Yamaha Banner
Search

বাজাজ প্লাটিনা ১০০ কেএস ২০০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা গোলাম মস্তোফা উজ্জ্বল

English Version
2021-03-13
Owned for 1year+   []   Ridden for 10000km+


This user provides ratings about this bike


  8 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

This bike is purchased from Sikder Enterprise, Madaripur

বাজাজ প্লাটিনা ১০০ কেএস ২০০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা গোলাম মস্তোফা উজ্জ্বল


প্রতিদিনের জীবনে একটা মোটরসাইকেল রীতিমত আবশ্যক হয়ে গেছে আর আমি যখন মফস্বল এলাকায় বসবাস করি তখন তো আর মোটরসাইকেলের প্রয়োজন নিয়ে আর কিছু বলাই লাগে না তারপরেও একজন ব্যক্তির অবস্থান গুরুত্বপুর্ন না আমার মতে, আমি মনে করি স্বাধীনভাবে চলাফেরা করাটাই আসল কথা।
আমার প্রয়োজন যেহেতু ছিল উপজেলা সদর বা জেলা শহরে যাওয়া আসা আর সাধারন ব্যবহার তাই আমি একটা কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল খুজছিলাম সেক্ষেত্রে বাজাজের মোটরসাইকেলের থেকে ভাল অন্য কোন বাইক আমার নজরে আসে নি আর আমি যখন আমার বাজাজ প্লাটিনা কেএস মোটরসাইকেলটা কিনি তখন এটা নতুন বাজারে এসেছিল, যার মাইলেজ, নতুন ডিটিএস ইঞ্জিন এবং সাশ্রয়ী দাম আমাকে এই বাইকটা কেনার ব্যাপারে আগ্রহী করে তোলে।

আজ প্রায় ২০ মাস হলো আমি বাজাজ প্লাটিনা ১০০ কেএস মোটরসাইকেলটা ব্যবহার করছি আর এই সময়ের মধ্যে আমি ২০,০০০ কিলোমিটারেরও বেশি চালিয়েছি। আমি মনে করি একটা মোটরসাইকেলকে বোঝার জন্যে আর বেশি চালানোর দরকার হয় না। আমার অভিজ্ঞতায় আমি কয়েকটা জিনিস লক্ষ্য করেছি যা সরাসরি খারাপ বলা যায় না এর দাম এবং ক্যাটেগরী বিবেচনায় আবার এই ব্যাপারগুলা এড়িয়ে যাওয়াও যাবে না।

-প্রথমত, এটা হলো ১০২ সিসির একটা মোটরসাইকেল যা কোম্পানী উল্লেখ করে ১০০সিসি হিসেবে যার জন্যে আমাকে বিআরটিএ তে রেজিস্ট্রেশন করতে গিয়ে ৩.৫ হাজার টাকা অতিরিক্ত দিতে হয়েছে। আমি আশা করি কোম্পানী এই ব্যাপারটাকে আন্তরিকভাবে সমাধান করবে।
-গতি ৫০ কিলোমীটার প্রতি ঘন্টা হলেই ভাইব্রেশন শুরু হয়ে যায় যা খুবই বিরক্তিকর, ১০০সিসির বাইক হিসেবে ঠিক আছে তবে এটা যদি ৬০-৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতো তাহলে সহজেই মেনে নেওয়া যেত।
-ব্যাটারীটা দুর্বল সাথে হেডলাইটের আলোটাও লাল, যার জন্যে রাতে চালাতে গিয়ে আলো স্বল্পতা অনুভব করি।
-এখন পর্যন্ত আমি সর্বোচ্চ গতি ৮২ কিলোমিটার প্রতি ঘন্টা উঠিয়েছিলাম যার পরে আর গতি উঠাতে পারিনি আর আমার মোটরসাইকেল বারবার ভেসে যাচ্ছিল।

মাইলেজ নিয়ে বিস্তারিত বলতে গেলে আমি বর্তমানে হাইওয়েতে মাইলেজ পাচ্ছি ৬০+ কিলোমিটার প্রতি লিটার। আমার মতে ১০০সিসির একটা বাইক হিসেবে এই মাইলেজটা ঠিকই আছে।

অন্যদিকে এখন পর্যন্ত একদিনে একটানা চালিয়েছি ১৮০ কিলোমিটার, এই মাত্রায় আমি আরাম নিয়ে অনেক সন্তুষ্ট সাথে আমার মোটরসাইকেলের ব্রেকিংও আমার অনেক ভাল লেগেছে। মোটকথায় আলাদাভাবে উল্লেখ করা সমস্যাগুলা বাদে এই মোটরসাইকেলের সবকিছুই আমার কাছে খুব ভাল লেগেছে।


Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Platina 100 KS

বাজাজ প্লাটিনা ১০০ কেএস ১১০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ মোস্তাফিজুর রহমান
2021-03-14

আমার পেশাগত এবং দৈনন্দিন কাজের তাগিদে ভাল মাইলেজ সমৃদ্ধ একটা মোটরসাইকেল দরকার ছিল। এইদিক দিয়ে আমাকে খুব বেশি সম...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ কেএস ২০০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা গোলাম মস্তোফা উজ্জ্বল
2021-03-13

প্রতিদিনের জীবনে একটা মোটরসাইকেল রীতিমত আবশ্যক হয়ে গেছে আর আমি যখন মফস্বল এলাকায় বসবাস করি তখন তো আর মোটরসাইকেলে...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - আসলাম হোসেন
2019-06-15

বাজাজের প্রতি আমার আলাদা টান ছিল। তাই আমি বাজাজ প্লাটিনা ১০০ সিসির বাইকটি কিনেছি। এটি আমি ৫ মাস যাবত ব্যবহার করছ...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - সাইদুর রহমান
2019-03-11

একজন ছাত্র হিসেবে অনেক কিছুই সামাল দিতে হয়। পড়াশোনার পাশাপাশি আমি মার্কেটিং জব করি যার জন্য বিভিন্ন স্থানে যাত...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০সিসি মোটরসাইকেল রিভিউ - মামুনুর রশীদ
2018-03-22

আমি মোঃ মামুনুর রশিদ এবং আমার বর্তমান ঠিকানা বাগাতিপাড়া উপজেলা, নাটোর জেলা। বাইক আমার কাছে প্রচন্ড সখের। বাইক চ...

Bangla English
মাইলেজ ভালো – বাজাজ প্লাটিনা ১০০সিসি ব্যবহারকারী সুনন্দ কুমার সরকার
2018-03-21

সুপ্রিয় পাঠকমন্ডলী, আমি সুনন্দ কুমার সরকার এবং আমি পেশায় একজন শিক্ষক। আপনাদের স্বাগতম জানাই “বাজাজ প্লাটিনা ১০...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ – সাত্তার আলী
2018-03-19

যেহেতু মোটরসাইকেল এখন অন্যতম একটি জনপ্রিয় এবং অতিসাধারন ব্যক্তিগত বাহন এবং আমি নিজেও এই সময়ের রীতি অনুভব করে ম...

Bangla English
Filter