Yamaha Banner
Search

English Version
2017-11-07

Bajaj Pulsar NS160 Feature Review


Bajaj-Pulsar-NS160-Feature-Review


সম্প্রতি বাংলাদেশে মোটরসাইকেলের সিসি লিমিট বৃদ্ধি করে ১৬৫সিসি করা হয়েছে। সিসি লিমিট বাড়ানোর সাথেই সাথেই নতুন নতুন বাইকগুলোর প্রবেশদ্বার উন্মুক্ত করে দিয়েছে। অন্যান্য ১৬০ সিসি বাইকের পাশাপাশি বাংলাদেশে যেসকল ১৬০ সিসি বাইক আসছে তাদের মধ্যে একটি হল বাজাজ পালসার এনএস ১৬০। এর পেছনে মূল কারণ হলো তাদের ব্রান্ডের খ্যাতি এবং ১৫০সিসি সেগেমেন্টে “পালসার” কালজয়ী একটি নাম হিসেবে পরিচিত। আমাদের দেশে বাজাজের বেশ ভালো চাহিদা রয়েছে এবং আশা করা যায় তাদের এই ১৬০সিসির বাইকটি লোকাল মার্কেটে আরও প্রভাব ফেলবে। এই বাইকটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে হলে নতুন হিসেবে এই বাইকটি তে কি কি ফীচারস যোগ করা হয়েছে সেগুলো জানতে হবে এবং আমাদের রাস্তার পরিস্থিতি অনুযায়ী এই বাইকটা কতটুকু উপযোগী সেটা দেখার বিষয়।


Bajaj-Pulsar-NS160-Body-Review

ডিজাইন ও স্টাইল
পালসার ১৬০ এন এস কে বলা যেতে পারে পালসার ২০০ এনএস এর আপন ছোট ভাই। ২০০ এন এস এর ডিজাইনের উপর ভিত্তি করে এনএস১৬০ তেও একই ডিজাইন করা হয়েছে। তবে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন আকারে ছোট কিছু পরিবর্তন এর আউটলুকে রয়েছে যেমন ছোট ডিস্ক, ছোট টায়ার ইত্যাদি। নতুন ১৬০ সিসির এই বাইকটিতে রয়েছে স্পোর্টস লুক এবং এরো ডাইনামিক ডিজাইন। সামনের দিক থেকে বেশ এগ্রেসিভ দেখতে এবং পাশে ১৬০ সিসির ঠান্ডা ডিজাইন রয়েছে যেটা ডাইনামিক ডিজাইনের রূপ দিয়েছে। এছাড়াও অদৃশ্যমান সাইলেন্সার পাইপ, স্টাইলিশ স্প্লীট সিটিং পজিশন, স্টাইলিশ এলয় রিম বাইকটিকে নেকেড স্পোর্টস ডিজাইন এনে দিয়েছে। অন্যদিকে বাইকটির আরেকটি আকর্ষণীয় দিক হল এর বডিটা পেরিমিটার ফ্রেম দ্বারা তৈরি যার ফলে হ্যান্ডেলবারটা ধরে বাইক চালালে অনেক স্মুথ রাইডিং অনুভব করা যায়। যারা একটি স্টাইলিশ স্পোর্টস বাইক চান তাদের এই বাইকটি অবশ্যই ভালো লাগবে।


