Yamaha Banner
Search

বাজাজ পালসার ১৫০ টুইনডিস্ক ফীচার রিভিউ

English Version
2018-05-13

বাজাজ পালসার ১৫০ টুইনডিস্ক ফীচার রিভিউ


Bajaj-Pulsar-150-Twin-Disc-Feature-Review

৩লক্ষেরও বেশি সংখ্যক মোটরসাইকেল বিক্রি হয়ে বাজাজ পালসার বাংলাদেশের সর্বাধিক বিক্রিত মডেলের জায়গাটি দখল করে রেখেছে। যদিও ক্রমান্বয়ে সেই স্থানটি টিভিএস এপাচি আরটিআর দখল করে নিচ্ছে। রুচীশীল আধুনিক ডিজাইন, চমৎকার গঠন, শক্তিশালী এবং টেকসই ইনজিনের কারনে বাজাজ পালসার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। বিগত ১৫-১৬বছর ধরে ১৫০সিসি সেগমেন্টে একটি শক্ত অবস্থান তৈরী করে রেখেছে বাজাজ পালসার ১৫০। সম্প্রতি ইনডিয়ার বাজারে এলো বাজাজ পালসার ১৫০ এর নতুন ভার্সন বাজাজ পালসার ১৫০ টুইনডিস্ক(UG5)। বরাবরের মতোই কিছু পরিবর্তন আনা হয়েছে নতুন ভার্সনে। নতুন ভার্সনটিতে উল্লেখ্যযোগ্য পরিবর্তনের মধ্যে পেছনের চাকাতে ডিস্ক ব্রেক সংযুক্ত করা হয়েছে।


Bajaj-Pulsar-150-Twin-Disc-design-Review

ডিজাইন ও স্টাইল
ডিজাইনের দিক দিয়ে বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক পূর্বের মডেলের তুলনায় কিছুটা ব্যাতিক্রম। কারণ এর গ্রাফিক্স এর দিক দিয়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং দেখতে ১৮০ সিসি বাজাজ পালসারের অনেকটাই কপি বলা যেতে পারে। অর্থাৎ স্প্লিট সিটিং পজিশন, স্প্লিট গ্র্যাব রেইল, ডাবল ডিস্ক, স্টাইলিশ গ্রাফিক্স, ফ্রন্ট গিয়ার লিভার, পেছনের মোটা চাকা(১২০মিমি), হাফ চেইন কভার, এক্সস্ট এর উপরে চকচকে ক্রোম এর পরিবর্তে সিলভার রংএর কাভার এসব কিছু মিলিয়ে বাজাজ পালসার ১৫০ নতুন ভার্সনটি কিছু বৈশিষ্টগত পরিবর্তন এসেছে। মোট কথায় বাজাজ পালসারের আগের সিরিজের তুলনায় পালসার ১৫০ টুইন ডিস্কে রাইডারগণ কিছুটা স্পোর্টস বাইকের অনুভুতি পাবেন।


Bajaj-Pulsar-150-Twin-Disc-dimension-Review

ডাইমেনশন
পালসার ১৫০ টুইন ডিস্ক এর বডি ডাইমেনশন পূর্বের পালসারের চেয়ে একটু ভিন্ন। যেমন পালসার ১৫০ টুইন ডিস্ক বাইকটি লম্বায় ২০৩৫মিমি, চওড়ায় ৭৬৫মিমি এবং উচ্চতায় ১১১৬ মিমি একই সাথে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ১৬৫মিমি, হুইলবেজ ১৩৪৫মিমি কিন্তু মজার বিষয় হচ্ছে যে বাইকটির ওজন পূর্বের পালসারের মতই আছে অর্থাৎ ১৪৪ কেজি। তাই যারা পূর্বের পালসার রাইডারগণ যদি এই বাইকটা রাইড করেন তবে কিছুটা ভিন্নতা অনুভব করতে পারেন। আরেকটি বিষয় সেটি হল এর পাদানিটা একটু পেছানো হয়েছে । পেছানোর কারণ হচ্ছে রাইডারকে স্পোর্টস বাইকের অনুভূতি দেবার জন্য। পূর্বের সিরিজগুলোর থেকে এই টুইনডিস্ক ভার্সনে ডাইমেনশনগত পরিবর্তন দেখা গেছে।


