা মোটরসাইকেল হলে খুব ভাল হতো বলে...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্ক ২০০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ শামিম রেজা
2021-03-20

বাজাজ ডিস্কোভার ১২৫ বাইকটি কেনার আগে আমি ব্যবহার করতাম এপ্যাচি আরটিআর ১৬০। বাজাজ ডিস্কোভার ১২৫ কেনার উদ্দেশ্য ...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্ক ২১০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আহাম্মাদ আলী
2021-03-16

আমি আহাম্মাদ আলী পেশায় চাকুরীজীবী। আমার নিত্যদিনের যাতায়াত এবং বিভিন্ন কাজের জন্য বাইকের খুব প্রয়োজন অনুভব করি...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্ক ১৯০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা কামাল হোসেন
2021-03-14

আমি যখন বাংলাদেশের বাজারে প্রথম বাজাজ ডিস্কোভার ১২৫ বাইকটি দেখি তখন থেকেই এই বাইকটি আমার চোখে লেগেছে। যুগের পরি...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্ক ৭০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ আল মামুন
2020-12-28

চলাচলের জন্যে প্রয়োজন না হলেও জীবন সহজ করার জন্যে আমার মোটরসাইকেলের প্রয়োজন ছিল অনেক দিন থেকেই কারন আমাকে প্রায়...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - নাসির উদ্দীন
2020-05-08

আমি মোঃ নাসির উদ্দিন। পেশাগত দিক থেকে আমি একজন চাকুরীজীবি। এক্ষেত্রে যাতায়াতের জন্য আমার একটি বাইকের খুব প্রয়ো...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - জসিম হোসেন
2020-05-07

আমি সাধারণ যাতায়াতের জন্য বাজাজ ডিস্কোভার ১২৫ সিসি মোটরসাইকেল কিনেছি। আশেপাশের অনেক বন্ধু ও প্রতিবেশীর বাইক ...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - মতিন হোসেন
2020-05-06

বাংলাদেশে জনপ্রিয় ব্র্যান্ডের মোটরসাইকেলের মধ্যে বাজাজ ডিস্কোভার ১২৫ সিসি একটি। মোটরসাইকেলটি ২০১৮ সালে নতুন ...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫সিসি ৪,৫০০কিমি রাইডিং অভিজ্ঞতা - মোজাফ্ফর হোসেন
2019-12-28

বাংলাদেশে জনপ্রিয় ব্র্যান্ডের মোটরসাইকেলের মধ্যে বাজাজ ডিস্কোভার ১২৫ সিসি একটি। এই মোটরসাইকেলটি ২০১৮ সালে নত...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - জাহাঙ্গীর আলম
2019-11-28

মাইলেজ, ডিজাইন এবং ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে আমি বলবো বাজাজ ডিস্কোভার সেরা একটি বাইক। আমার এই বাইকটি আমি কিন...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - জেকের আলী
2019-10-13

বাজারে নতুন আশায় আমি বাজাজ ডিস্কোভার ১২৫ সিসির মোটরসাইকেলটি পছন্দ করে কিনেছি। এর গ্রাফিক্যাল ডিজাইন গুলো সম্প...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - গোলাম কিবরিয়া
2019-10-08

ছাত্রজীবনে বাইক চালাতে খুবই ভালো লাগে। আমি শুধু আমার বাইকটা ঘুরাফেরার কাজে ব্যবহার করি না আমার ব্যবসায় পরিচালন...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - আবু জাফর
2019-10-08

সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি একজন বাজাজ ডিস্কভার ১২৫সিসি ডিস্ক মডেল ব্যবহারকারী। পেশাগতভাবে আমি একজন চাকুরীজ...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - সোহাগ আলী
2019-10-04

ছোটবেলা থেকেই আমি মোটরসাইকেল চালাতে খুব পছন্দ করতাম। বাজাজ ডিস্কোভার মোটরসাইকেলটি কিনেছি মূলত আমার চাকুরির ক...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - নাফিউর রহমান খান
2019-10-02

পেশাগত দিক বিবেচনা করলে আমার বাইকের তেমন প্রয়োজন ছিল না তবে পারিবারিক বিভিন্ন কাজের তাগিদে একটা বাইকের অভাববোধ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - বিপ্লব হোসেন
2019-09-22