Bajaj-Pulsar-NS160-dimension-Review

ডাইমেনশন
ভালো ডাইমেনশন বাইককে দেখতে আরও সুন্দর করে তোলে এবং বিভিন্ন রোড কন্ডিশনে ভালো রাইডিং কন্ট্রোলিং নিশ্চিত করে। এই বাইকটির ডাইমেনশনে রয়েছে লম্বায় ২০১২ মিমি, চওড়ায় ৮০৩.৫ মিমি এবং উচ্চতায় ১০৬০ মিমি, ১৭৬ মিমি হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ১৩৬৩ হুইলবেজ রয়েছে। এই ধরনের ডাইমেনশন নিয়ে আমাদের দেশের রাস্তায় চলাচল করলে তেমন অসুবিধা অনুভব করা যাবেনা। বাইকটির সম্পূর্ণ ওজন প্রায় ১৪২ কেজি এবং এর ফুয়েল ট্যাংকারের ধারন ক্ষমতা প্রায় ১২ লিটার এবং এই ওজনের ফলে বাইকটি স্মুথ রাইডিং অভিজ্ঞতা দিতে সক্ষম হবে। ডিজাইন এবং ডাইমেনশন ঠিক থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে বাইকটির একটি বিষয় খারাপ সেটা হল এর সিট হাইটটা অনেক বেশী। সাধারণত মাঝারি কিংবা তার থেকে কম উচ্চতার রাইডার এই বাইকটি রাইড করতে বেশ ঝামেলার সম্মুখীন হবেন বিশেষ করে ট্র্যাফিকের মধ্যে মাঝে মাঝে এই সিট হাইটটি খুবই ঝামেলা তৈরি করতে পারে। এর সিট হাইট রয়েছে ৮০৫ মিমি। তাই মাঝারি কিংবা তার থেকে কম উচ্চতায় ছোট রাইডারদের জন্য এই বাইকটা রাইড করা একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।


Bajaj-Pulsar-NS160-Engine-Review

ইঞ্জিন
বাজাজ পালসার এনএস ১৬০ সিসি বাইকটির ইঞ্জিনে রয়েছে ১৬০.৩ সিসির ৪ স্ট্রোক, SOHC , ৪ ভাল্ভ, ওয়েল কুল্ড,ডিটিএসআই ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার ১৫.৫ পিএস @ ৮৫০০ আর পি এম এবং ম্যাক্স টর্ক ১৪.৬ এনএম @ ৬৫০০ আর পি এম তৈরি করতে পারে। এর ইঞ্জিনে ৫ টি স্মুথ ট্রান্সমিশন গিয়ার বক্স রয়েছে। ডিটিএসআই ইঞ্জিনের সাথে মাল্টি-ম্যাপ সিডিআই সংযুক্ত রয়েছে যার ফলে এর থ্রটল রেনপন্সটা যেকোনো রাস্তায় অনেক ভালো পাওয়া যাবে। কোম্পানি দাবি করে যে তাদের এই বাইকটি ভালো স্পীডের পাশাপাশি অনেক ভালো মাইলেজ দিবে যেটা পালসারের অন্যতম একটি ভালো বৈশিষ্ট্য। ইঞ্জিনে ৬ গিয়ার হলে ভালো হতো তবে আশা করা যায় এই ৫ টি গিয়ার পারফরমেন্সে কোনো ঘাটতি ফেলবে না।


Bajaj-Pulsar-NS160-Brakes-Review

ব্রেকিং ও সাসপেনশন
এই দুটি দিক রাইডারকে নিরাপত্তা এবং আরামদায়ক রাইডিং নিশ্চিত করে থাকে। ব্রেকিং এর দিক বলতে গেলে এর সামনের দিকে ২৪০ মিমি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে । বাইকটি তে এবিএস এবং সিবিএস কোনোটিই ব্যবহার কর হয় নি এবং পেছনের দিকে ১৩০ মিমি এর ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে যা বর্তমান সময় হিসেবে আধুনিকতার ছোঁয়া পায়নি। তবে ডিস্ক এবং ড্রাম ব্রেকের সমন্বয়ে অনেক ভালো ব্রেকিং দিবে বলে আশা করা যায়।

Bajaj-Pulsar-NS160-Suspensions-Review

অন্যদিকে রাস্তার ঝাঁকুনি শোষণ করার জন্য পেছনের দিকে রয়েছে মনোশক সাসপেনশন এবং সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। ব্রেকিং এর দিকটা কম থাকলেও সাসপেনশনের দিকটা একদম পরিপূর্ণতা রাখা হয়েছে। বলা যায় যে বাইকটির সাসপেনশন খুব ভালো পারফরমেন্স ও আরাম এনে দিবে।