Bajaj-Pulsar-150-Twin-Disc-engine-Review

ইঞ্জিন
বাজাজ পালসার ১৫০ টুইনডিস্কে বিএস৪ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটা পূর্বের মডেলের মতই ১৪ পিএস @ ৮০০০ আরপিএস ম্যাক্স পাওয়ার এবং ১৩.৪ এনএম @ ৬০০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপাদন করতে পারে। ইঞ্জিনের সাথে ৫ স্পীড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে।ইঞ্জিন চালু করার জন্য এই শুধুমাত্র থাকছে সেলফ স্টার্ট অপশন। যদিও বাংলাদেশের সাধারন মোটরসাইকেল ব্যবহারকারী কিক স্টার্ট বিহীন মোটরসাইকেল ব্যবহার করতে এখনও মানসিকভাবে অভ্যস্ত হয়ে ওঠেনি।


Bajaj-Pulsar-150-Twin-Disc-seat-Review

সিটিং পজিশন
সিটিং পজিশনটা আগের থেকে একটু উন্নত করা হয়েছে। স্পোর্টি স্প্লিট সিটিং পজিশন দেয়া হয়েছে নতুন ভার্সনে। এই ধরণের সিটের সুবিধা হচ্ছে রাইডার এবং তার সহযাত্রী দুজনই আরামে বসতে পারবেন।বাংলাদেশে বাজাজ পালসার ফ্যামিলি কমিউটার বাইক হিসেবে যথেষ্ট জনপ্রিয় তার লম্বা সীট এর কারনে। নতুন স্প্লিট সীটের কারনে এই সেগমেন্টের ক্রেতাদের হয়তো হারাতে হবে।


Bajaj-Pulsar-150-Twin-Disc-rear-break-Review

ব্রেকিং
এই প্রথম বাজাজ তাদের পালসার ১৫০ সিসি বাইকের রেয়ার ডিস্ক ব্যবহার করেছে। এর পূর্বে ১৫০ সিসি পালসারগুলোতে পেছনের চাকায় ডিস্ক ব্রেক ছিলো না। সামনের ডিস্ক ব্রেকের সাইজ হচ্ছে ২৬০মিমি এবং পেছনের ডিস্ক ব্রেক ২৩০ মিমি। আশা করা যায় রাস্তায় রাইডারদের ভাল ব্রেকিং নিশ্চিত করবে।

সাসপেনশন ও টায়ার
সাসপেনশন ও টায়ারে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক যা বাজাজ পালসার ১৮০ থেকে নেয়া এবং পেছনের দিকে টুইনশক সাসপেনশন। টায়ারের দিক দিয়ে এইবার বাজাজ তাদের পেছনের চাকা বেশ মোটা করেছে আগের মডেলগুলোতে ব্যবহৃত হত ১০০ সাইজের টায়ার কিন্তু এই বাইকটিতে বাজাজ ব্যবহার করেছে ১২০/৮০-১৭ সাইজের মোটা টায়ার যা ভালো গ্রিপিং সরবরাহ করবে। সামনের দিকে ব্যবহার করা হয়েছে ৯০/৯০-১৭ সাইজের টায়ার।


