আমি মোঃ মামুনুর রশিদ এবং আমার বর্তমান ঠিকানা বাগাতিপাড়া উপজেলা, নাটোর জেলা। বাইক আমার কাছে প্রচন্ড সখের। বাইক চালানো শেখার পর থেকেই আমি বাইক নিয়ে অনেক বেশি ঘুরাঘুরি করি এবং দুরদুরান্তে ট্যুরও করি। বর্তমানে আমি যে বাইক ব্যবহার করছি তার নাম “বাজাজ প্লাটিনা ১০০সিসি” এবং এও বাইকটা আমি গত ৩ বছর যাবত ব্যবহার করে আসছি। আমি মনে করি এটা উপযুক্ত সময় আমার বাইকের ব্যাপারে নিজের মতামত তুলে ধরার জন্যে কারণ গত ৩ বছরে আমি যথেস্টই অভিজ্ঞতা অর্জন করেছি এই বাইকের ব্যাপারে। এই বাইক ব্যবহার করার পুর্বে আমি অন্য কোন বাইক ব্যবহার করিনি। এটাই আমার জিবনের প্রথম বাইক। সত্যি কথা বলতে গেলে আমি প্রায়ই সুযোগ খুজতাম আমার বাইক নিয়ে কিছু কথা বলার। আমি ধন্যবাদ জানাতে চায় মোটরসাইকেলভ্যালীকে আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্যে। আর সময় ক্ষেপন না করে আমি সরাসরি আমার বাইক নিয়ে কথা বলা শুরু করতে চায় যা সম্পুর্নই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত থেকে আমি তুলে ধরছি আপনাদের সামনে। আমি আশা করি আপনারা এখান থেকে সর্বোচ্চ তথ্য পাবেন যা আপনাদের এই বাইক কেনার ব্যাপারে যথেষ্ট পরিমানে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।
এই বাইক কেনার মুল কারণ হল অবসর সময়ে আমার ঘুরাঘুরি এবং আমার পড়াশোনার ব্যাপারটা সঠিকভাবে ও সময়মত সম্পন্ন করা। সৌভাগ্যবশত আমার বাইকের ইঞ্জিন পারফরমান্স আমাকে কখনই খারাপ কিছু অবুভব করতে দেয়নি এবং আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। ইঞ্জিনের কোয়ালিটি ভাল কারণ এর বর্তমান সার্ভিস এবং শব্দ নতুন অবস্থার মতই। বাইক কেনার পর আমি কখনই টপ স্পিড দেখার চেস্টা করিনি কিন্তু আমি এর ভাল এক্সেলেরেশন লক্ষ্য করেছি। হাই স্পিডে যেতে এই বাইক খুব সামান্যই সময় এবং এটা সত্যিই অনেক মজার ব্যাপার কারণ এটা একটা ১০০সিসির কমিউটার বাইক। মাইলেজটা আমার চোখে খুব একটা ভাল মনে হয়নি। কারণ অন্যান্য ১০০সিসি বাইকের মাইলেজ আমারটার থেকে অনেক ভাল। বর্তমানে আমি ৫৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছি এবং একটু বেশি আশা করাটা আমার মনে হয় কোন অপরাধ হবে না। কিন্তু অন্যান্য পারফরমান্সের দিক দিয়ে আমি আমার বাইক নিয়ে সন্তুষ্ট।