Bajaj-Pulsar-NS160-Tires-Review

টায়ার
স্মুথ রাইডিং এর জন্য প্রয়োজন ভাল টায়ার এবং নিরাপত্তার জন্যও বটে। পালসার এন এস ১৬০ বাইকটির সামনের দিকের টায়ারের পরিমাপ হল 80/100 -17 টিউবলেস টায়ার এবং পেছনের টায়ারের পরিমাপ হল 110/80 -17 টিউবলেস টায়ার। এই ধরনের টায়ার ভালো গ্রিপিং এর পাশাপাশি ভালো মাইলেজ দিবে তবে টায়ারেরে সাইডটা চিকন যার ফলে খুব বেশী করনারিং করা সম্ভব হবে না। একই সাথে এই ধরনের গতির দানবের কাছে সরু টায়ার কিছুটা হতাশজনকই বটে।


Bajaj-Pulsar-NS160-Meter-Review

মিটার কনসোল এবং ইলেকট্রিক্যাল
পালসার এনএস ১৬০ সিসির বাইকটির মিটার কনসোল ডিজিটাল এবং এনালগ এলসিডি মিটারের সমন্বয়ে গঠিত। মিটার প্যানেলে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল গেজ, এনালগ ট্যাকচোমিটার, লো-ফুয়েল ইন্ডিকেটর ইত্যাদি।

Bajaj-Pulsar-NS160-Handlebar-Review

ইলেকট্রিক্যাল দিকে রয়েছে 12V DC মেইন্টেনেন্স ফ্রী ব্যাটারী যার সাহায্যে ইলেকট্রিক স্টার্ট দেওয়া সম্ভব হয়। হ্যালোজিন বাল্ব H4 (12V 55/60W) হেডল্যাম্প, শিফট লাইট, ক্লিন লেন্স এবং স্টাইলিশ ইন্ডিকেটর। ইঞ্জিন কিল সুইচ এবং পাস সুইচ হ্যান্ডেলবারের সাথে সংযুক্ত রয়েছে।

পরিশেষে
সমস্ত কিছু বিবেচনা করে এবং ফিচার গুলো নিয়ে আলোচনা করে বলা যায় যে, বাইকটির অবশ্যই স্টাইলিশ লুক, নেকেড স্পোর্টস লুক, আরামদায়ক সিটিং পজিশন ও শক্তিশালী ইঞ্জিন রয়েছে। কিন্তু বাইকটির কিছু খারাপ দিক হল টায়ারটা খুবই চিকন এবং পেছনে ড্রাম ব্রেক।বাংলাদেশের তরুনদের গড় উচ্চতার চেয়ে বেশি উচ্চতার সীট হাইট অনেক তরুনকেই হতাশ করবে। বর্তমান সময়ে বেশীর ভাগ অন্যান্য কোম্পানীর বাইকগুলোতে ডাবল ডিস্ক ব্রেক এবং মোটা টায়ার ব্যবহার করা হচ্ছে। যার ফলে অনেকেই এই বাইকটি অপছন্দ করতে পারেন, তবে বাইকটিতে অন্যান্য বাইকের তুলনায় ওয়েল কুল্ড শক্তিশালী ইঞ্জিন রয়েছে এবং সার্বিক দিক বিবেচনা করে বলা যায় যে বাংলাদেশের লোকাল মার্কেটে এই বাইকটি কিছুটা হলেও সাড়া ফেলবে বলে আশা করা যায়।


Rate This Review

Is this review helpful?