Bajaj-Pulsar-150-Twin-Disc-meter-Review

মিটার কনসোল ও ইলেকট্রিক্যাল
মিটার কনসোলের গ্রাফিক্স সামান্য পরিবর্তন করা হয়েচে যেটা একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে।পূর্বের মিটারে ব্যাকগ্রাউন্ড ছিলো ধুসর রংয়ের কিন্তু বর্তমান মডেলে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ সাদা। এছাড়া মিটার কনসোলের ফিচারসে রয়েছে স্পিডোমিটার, ফুয়েল ইনডিকেটর ইত্যাদি এবং ইলেকট্রিক্যাল দিকের মধ্যে বাজাজ পালসারের আইকনিক ফিচারস সুইচলাইটসহ অন্যান্য সকল ফিচারস রয়েছে । বলে রাখা ভালো যে এখনকার প্রত্যেকটি বাইকে AHO ফিচারস থাকছে তাই এই বাইকটাও তার ব্যাতিক্রম নয়।

পরিশেষে
আমরা সবাই জানি যে বাজাজ পালসার অনেক জনপ্রিয় একটি মডেল এবং সেই জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতে এইবার বাজাজ তাদের নতুন ফিচারস সমৃদ্ধ পালসার টুইনডিস্ক বাজারে নিয়ে এসেছে। নতুন ভার্সনে পালসার ১৮০ থেকে যেমন বেশ কিছু ফীচার যুক্ত করা হয়েছে তেমনি পুরোনো মডেলের কিছু ফীচারও রয়ে গিয়েছে। বৈশিষ্ট্যের দিকে নজর দিলেই বোঝা যায় বাজাজ বাইকটিকে স্পোর্টি বৈশিষ্ট্য দেবার চেষ্টা করেছে হয়তো তরুন ক্রেতাদের টার্গেট করে। কিন্তু সমালোচনার দৃষ্টিতে দেখলে বলা যায় নতুন পরিবর্তন গুলো তরুনদের টার্গেট করে করা হলেও স্পোর্টস সেগমেন্টে পরিবর্তনগুলো বর্তমানে থাকা একই সেগমেন্টের অন্যান্য বাইকগুলোর তুলনায় এতই কম যে তরুন ক্রেতারা এ বাইকে কতটুকু আকৃষ্ট হবে তা সময়ই বলে দেবে। একই সংগে বাজাজ এর উল্লেখযোগ্য ক্রেতা গ্রামে এবং ফ্যামিলি বাইক হিসেবে বাইকটি পরিচিতি থাকায় স্প্লিট সিটটি একটি বিশেষ সেগমেন্টের ক্রেতাদের হতাশ করবে বলেই ধরে নেয়া যায়। শুধুমাত্র মানসিক কারনেই কিক স্টার্টবিহীন মোটরসাইকেল কিনতে অনেক ক্রেতা আগ্রহ হারানোর সম্ভবনা রয়েছে। সর্বপরি বাজাজ পালসার ১৫০ এর গতানুগিত লুক থেকে আকর্ষনীয় কোনো পরিবর্তন বর্তমান ভার্সনে অনুপস্থিত। কিন্তু সার্বিক বৈশিষ্ট্য বিবেচনায় বিশেষ করে চওড়া টায়ার এবং টুইনডিস্ক থাকায় রাইডারকে বাইকটি কমফোর্ট, কন্ট্রোল এবং কনফিডেন্ট দিবে বলে আশা করা যেতে পারে।


Rate This Review

Is this review helpful?

Rate count: 255
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Pulsar 150 Twin Disc

Pulsar DD 150 ব্যাবহার অভিজ্ঞতা - তামিম আহমেদ
2024-07-29

সাল টা ছিল ২০২১ দেশের পরিস্থিতি থম্থমে মহামারিতে গ্রামে সেই সময় ঘরে বসে মানুষ জন ঠিক সেই সময় আমি বাবসা শরু করি। আ...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক ২৬০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা শিমুল রানা
2021-03-24

আমি অনেক ছোটবেলা থেকেই মোটরসাইকেল চালায় আর সেখানে দুইটা কারন ছিল, একটি হল আমার সখ এবং আরেকটি হলো প্রয়োজন কারন আমি ...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক ১০০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ শেখ ফরিদ
2021-03-13

আমি মোঃ শেখ ফরিদ পেশায় চাকুরীজীবী । বর্তমানে আমি ব্যবহার করছি বাজাজ পালসার টুইন ডিস্ক ১৫০ । এই বাইকটা আমি কিনেছি ...