বর্তমান সময়ে বাইক ছাড়া অনেকটাই যেন পথিকের মত মনে হয় তাছাড়া আমি এবং আমার পিতা দুজনেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকি বিশ...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫সিসি ৪৫০০কিমি রাইডিং রিভিউ - জিন্নত হোসেন
2019-09-21

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিন্নাত হোসেন। পেশাগত দিক থেকে আমি একজন চাকুরীজীবী। চাকুরীর কাজে আমাকে প্রতিদিন অন...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - ইগ্নেশিয়াস হ্যাম্ ব্রাম
2019-09-02

আমি এই বাইকটা কিনেছি মুলত আমার ব্যাক্তিগত কাজে বেশি ব্যবহার করার জন্য। অন্যদিকে আমার অফিস বাসা থেকে একটু দূরে ত...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫ মোটরসাইকেল রিভিউ - রাজা আলী
2019-08-15

মন থেকে সত্যি কথা বলতে গেলে আমাকে স্বীকার করতে হবে বাইক কেনার সখ সবার মধ্যেই থাকে তবে স্বাধ এবং সাধ্যের মধ্যে সা...

Bangla English
বাজাজ ডিস্কভার ১২৫ মোটরসাইকেল রিভিউ - নাজমুল হোসেন
2019-08-06

পেশাগত এবং পারিবারিক উভয় দিক থেকেই ব্যস্ততার কারনে একটি মোটরসাইকেল আমার অনেক দিন থেকেই প্রয়োজন ছিল যা মুলত বিভ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫ ইউজার রিভিউ - খাদেমুল ইসলাম
2019-08-05

বাজাজ ডিস্কোভার ১২৫ বাইকটি আমি কিনেছি আজ থেকে প্রায় ১.৫ মাস আগে। এই বাইকটি আমার জীবনে ব্যবহৃত প্রথম বাইক। আসলে প...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - সঞ্জীব কুমার দে
2019-08-05

সাধারণত বাইক বলতে আমরা খুজ সহজ একটি বাহনকে বুঝি যার দ্বারা যে কোন স্থানে অনায়াসেই যাতায়াত করা যায়। আবার যে বাইক ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - শোভন
2019-08-04

এখনও আমি বলার মত তেমন কোন পেশার সাথে জড়িত হয় নি আবার পরিষ্কার করে বলতে গেলে আমাকে বলতে হবে যে আমি এক্জন ছাত্র। মুল...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - খালিদ হাসান
2019-08-04

আমি খালিদ হাসান পেশায় একজন ব্যবসায়ী । ব্যবসায়ের প্রয়োজনে ও পারিবারিক কাজের জন্য বাজাজ ডিস্কোভার ১২৫ সিসি বাইকট...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - আলী হাসান
2019-07-22

বাইকটা কিনেছিলাম পহেলা জুন ২০১৯। অফিসে যাতায়াতের জন্য এবং অবসরে ঘুরাফেরার জন্য একটি বাইক দরকার ছিলো আর পছন্দের...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - সাজেদুল ইসলাম
2019-07-04

আমাদের আশেপাশে সবার কাছে বাজাজ কোম্পানির মোটরসাইকেলের প্রশংসা শুনে আমি ৬ মাস আগে বাজাজ ডিস্কোভার ১২৫ সিসির মোট...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - সাজেদুল ইসলাম
2019-07-04

আমাদের আশেপাশে সবার কাছে বাজাজ কোম্পানির মোটরসাইকেলের প্রশংসা শুনে আমি ৬ মাস আগে বাজাজ ডিস্কোভার ১২৫ সিসির মোট...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - সাইফুর রহমান
2019-07-02

আমার বাড়ি থেকে অফিস অনেকখানী দূরে হওয়ায় একটা বাইক আমার জন্যে আবশ্যক হয়ে গিয়েছল এবং আমি অনেকদিন যাবত ভাবছিলাম এক...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - আনিস আহমেদ
2019-06-27

চাকুরীর ক্ষেত্রে যাতায়াতের জন্যই মূলত ১ মাস আগে বাজাজ ডিস্কোভার ১২৫ সিসির মোটরসাইকেলটি কিনেছি। এটি আমার জীবনে...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - আব্দুল মজিদ
2019-06-25