Rate count: 202
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Pulsar NS160

বাজাজ পালসার এনএস১৬০ ১০,০০০কিমি রাইডিং রিভিউ - সোহানুর রহমান
2019-12-24

আমি সোহানুর রহমান বর্তমানে ব্যবহার করছি বাংলাদেশের জনপ্রিয় মডেলের একটি বাইক যার নাম বাজাজ পালসার এনএস ১৬০ । বা...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ১৭,০০০কিমি রাইডিং রিভিউ - শাহরিয়ার কবির
2019-12-24

আমি শাহরিয়ার কবির বর্তমানে বাজাজ পালসার এনএস সিংগেল ডিস্ক বাইকটি ব্যবহার করছি। আমি এই বাইকটা প্রথম দেখেছিলাম আ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ২৪,০০০কিমি রাইডিং রিভিউ - সাজ্জাদ হোসেন সাকিব
2019-12-24

বাংলাদেশের মোটরসাইকেল বাজারে যখন ১৬৫ সিসি অনুমতি দেওয়া হয় তখন থেকেই আলোচিত একটি বাইক হচ্ছে বাজাজ পালসার এনএস ১...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ৬,০০০কিমি রাইডিং রিভিউ - নওশাদ আহমেদ ইভান
2019-12-23

বাংলাদেশের প্রেক্ষাপটে কম সিসির বাইকে বেশি ডিজাইন ও ফিচারস দেওয়া কোম্পানীর জন্য একটু কষ্টকর কারণ বেশি ডিজাইন ও...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - মশিউর রহমান
2019-12-23

বাইক হচ্ছে খুব শখের একটি জিনিস। অনেকেই আছে ১০০ সিসির বাইক কিনে ক্ষান্ত হন আবার অনেকেই আছেন ১৫০ সিসির প্রিমিয়াম ব...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ২০,৫০০কিমি রাইডিং রিভিউ - হুমায়ন কবির রুবেল
2019-12-23

আমি যখন প্রথম এনএস ১৬০ বাংলাদেশের বাজারে দেখি তখন প্রথম দেখাতেই ক্রাশ খাই। আমার কাছে এই সেগমেন্টে অন্যতম সুন্দ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ১৩,০০০কিমি রাইডিং রিভিউ - হিমেল অভি
2019-12-22

আমি বাজাজ পালসার এর অন্যতম একজন ভক্ত । পালসার তাদের মার্কেটে যতগুলো প্রোডাক্ট নিয়ে এসেছে আমি প্রায় সবগুলো প্রো...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ৭,০৫০কিমি রাইডিং রিভিউ - আজহারুল ইসলাম রিয়ান
2019-12-22

আমরা যখন কেউ বাইক কিনি তখন প্রথমেই প্রাধান্য দিই সেই বাইকের লুক কে। তারপরে বাইকের অন্যান্য ফিচারস কে । আমি দেখেছ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ১৫,৫০০কিমি রাইডিং রিভিউ - এএসএম আসিফ
2019-12-22

মোটরসাইকেল ভ্যালিতে বাজাজ পালসার এনএস ১৬০ নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছিলাম ৬০০০ কিমি রাইডিং অবস্থায়। এখন আমার এনএ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ১৭,০০০কিমি রাইডিং রিভিউ - আশিক মো: শাকিল
2019-12-22

বাংলাদেশের বাজারে যখন বাজাজ মোটরসাইকেল এর পরিবেশন উত্তরা মোটরস বাজাজ পালসার এনএস নিয়ে আসে তখন থেকেই এই বাইকের ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ৪০০০কিমি রাইডিং রিভিউ - এন্টোনি বিশ্বাস
2019-12-04

বাইকের সাথে ভাল লাগা অনেক দিন আগের এবং বাইক চালানো আমি শিখেছি অনেক ছোটতেও তাই আমার বাড়ি থেকেই আমাকে মোটরসাইকেল ফ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - অমর দাস বিজয়
2019-11-26

মোটরসাইকেলের প্রতি ভাল লাগাটা আমার অনেক শিশুকাল থেকেই। ঠিক করে বলতে গেলে আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমি ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - রাহেল ইসলাম
2019-10-28

