আমার নাম মোঃ কাজেম আলী । আমি কলেজের একজন প্রভাষক। কলেজে যাতায়াত করার জন্য আমাকে আজ থেকে কয়েক বছর আগে নানা রকম বেগ পেতে হত। আমি মাঝে মাঝে ঠিক সময়মত কলেজে পৌঁছাতে পারতাম না এরকম অনেক ঝামেলায় পরতে হত। এদিকে আমার বাসাটাও গ্রামে তাই সব দিক বিবেচনায় আমাকে একটি মোটরসাইকেল কিনতে হল এবং সেই মোটরসাইকেলটির নাম হচ্ছে বাজাজ প্লাটিনা ১০০। ২০১৫ সালে আমি বাজাজ প্লাটিনা বাইকটি কিনি এবং এই ৩ বছরে আমি অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছি। বলে রাখা ভালো যে আমি এই বাইকটির পূর্বে অনেক বাইক ব্যবহার করেছি। যেহেতু বাজাজ প্লাটিনা আমি প্রায় ৩ বছর ধরে ব্যবহার করছি তাই এর ভালো মন্দ সকল বিষয় আমার জানা হয়ে গেছে। মোটরসাইকেল ভ্যালীকে ধন্যবাদ আমার মতামত গুলো আপনাদের সামনে তুলে ধরার সুযোগ করে দেবার জন্য।
আমি প্রথমে বলতে চাই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। ৩ বছর ব্যবহারে আমি ইঞ্জিনের কোন সমস্যা খুঁজে পাই নি এবং ইঞ্জিনটা আগের মতোই পারফরমেন্স দিয়ে যাচ্ছে। ছোট খাটো কিছু বিষয় আমি সার্ভিস সেন্টার থেকেই ঠিক করিয়ে নিয়ে এতে ইঞ্জিন পারফরমেন্সের কোন ঝামেলা হয় না। এদিকে আরেকটি বিষয় আমি আপনাদের পরিষ্কার বলতে চাই যে বাইকটার মাইলেজ আমি লিটারে প্রায় ৫০ কিমি পাচ্ছি। মাইলেজটা খুব বেশি না আবার খুব কমও না কিন্তু আমি আরও বেশি মাইলেজ আশা করেছিলাম।
বাইকটার ডিজাইন আমার কাছে ভালো লেগেছে । ১০০ সিসির বাইক হিসেবে অন্যান্য বাইকের চেয়ে আমি বলবো বেশ ভালো ডিজাইন আছে এবং একই সাথে এর বিল্ড কোয়ালিটি আমি লক্ষ্য করেছি যে অনেক মজবুত। আমি বিভিন্ন রাস্তাতে মজবুত গঠনের কারনে অনেক আত্মবিশ্বাসের সাথে রাইড করতে পারি কিন্তু বাইকটার সব কিছু আমার কাছে একটু লম্বা লম্বা মনে হয়।এটা আমার জন্য সমস্যার কোন কারণ না।
চালিয়ে মোটামুটি আরাম আছে। সিটিং পজিশন অনেক ভালো এবং এক সাথে অনেকজন বসা যায় কিন্তু ২ জন খুব আরামে বসা যায়। এদিকে হ্যান্ডেলটা আমার কাছে বেশ বড় আকারের মনে হয়েছে একটু ছোট হলে ভালো হত। ইলেকট্রিক্যাল বিষয়ে বলতে গেলে হ্যান্ডেলবারের সাথে সুইচগুলো অনেক ভালো কাজ করে কিন্তু সেলফ সুইচ বেশি সমস্যা করে। হেডল্যাম্পের আলোটা অনেক ভালো মনে হয়েছে। সব কিছু মিলিয়ে আরামের দিক দিয়ে বাইকটি ভালোই আছে।
বাইকটার কন্ট্রোল আমি খুব ভালো পেয়েছি। আমি হাই স্পীডে তেমন ভাইব্রেশন অনুভব করি না এবং হাই স্পিডে ব্রেকিং কাজ করে । এমনি নরমাল স্পীডেও
ব্রেক ভালো পারফরমেন্স দেয় কিন্তু সাসপেনশন গুলো যেমন পারফরমেন্স দেওয়ার কথা তেমনটা দেয় না। টায়ার স্লিপ খায় না এবং অনেক ভালো কন্ট্রোল দেয়।
সার্ভিস সেন্টারের মান আমার কাছে খুব ভালো মনে হয়নি । তাদের আচরণ ব্যবহার সব কিছুতে অনেক কমতি আছে এবং কাজের মান খুব বেশি ভালো না। আমি তাদের সার্ভিস সেন্টারে এরকম আচরণের কারনে খুব কম যায়।
ভালো দিক
-আরামদায়ক সিটিং পজিশন
-শক্তিশালী ইঞ্জিন
মন্দ দিক
-ব্যাগ ঝুলানোর হুক নাই
-গিয়ার প্লেট থেকে বাজে শব্দ হয়
-গিয়ার ইনডিকেটর নাই
কোয়ালিটি, ফিচারস এর দিক বিবেচনা করলে বাইকটার দাম আমার কাছে একটু বেশি লেগেছে। দামটা যদি আরেকটু কম হত তবে সব দিক দিয়ে ভালো হত। আমার পরামর্শ থাকবে যে এই বাইকটি না কেনার; কারণ তেল খরচ ও ফিচারসগুলো তেমন আধুনিক না তবে আপনারা চাইলে কিনতে পারনে আমি জোর পূর্বক বলছি না। ধন্যবাদ সবাইকে।