সিটিং পজিশনটা যথেস্টই ভাল, আমি কখনই কোন ধরনের ব্যাক পেইন অনুভব করিনি আর এই অভিজ্ঞতা থেকে আমি বলতেই পারি যে এই বাইকটা আরামের দিক দিয়ে বেশ ভাল। হ্যান্ডেলবার বেশ ভাল এবং ফ্রি যেকোন অবস্থায় মুভ করার জন্য এবং উল্লেখ করা ভাল যে আমি এই বিষয়গুলি নিয়ে বেশ সন্তুষ্ট। হ্যান্ডেলবার এবং সিটিং পজিশনের অসাধারন একটা কম্বিনেশন আছে যা বাইক রাইড করলেই টের পাওয়া যায়। ইলেক্ট্রিকাল পার্ট যেমন হেডলাম্প এবং টার্নিং লাইট কিছুটা স্পোর্টি টাইপ একই সাথে অপারেটিং সুইচগুলাও বেশ ভাল কাজ করে আর এই কারনে আমি ছোট/বড় সন ধরনের ট্যুরে নিশ্চিন্তে রাইড করতে পারি। কিন্তু ব্যাটারিটার পারফরমান্স সত্যিই আমাকে হতাশ করে যা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর যখনই নষ্ট হয় বদলে ফেলা ছাড়া অন্য কোন রাস্তা থাকে না। বাইকের হর্ন নিয়েও বেশ সমস্যা আমি ফিল করি আবার এর কোন ইলেকট্রিক স্টারটিং অপশনও নাই যা আধুনিককালের বাইক হিসেবে থাকা উচিত ছিল বলে আমি মনে করি। সাসপেনশন হলো এই বাইকের আরেকটি আরামের কারণ, সামনের এবং পেছনের দুটা সাসপেনশনই বেশ ভাল কাজ করে যা রাস্তার অবস্থা খুব কমই বুঝতে দেয়। ১০০সিসি বাইক হিসেবে আরাম নিয়ে আমার কোন অভি্যগ এই বাইকে নেই।
বাজাজের এই বাইকটা খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে তৈরি যেটা অবাস্তব বা অতিরিক্ত কিছু বহন করেনা কিন্তু আমার মনে হয় এটা যথেস্টই আকর্ষনীয়। কালার কম্বিনেশনটা দারুন এবং এর বিল্ড কোয়ালিটি শক্তিশালী এই পরিমানে যা রাইড করলেই বোঝা যায় এই বাইক অনেক দিন সার্ভিস দিবে। বিল্ড কোয়ালিটিও ভাল তবে আমার মনে হয় কোম্পানীর উচিত প্লাস্টিক ম্যাটেরিয়ালের ব্যবহার একটু কমিয়ে নিয়ে আসা। প্লাস্টিকের কারনে এর দীর্ঘস্থায়ীত্ব কমে যাচ্ছে বলে আমার মনে হয়।
যেকোন ধরনীর রাস্তায় এর কন্ট্রোলিং বেশ সহজ বলে মনে হয় আমার কাছে। এর ওজন খুব বেশি না যার কারনে এটাকে মুভ করতে তেমন সমস্যা হয়না রাস্তা যত ঘন ট্রাফিকপুর্ন হউক না কেন। কিন্তু ওজনে হাল্কা হউয়ার কারনে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড উঠলেই এতে মারাত্মক রকমের ভাইব্রেশন শুরু হয় যা আমার কাছে চরম বিরক্তিকর। ব্রেকিং সিস্টেম এককথায় দারুন যা আমাকে যেকোন অবস্থা থেকে সহজেই পরিত্রান পেতে সহযোগিতা করে। টায়ারগুলা চিকন কিন্তু আমি খুব কমই স্কিড অনুভব করেছি।
আমি যেখান থেকে আমার বাইক সার্ভিস করাই সেটা বেশ ভাল বলে মনে হয়েছে আমার কাছে। তারা তাদের ক্রেতাদের প্রতি যথেষ্ট আন্তরিক এবং কাজের প্রক্রিয়াও আমার কাছে বেশ ভাল লেগেছে। শুধু তাই ই না, তাদের যন্ত্রপাতিও বেশ উন্নত।
সবশেষে আমি বলব যে এই বাইকটাই অনেক আধুনিক ফিচার সমৃদ্ধ একটি বাইক এবং এর পারফরমান্সও উল্লেখ করার মত। কিছু বিষোয় আছে যা বিরক্তিকর যেমনঃ ব্যাগ বা কিছু রাখার কোন জায়গা নেই, ডিজিটাল গিয়ার ইন্ডিকেটর নেই আমার মনে হয় এহুলো থাকা উচিত ছিল। এর দামটা এর ফিচার এবং পারফরমান্সের সাথে উপযুক্ত এবং যে কেউ এই বাইক ব্যবহার করতে পারে।
ধন্যবাদ সবাইকে।