ছোটবেলা থেকেই আমার বড় বাইকের প্রতি অন্যরকম ঝোঁক ছিল। তাই আমি ২ মাস আগে বাইক কেনার সময় বাজাজ পালসার এন এস কে বেছে ন...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - মেহেদি হাসান সেতু
2019-08-03

আমার ব্যক্তিগত জীবন নিয়ে তেমন বলার মত কিছু নেই কারন আমি এখনও একজন ছাত্র তবে বাইক এবং বাইক রাইডিং এর সৌখিনতা আমার ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল ১২০০০কিমি রাইডিং রিভিউ - রিকু আমির
2019-07-28

মোটর সাইকেল নিয়ে যেমনি এদিক ওদিন যখন তখন ছুটে চলা যায়, ঠিক তেমনি আমার স্বভাব, যখন তখন এদিক ওদিক ছুটে যাওয়া আমার অভ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - শিমুল খান
2019-07-22

বাজাজ কোম্পানির মোটরসাইকেল আমার আগে থেকেই পছন্দ ছিল। তাই আমি মোটরসাইকেল কেনার সময় সরাসরি বাজাজের শোরুমে গিয়ে প...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - আব্দুল গাফফার
2019-03-29

বাইক কেনার ইচ্ছা অনেক দিনের কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক ঝামেলার কারনে আতা কেনা সম্ভব হয় নি। অন্যদিকে আমি চাকু...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - আব্দুস শহিদ
2019-03-23

অনেক দিন থেকেই আমার খুব সখ ছিল বাজাজের ভালমানের একটি মোটরসাইকেল কেনার এবং আমার পছন্দের তালিকায় ছিল ৩টি মোটরসাই...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - রাইহান রহমান
2019-03-03

আমি রাইহান রহমান বর্তমানে বাজাজ পালসার এনএস ১৬০ সিসির বাইকটি ব্যবহার করছি। বাইকটি আমি সম্প্রতি কিনেছিলাম বাজা...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - নুরুন নবী
2019-02-26

পড়াশোনা শেষ করে সবে মাত্র ব্যবসায় যোগদান করেছি। এই ব্যবসা পরিচালনা করার জন্য আমাকে অনেক দূর দূরান্তে যেতে হয় এব...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - গোলাম রাব্বানী
2019-02-19

আমি গোলাম রাব্বানী বর্তমানে বাজাজ পালসার এনএস১৬০ বাইকটি ব্যবহার করছি। এই বাইকটি আমি সদ্য কিনেছিলাম রাব্বি এন্...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ৮০০০কিমি রাইডিং রিভিউ - মুবাশশির
2019-02-11

বাজাজ পালসার এনএস ১৬০ হচ্ছে একটি ভালোবাসার নাম। আমি আমার এনএস নিয়ে পূর্বেও রিভিউ দিয়েছিলাম এবং এখন আমার ওডমিটা...

Bangla English
বাজাজ পালসার এনএস ১৬০ মোটরসাইকেল রিভিউ - রিকু আমির
2019-01-30

বাইকার ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি আমি রিকু আমির । বাইক প্রেমিদের কাছে বাইক স্বপ্নের মতো। অনেকেই তাদের স্বপ্নের ব...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - এ এস এম আসিফ
2019-01-10

আমি এএসএম আসিফ, বাজাজ পালসার এনএস ১৬০ নিয়ে আমি মোটরসাইকেলভ্যালীতে আমার প্রথম অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। এই বাইকট...

