বাজাজ নামটি প্রায় সকলের কাছে পরিচিত। কারণ তারা অনেক আগে থেকেই বাংলাদেশে বেশ সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং তারা গ্রাহকদের সন্তুষ্টি ধরে রেখেছে। রাস্তায় তাকালেই বাজাজের যে কোনো বাইক চোখে পড়বে। আমিও বাজাজের একজন গর্বিত গ্রাহক।
আমি মোঃ মাসুদ করিম রুবেল পেশায় চাকুরীজীবী। বর্তমানে আমি ব্যবহার করছি বাজাজের একটি বাইক যার নাম বাজাজ প্লাটিনা। আমার প্রায় ৩ বছর হয়ে গেলো এই বাইকটি ব্যবহার করা। আমি বাইকটি কিনি মূলত মার্কেটিং কাজে ব্যবহার করার জন্য এছাড়াও পারিবারিক বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য এই বাইকটি ব্যবহার করি। এটা আমার প্রথম বাইক এবং আজকে আমি আপনাদের সাথে এই বাইকটির ভালো মন্দ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।
বাইকটির ডিজাইন অনেক ভালো। ১০০ সিসির বাইক হিসেবে অনেক সুন্দর ডিজাইন রয়েছে। অন্যদিকে বিল্ড কোয়ালিটি অনেক মজবুত। যার ফলে আমি নিশ্চিন্তে যে কোনো পরিস্থিতিতে রাইড করতে পারি। আমি এই বাইকটি চালিয়ে অনেক আরাম অনুবভ করি কারণ এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মুগ্ধ করার মতো।
বাইকটি চালিয়ে আমি অনেক আরাম পেয়েছি। আমি অনেক ভালো সিটিং পজিশন অনুভব করেছি এবং সিটিং পজিশনের পাশাপাশি এর হ্যান্ডেলবারটা ধরেও অনেক আরাম। অন্যদিকে হ্যান্ডেলবারের সুইচগুলো বেশ ভালো কাজ করে। আমি রাতে বেশীর ভাগ সময় চালিয়েছি এবং এর হেডল্যাম্পের আলোটা আমার কাছে অনেক কম মনে হয়েছে। হেডল্যাম্পটা ভালো হলে আমি বাইকটি নিয়ে আরও সন্তুষ্ট হতাম। যাইহোক আরামের দিক দিয়ে আমি তেমন অসন্তুষ্ট নই।
আমার কাছে কন্ট্রোল অনেক ভাল লেগেছে। তবে একটা সমস্যা হল বাইকটি বেশী গতিতে কাঁপে এবং রাইডিং করতে সমস্যা হয়। অন্যদিকে সামনে এবং পেছনে উভয়দিকে ব্রেকিং খুব ভালো এবং আজ পর্যন্ত ব্রেকিং নিয়ে কোনো সমস্যায় পড়িনি। সাসপেনশনের পারফরমেন্স ভালো লেগেছে। টায়ারের গ্রিপ ভালো যার ফলে পেছনের টায়ারটা খুব কম স্কীড করে।
ইঞ্জিনের পারফরমেন্স ভালো লেগেছে। ইঞ্জিনের শব্দ এবং পারফরমেন্স দুটাই খুব ভালো। অপরদিকে ইঞ্জিন ভালো পারফরমেন্সের সাথে অনেক ভালো মাইলেজ আমাকে এনে দিচ্ছে। বর্তমানে আমি মাইলেজ পাচ্ছি ৭৫ কিমি প্রতি লিটারে। আমি মনে করি ১০০ সিসির বাইক হিসেবে এর মাইলেজ দুর্দান্ত। মাইলেজের জন্য আমি সবাইকে এই বাইকটি কিনতে বলবো।
সার্ভিসিং সেন্টারের মান নিয়ে বলতে গেলে আমি বলবো যে তাহেরপুরের সরদার খুব ভালো সার্ভিসিং করে এবং আমি ওখান থেকেই প্রায় সময় সার্ভিসিং করিয়ে থাকি।তাদের ব্যবহার ,ঠিক করার মান এবং অন্যান্য সব কিছু আমার কাছে অনেক ভালো মনে হয়েছে।
তাদের আফটার সেলস সার্ভিস নিয়ে আমি সন্তুষ্ট।
ভালো দিক
- মাইলেজ ভালো
- সিটিং পজিশন ভালো
- ডিজাইন সুন্দর
- চালিয়ে অনেক আরাম
খারাপ দিক
- ডিজিটাল গিয়ার ইনডিকেটর নাই
- বেশী গতিতে ভাইব্রেট করে
বাইকটির কোয়ালিটি, পারফরমেন্স, ফিচারস সব মিলিয়ে এর দামটা ঠিক বলে মনে হয়েছে। আমি ব্যাক্তিগত ভাবে মনে করি যে ১০০ সিসির অন্যান্য কোম্পানীর বাইকের তুলনায় বাজাজ প্লাটিনা বেশ ভালো মানের একটি বাইক ।
যদি কেউ এই বাইকটি কিনতে চান তবে আমি বলবো যে বাইকটি তেল খরচ বিবেচনায় অনেক ভালো একটি বাইক। আমি ব্যবহার করছি এবং আজ পর্যন্ত খুব কম সমস্যা পেয়েছি তাই আপনাদের বলব যে যদি বাইকটি পছন্দ করে থাকেন তাহলে চোখ বন্ধ করে কিনে ফেলুন।