Bajaj Pulsar বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি বাইক বাংলাদেশের বাজারে । প্রায় এক যুগের ও অধিক সময় ধরে এই বাইকটা আমাদের দেশের বাজারে খুব সুনামের সাথে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। যুগের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন বাইক দেশের বাজারে বিভিন্ন কোম্পানী নিয়ে আসছে এবং বাজাজ ও তার ব্যাতিক্রম নয়, তারা বাংলাদেশের বাজারে নিত্য নতুন ডিজাইনের বাইক নিয়ে আসছে যার একটি হল এই Bajaj Pulsar NS 125। আজকে আমরা আপনাদের সাথে এই বাইকের ফিচারস নিয়ে আলোচনা করবো।
ডিজাইন
ডিজাইনের দিক থেকে এই বাইকটাকে অভিনব এক সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে যা ১২৫ সিসির বাইক হিসেবে বিরল। এদিকে বাইকের সুন্দর ডিজাইনের পাশাপাশি সুন্দর গ্রাফিক্স ও রয়েছে যা একজন গ্রাহককে আকৃষ্ট করতে সক্ষম। একটু লক্ষ করলে দেখা যায় যে এই বাইকের এগ্রেসিভ ডিজাইন , এলিডি ডিআরএল, ট্যাংক ডিজাইন, আন্ডারবেলি এক্সজস্ট, স্টাইলিশ এলয় হুইল বাইকটিকে পরিপুর্নতা দিয়েছে।
ডাইমেনশন
এই বাইকটি বাংলাদেশের যে কোন রাস্তায় চলাচলের উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে , ডাইমেনশনের দিকে রয়েছে ৮১০ মিমি দৈর্ঘ্য, ২০১২মিমি প্রস্থ এবং ১০৭৮ উচ্চতা। এছাড়াও ১৩৫৩মিমি হুইলবেজ, ১৭৯মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স । সব মিলিয়ে বাইকের কার্ব ওজন রয়েছে ১৪৪ কেজি, তাছাড়া তেল ধারন ক্ষমতা রয়েছে ১২ লিটার।
ইঞ্জিন
বাজাজ সর্বদা চেষ্টা করে তাদের বাইকের সাথে ভালো ইঞ্জিন সরবরাহ করার সেজন্য তারা ইঞ্জিনের বিষয়ে কোন আপোষ করে না। তারা এই বাইকের ব্যবহার করেছে শক্তিশালী ৪ স্ট্রোক , ৪ ভালভ এয়ার কুল্ড ১২৪,৪৫ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ১২পিস এবং ম্যাক্স টর্ক ১১ এনএম উৎপন্ন করতে সক্ষম। এই শক্তিশালী ইঞ্জিন চালু করার জন্য আছে কিক ও সেলফ স্টার্ট অপশন সাথে ৫ স্পীড গিয়ার বক্স। এই ইঞ্জিনে বিশেষ ফিচারস হিসেবে আছে বিএস ৬ ৪ ভালভ, ফুয়েল ইঞ্জাকশন যা রাইডারকে আরও প্রিমিয়াম রাইডের অনুভুতি দিবে।
ব্রেকিং, সাসপেনশন ও টায়ার
বাজাজ ভালো ইঞ্জিন সরবরাহ করার পাশাপাশি তারা তাদের বাইকের সাথে উন্নতমানের ব্রেকিং ও দিয়ে থাকে। এই বাইকের সামনের দিকে রয়েছে ২৪০মিমি এর ডিস্ক ব্রেক এবং পেছনের দিকে রয়েছে ১৩০ মিমি এর ড্রাম ব্রেক। আশা করা যাচ্ছে দুটো ব্রেকিং সিস্টেমই বাংলাদেশের রাস্তায় ভালো কাজ করবে। এদিকে সাসপেনশনের দিকে রয়েছে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের মনোশক সাসপেনশন। টায়ারের দিকে বাজাজ কোম্পানী বিশেষ নজর দিয়েছে এই Bajaj Pulsar NS 125 বাইকে তারা ব্যবহার করেছে সামনের দিকে 80/100-17 সেকশন টায়ার আর পেছনের দিকে ব্যবহার করেছে 110/90-17 সেকশনের টায়ার।
ইলেকট্রিক্যাল ফিচারস
যুগের সাথে তাল মিলিয়ে এবং রাইডারকে বাইকের প্রতি আকৃষ্ট করার জন্য কমবেশি সব কোম্পানী ইলেকট্রিক্যাল ফিচারস এর দিকে বিশেষ নজর রেখেছে, ঠিক তেমনিভাবে এই বাইকের ইলেকট্রিক্যাল ফিচারসে লক্ষ্য করলে দেখা যায় যে, এই বাইকের সাথে অত্যাধুনিক সব ইলেকট্রিক্যাল ফিচারস দেওয়া আছে যা যে কোন রাইডারকে আকৃষ্ট করতে সক্ষম হবে। সম্পুর্ন ডিজিটাল মিটার কনসোলে একজন রাইডারের প্রয়োজনীয় সকল ফিচারস দেওয়া রয়েছে।
সবশেষে
পালসার সিরিজটি যুগের পর যুগ ধরে দেশের বাজারে অত্যান্ত সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতে যে সিরিজগুলো আসবে সেগুলো গ্রাহকদের আরও উচ্চতর সার্ভিস দিয়ে যাবে। বাংলাদেশের বাজারে পালসার সিরিজটি একটি আবেগের নাম তাই আশা করা যায় যে নতুন এই Bajaj Pulsar NS 125 বাইকটি গ্রাহকদের মন জয় করবে।