Bangla English
বাজাজ পালসার টুইন ডিস্ক ৮,৫০০কিমি রাইডিং অভিজ্ঞতা - পারভেজ হোসেন
2020-05-13

বাইক চালানো শেখা বলতে গেলে আজ থেকে অনেক বছর আগে থেকে । যখন বাইক চলানো শিখি তখন মনে মনে আগ্রহ জন্ম নিতে থাকলো যে বা...

Bangla English
বাজাজ পালসার টুইন ডিস্ক ১০,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - রনি তাহের
2020-04-27

একটা সময় ছিলো যখন ১৫০ সিসির বাইক বলতে শুধু পালসারকেই বুঝানো হত। সে সময়ে যে কেউ ১৫০ সিসির বাইক কিনলে সর্বপ্রথম বা...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক ব্যবহার অভিজ্ঞতা - সুমন কুমার ঘোষ
2019-12-21

আমার পেশা এবং অন্যান্য সকল প্রয়োজন বিবেচনা করে অনেক দিন থেকেই চিন্তায় ছিলাম যে একটা মোটরসাইকেল হলে আমি খুব আরাম...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক ২৪০০কিমি রাইডিং অভিজ্ঞতা - জোবায়ের আহমেদ
2019-11-28

আমার পেশাগত দায়িত্ব সময়মত সম্পাদন করার তাগিদে চাকুরী শুরুর পর থেকেই একটা মোটরসাইকেলের প্রয়োজন অনুভব করছিলাম। ...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক ৬০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - জাহিরুল ইসলাম
2019-11-13

ছোটবেলা থেকেই আমি বাইক প্রেমী একজন মানুষ।। বাইক দেখলেই আমি খুব মনযোগ দিয়ে দেখি এবং দেখি যে একজন রাইডার কীভাবে তা...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক ৯০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - আমির হামজা
2019-11-11

বাজাজ পালসার হচ্ছে বাংলাদেশের বহুল প্রচলিত এবং খুবই জনপ্রিয় একটি বাইক। আমি বাজাজ পালসার বাইটি খুবই পছন্দ করি ক...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - সোহানুর রহমান
2019-11-09

পেশাগতভাবে আমি একজন চাকুরীজীবী এবং ঠিকঠাক চাকুরী ম্যানেজ করার স্বার্থেই আমার বাইকটামুলত কেনা। তাছাড়াও বাইকের...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - রোমান খান
2019-11-06

বাজাজ পালসার টুইন ডিস্ক বাইকটির পূর্বে আমি ব্যবহার করতাম টিভিএস এপ্যাচি আরটিআর ১৫০ । সেই বাইকটিতে অনেক সমস্যা ...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - জাহিদ হাসান
2019-11-02

পেশাগতভাবে আমি এখন একজন ছাত্র তারপরেও বিভিন্ন রকম ব্যস্ততার কারনে আমাকে অনেক জায়গায় ছুটাছুটি করতে বিশেষত বাবা...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - তানভীর হোসেন
2019-10-30

আজকে আমি আমার বাজাজ পালসার ডাবল ডিস্ক ১৫০ সিসি বাইকের ৭০০ কিলোমিটার পথ যাতায়াতের অভিজ্ঞতা মোটরসাইকেল ভ্যালীর ম...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - মিরাজ হোসেন
2019-10-21

ঢাকায় আসার পর থেকেই এবং আমার চাকরীর কাজ সহজ করার সুবিধার জন্যে বাইকের প্রয়োজন অনেক থেকে মনে করছিলাম এবং যখন থেকে...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - মাহমুদুল হক
2019-10-20