আমি মুলত একজন ব্যবসায়ী আর বেশির ভাগ সময়ই আমি আমার দোকানেই থাকি যার ফলে বাইক নিয়ে তেমন চলাফেরা করার সুযোগ হয়ে উঠে ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - বাবু
2019-06-23

মোটরসাইকেল হল যাতায়াতের অন্যতম একটি মাধ্যম। ইচ্ছা স্বাধীন যে কোন জায়গায়তে যাতায়াত করার জন্য মোটরসাইকেল বাহনট...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - মাসুদ রানা
2019-06-16

চাকুরীর কাজে যাতায়াত, ছুটির দিনে কিংবা একটু সুযোগ পেলেই ঘুরতে যাওয়া ইত্যাদির জন্য আমি বাজাজ ডিস্কোভার ১২৫ সিসি ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - সাগর
2019-05-10

অনেক আগে থেকেই বাজাজের বাইকের প্রতি আমার আলাদা টান ছিল। তাই মোটরসাইকেল কেনার সময় আমি প্রথমেই বাজাজকেই নির্বাচন...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - রাসেল হোসেন
2019-05-08

ব্যক্তি জীবনে অনেক কিছুর সাথে জড়িত থাকলেও আমার মুল পরিচয় হল আমি একজন কৃষক। একই সাথে আমার কাজ সামলানোর তাগিদ এবং ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - রিপন কুমার
2019-05-06

দিনদিন বাইকের চাহিদা বেড়েই চলেছে কারণ বর্তমানে মানুষের সময়ের মুল্য অনেক বেশি। নিজের কর্মক্ষেত্র কিংবা ব্যাক্...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - আরিফুল ইসলাম
2019-05-02

পারিবারিক এবং ব্যক্তিগত প্রয়োজনে আমি বাজাজ ডিস্কভার ১২৫সিসি ডিস্ক বাইকটা কিনি এবং গত ১০ দিন যাবত আমি এই বাইকটা ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - জিন্নাত হোসেন
2019-05-01

আমি জিন্নাত হোসেন। ১০ মাস যাবৎ একটি এনজিও তে চাকুরীরত আছি। চাকুরীর কাজে আমাকে প্রতিদিন অনেক যাতায়াত করতে হয়। বি...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - সাইফুল ইসলাম
2019-05-01

আমাকে পেশাগত কারনে বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকতে হয় এবং অনেক হিসেব করে সময় খরচ করা লাগে এর কারন হল আমি একটি এনজিও তে ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - রাসেল
2019-04-30

মুলত আমার সামগ্রীক দায়িত্ব তথা অফিস, ব্যক্তিগত কাজ এবং একই সাথে বন্ধুসহ অন্যান্য ঘুরাঘুরির জন্যে আমি একটা মোটর...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - খালেদ মাহমুদ
2019-04-28

মোটরসাইকেল মানেই বাজাজ। আমি আগে থেকেই বাজাজ কোম্পানির মোটরসাইকেল পছন্দ করি। তাই সিদ্ধান্ত নিই মোটরসাইকেল কিন...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - শিমুল সরদার
2019-04-21

বাজাজ কোম্পানির মোটরসাইকেলের প্রশংসা মানুষের মুখে মুখে অনেক বেশি শুনতে পাই। তাই আমিও সিদ্ধান্ত নিই মোটরসাইকে...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - খোকন
2019-04-16

এই মোটরসাইকেল কিনার সিদ্ধান্তটা আমার একার নয়। যখন ভাবলাম আমি একটি মোটরসাইকেল কিনবো ঠিক তখন আমাদের গ্রামের সবাই...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - সিহাব
2019-04-11

যাতায়াতের মাধ্যম হিসেবে আমি মোটরসাইকেলকে বেশি প্রাধান্য দেই। কেননা আমার ব্যবসায়িক কাজে অনেক জায়গাতেই যাতায়াত...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - জনি
2019-03-25

আমার ব্যবসায়ের কাজে যাতায়াতের জন্য বাজাজ ডিস্কোভার ১২৫ সিসি মোটরসাইকেলটি কিনি। এটি আমার জীবনের ১ম বাইক। ২ মাস ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - শাহাজাদ আলী
2019-03-20