আমার পেশাগত জীবন এবং পারিবারিক জীবনের ব্যস্ততায় অনেক দিন থেকেই একটি বাইকের প্রয়োজন মনে করছিলাম তবে মোটরসাইকেল ...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - মাহবুবুর রহমান
2019-09-24

ছোটবেলা থেকেই আমার বাইকের প্রতি খুব নেশা আর মনে মনে ধরে রেখেছিলাম যে যদি কোন দিন বাইক কিনি তাহলে বাজাজ পালসার বা...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - তানভীর রহমান
2019-09-21

বাজাজ পালসার একটি খুব জনপ্রিয় একটি মোটরসাইকেল। এটি আমারও বেশ পছন্দের একটি বাইক। আমি এই বাজাজ পালসার মোটরসাইকেল...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - আব্দুল হাই
2019-09-02

আমার ব্যক্তিগত কারনের থেকেও আমার রাজনৈতিক এবং জনসেবামুলক কাজের জন্যে একটিউ বাইকের খুব দরকার ছিল আবার শহর থেকে ...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - তানভির আলম
2019-08-28

বাজাজ পালসার টুইন ডিস্ক এই বাইকটি কিনেছিলাম আজ থেকে প্রায় ২ মাস আগে। বাইকটি থেকে আমি যে রকম পারফরমেন্স আশা করেছি...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - আবুল কাশেম
2019-08-08

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম। আমার বাইকের নাম বাজাজ পালসার ডাবল ডিস্ক ১৫০ সিসি। এই বাইকটা কিনেছি মূলত ...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - কৌশিক
2019-08-05

বাজাজ পালসার বাইকটি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি বাইক। আমার মনে হয় এত মার্জিত লুক আর ইঞ্জিন পারফরমেন্স এই সেগম...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - পল্লব হোসেন
2019-08-05

আমার কর্মজীবন নিয়ে নতুন করে কিছু বলার নেই কারন আমি এখনও একজন ছাত্র তবে আমার পারিবারিক এবং রাজনৈতিক কিছু কর্মকান...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেল রিভিউ - ওমর ফারুক রুবেল
2019-08-02

শুরুতেই বলে রাখা ভাল যে আমার মোটরসাইকেল কেনার পেছনে তেমন কোন বিশেষ বা আবেগী কারন নাই আমি এখনও একজন ছাত্র এবং আমা...

Bangla English
বাজাজ পালসার ইউজি৫ মোটরসাইকেল রিভিউ - খোরশেদ আলম
2019-07-30

বাইক চালানোটা শুরু হয় হোন্ডা সিডি৮০ দিয়ে এর পর আমি চালায় ডিস্কভার ১২৫ তবে আমার চালানোর বয়স খুব বেশী না হয়তো বা ২ ব...

Bangla English
বাজাজ পালসার ১৫০ ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - মুয়াজ্জিম হোসেন
2019-07-18

আমার মোটরসাইকেলের নাম বাজাজ পালসার ডাবল ডিস্ক ১৫০ সিসি। এটি আমি ১ মাস যাবত ব্যবহার করছি। এই ১ মাসে আমি প্রায় ৬০০ ...

Bangla English
বাজাজ পালসার ১৫০ ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - জুয়েল রানা
2019-05-01

বাজাজ পালসার হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি বাইক। অনেক বাইক প্রেমী মানুষ রয়েছে যারা এখনই বাজাজ পালসার কে...

Bangla English
বাজাজ পালসার ১৫০ ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - এমদাদুল
2019-03-31

সত্যি বলতে আমার চাকরী সামলানোর প্রয়োজনে এবং অবসর দিনে একটু বিনোদন পাওয়ার লক্ষ্যে আমি বাজাজ পালসার ১৫০ টুইন ডিস...

Bangla English
বাজাজ পালসার ১৫০ ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - জহুরুল ইসলাম
2019-03-10

অফিসে যাওয়া, ছুটির দিনে কিংবা একটু সুযোগ পেলেই ঘুরতে যাওয়া ইত্যাদির জন্য আমি বাইকটা কিনেছি। এখন আমি ব্রাক ব্যাং...

Bangla English
বাজাজ পালসার ১৫০ ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - দুলাল হোসেন
2019-02-24

আমার নাম মোঃ দুলাল হোসেন, আমি একজন ছাত্র। আসলে ছাত্র জীবনে মোটরসাইকেল পাওয়াটা অনেকটা স্বপ্নের মত। আমার বেশির ভা...

Bangla English
বাজাজ পালসার ১৫০ ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - নাইম ওয়াহিদ
2019-02-12

আমি নাইম ওয়াহিদ পেশায় সার্ভিস হোল্ডার। এখন আমি ব্যবহার করছি বাজাজ পালসার টুইন ডিস্ক এবং এই বাইকটি কেনার মুল কার...

Bangla English
বাজাজ পালসার ১৫০ ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - সুজন
2019-01-31

Sujon সুজন সিটি ম্যানেজার ভিভো মোবাইল বাংলাদেশ, জয়পুরহাট। ১৩/০১/২০১৯ আমার নিজস্ব প্রথম একটি বাইক।আজকে বাইক কেনা...

Bangla English
বাজাজ পালসার ১৫০ ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - শিমুল রানা
2019-01-24

বাইক চালানোর হাতে খড়ি হয়েছিলো টিভিএস মেট্রো ১০০ সিসি দিয়ে ২০১২ সালে এবং সেটি ছিলো আমার বন্ধুর বাইক। তারপরে আমার ...

Bangla English
বাজাজ পালসার ১৫০ মোটরসাইকেল রিভিউ - অমিত কুমার সরকার
2019-01-12

ডায়াং ৮০ সিসির বাইক দিয়ে আমার জীবনে প্রথম বাইক চালাতে শেখা । তারপর আমার বাবা বাজাজের সিটি ১০০ সিসি বাইক কিনেন এব...

Bangla English
বাজাজ পালসার ১৫০ মোটরসাইকেল রিভিউ - রয়েল রানা
2018-11-13

মটরসাইকেল এর শখ সকলেরই থাকে আমার ক্ষেত্রেও ঠিক তেমনই।মটরসাইকেল আমার কাছে খুব প্রিয় একটি জিনিস।আমার গল্পটা খু...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইনডিস্ক মোটরসাইকেল রিভিউ - বাবু
2018-10-30

বাজাজ পালসার টুইন ডিস্ক বাইকটি কেনা খুব বেশিদিন হয়নি। আমি গত ৩ অক্টোবর রাজশাহীর বাজাজের ডিলার সরকার মোটরস থেক...

Bangla English
বাজাজ পালসার ১৫০ ইউজি৫ মোটরসাইকেল রিভিউ - মোসলেম উদ্দিন
2018-10-27

আমার শুরুটা হয়েছে বাজাজ কোম্পানি দিয়ে এবং এখন পর্যন্ত আমি বাজাজ কোম্পানির ওপর ভরসা বজায় রেখেছি বলতে গেলে আমি এ...

Bangla English
বাজাজ পালসার ১৫০ ইউজি৫ মোটরসাইকেল রিভিউ - আয়েশান সাদিক সিয়াম
2018-10-13

শুরুটা হয়েছে বাবার বাইক দিয়ে আমার বাবর বাজাজ পালসার ১৩৫ সিসি মটরসাইকেলটি দিয়ে।আমি যখন সপ্তম শ্রেণিতে পড়ি বাব...

Bangla English
বাজাজ পালসার ১৫০ টুইনডিস্ক ফীচার রিভিউ
2018-05-13

৩লক্ষেরও বেশি সংখ্যক মোটরসাইকেল বিক্রি হয়ে বাজাজ পালসার বাংলাদেশের সর্বাধিক বিক্রিত মডেলের জায়গাটি দখল করে র...

Bangla English
Filter