বাজাজ ডিস্কোভার ১২৫ সিসি মোটরসাইকেলটি আমার জীবনের ১ম বাইক। এই মোটরসাইকেলটি আমার পছন্দ করার প্রধান কারন হলো এর ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - সজিবুর রহমান
2019-03-06

যাতায়াতের জন্যে মোটরসাইকেল সব সময়ই একটা ভাল মাধ্যম এবং আমার মত যারা গ্রামের দিকে থাকে তারা মোটরসাইকেলের প্রয়োজ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - মুকুল চন্দ্র সুত্রধর
2019-02-25

আমি মুকুল চন্দ্র সূত্রধর বর্তমানে প্রিমিয়াম সিমেন্টের এরিয়া ম্যনেজার হিসেবে নিয়োজিত আছি। আমার খুব পছন্দের এক...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - জোতিস্কা চাকমা
2019-02-23

পেশাগত দায়িত্ব পালনের জন্য আমার কাছে সর্বদাই একটি বাহন খুবই গুরুত্বপূর্ণ আর সেই বাহনটি যদি হয় মোটরসাইকেল তাহলে...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - সেলিম মন্ডল
2019-02-23

আমি সেলিম মণ্ডল পেশায় একজন ব্যবসায়ী। যেহেতু আমি ব্যবসায় নিয়োজিত তাই আমার চলাচলের জন্য একটি বাহন দরকার আর চলাচল...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - রেজাউল করিম
2019-02-20

আমি একজন ব্যবসায়ী এবং এই বাইকটি আমি কিনেছি আমার ব্যবসায়িক কাজ সম্পন্ন করার জন্য। আমি প্রায় ১ মাস যাবত এই বাইকটি ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - রিপন আলী
2019-02-10

আমার নাম রিপন আলী। আমি একজন চাকুরীজীবী। আমার দৈনন্দিন যাতায়াতের জন্য মোটরসাইকেল ব্যবহার করে থাকি। বাজাজ ডিস্ক...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - পিংকু
2019-02-02

আমি পিংকু। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল এর নাম বাজাজ ডিস্কোভার ১২৫ সিসি। মোটরসাইকেলটি আমার ব্যক...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - রুমী
2019-01-31

আমার পরিচয় মোঃ রুমি পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল বাজাজ ব্রান্ডের ডিস্কোভার ১২৫ সিসি (ডিস্ক ব্রে...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - শাকিল খান
2019-01-13

আমার পরিচয় আমি মোঃ শাকিল খান। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল এর নাম বাজাজ ডিস্কোভার ১২৫ সিসি। এই মো...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - আনোয়ার হোসেন
2018-12-28

প্রথমেই আমি আমার পরিচয় জানাচ্ছি। আমার নাম মোঃ আনোয়ার হোসেন। পেশায় আমি একজন ব্যবসায়ী। আমার মোটরসাইকেল এর নাম বা...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - মাহফুজ আলী
2018-12-28

আমার পরিচয় আমি মোঃ মাহফুজ আলী। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল এর নাম বাজাজ ডিস্কোভার ১২৫ সিসি। এই ম...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি মোটরসাইকেল রিভিউ - জাহিদুল ইসলাম
2018-12-02

বাইক চালানোর গল্পটা আমার খুব বেশি দিনের না। আমি গত বছর অর্থাৎ ২০১৭ সালে বাইক চালানো শিখি এবং সেটা ছিলো আমার অফিস...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি ২০১৮ মোটরসাইকেল রিভিউ - মোজাফ্ফর হোসেন
2018-09-08

বাংলাদেশে জনপ্রিয় মোটরসাইকেল এর মধ্যে বাজাজ ডিস্কোভার ১২৫ সিসি একটি। এই মোটরসাইকেলটির জনপ্রিয়তা অনেক বছর আগে ...

Bangla English
বাজাজ ডিস্কোভার ১২৫সিসি ২০১৮ ফিচার রিভিউ
2018-07-10

বাজাজ হচ্ছে ইন্ডিয়ান বিশ্বস্ত মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম এবং তারা তাদের গ্রাহকদের জন্য নিত্য নতু...

Bangla English
Filter