Bangla English
বাজাজ পালসার এনএস ১৬০সিসি ৫০০০কিমি রাইড রিভিউ - শাহরিয়ার রাব্বি
2018-10-28

আসসালামু আলাইকুম। আমি শাহারিয়ার রাব্বি।পালসার এন এস ১৬০ ইউজার।আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এন এস নিয়ে ৫০...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল ৩৫০০কিমি রাইড রিভিউ - আব্দুল্লাহ আল আসিফ
2018-10-14

বাজাজ পালসার এনএস ১৬০ নিয়ে আমি মোটরসাইকেল ভ্যালীতে প্রথম রাইডিং অভিজ্ঞতা তুলে ধরেছিলাম। আজকে আমি তুলে ধরবো এ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - মনিরুজ্জামান
2018-09-08

আমি মোঃ মনিরুজ্জামান সানি । আমি একজন ছাত্র,বর্তমানে পড়াশুনা অনার্স ৩য় বর্ষ চলছে। আমার বাসা রাজশাহীর কাদিরগঞ্...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - ইবনে ফরহাদ
2018-09-01

বাজাজ বাংলাদেশে খুব জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। শহরের পাকা রাস্তা থেকে শুরু করে গ্রামের মেঠো পথে বাজাজ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - শোভন
2018-08-14

এখনকার সময়ে মানুষ নিজেকে একধাপ এগিয়ে রাখছে। এখন মানুষ সূর্য দেখে সময় নির্ধারণ করেনা, ঘোড়ার পিঠে চড়ে যাতায়াত করে...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - সোহেল রানা
2018-08-13

বাংলাদেশে মোটরসাইকেল একটি জনপ্রিয় বাহন হিসেবে পরিচিত। এটির মাধ্যমে অল্প সময়ে দ্রুত যাতায়াত করা যায়। বিপদে আপদ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - এসএম আসিফ
2018-06-28

আসসালামু আলাইকুম, আমি এ এস এম আসিফ বর্তমানে পড়াশোনা করছি। আজকে আমি আপানদের সামনে আমার বর্তমান ব্যবহৃত বাইক বাজা...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল রিভিউ - আদিব হাসনাইন
2018-06-06

আমি আজকে হাজির হয়েছি আমার বাইক চালানোর অভিজ্ঞতা নিয়ে আমি আদিব হাসনাইন পেশায় একজন ছাত্র এবং আমি গত ১ মাস যাবত বাজ...

Bangla English
সহনীয় দামে আরামদায়ক বাইক – বাজাজ পালসার এনএস১৬০ ব্যবহারকারী মুবাশশির
2018-05-30

ডায়াং ৮০সিসি দিয়ে আমার বাইকের হাতে খড়ি এবং এটা দিয়েই বাইকিং এর পথ চলা শুরু। তারপর অনেক সময় কেটে গেলো এবং বাসায় বা...

Bangla English
বিনা দ্বিধায় বাজাজ পালসার এনএস১৬০ কিনতে পারেন - শাহারিয়ার রাব্বি
2018-05-23

আমি শাহারিয়ার রাব্বি বর্তমানে পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি একটি জিনিস আমার খুব ভালো লাগে সেটি হলো বাইক। আমি...

Bangla English
টায়ার সাইজ এবং ব্যাটারীর পারফরমেন্সে অসন্তুষ্ট - বাজাজ পালসার এনএস১৬০ ব্যবহারকারী আবদুল্লাহ আল আসিফ
2018-05-21

আমি মনে করি যে একমাত্র মোটরসাইকেলই হচ্ছে একটি বাহন যা চলার পথে অনাবিল আনন্দ দিতে পারে । ঠিক তেমনিভাবে আমার চলার ...

Bangla English
ইনজিন পারফরমেন্সে সন্তুষ্ট নই – বাজাজ পালসার এনএস ব্যবহারকারী জাওয়াদ ইসমাম
2018-05-20

যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য অনেক কিছুই আমাদের প্রয়োজন হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বাহন মটরসাইকেল।বর্তম...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ রিভিউ - সাহাদত হোসেন
2018-05-10

বাংলাদেশের খুব জনপ্রিয় বাহন মটরসাইকেল। অল্প বয়স থেকে শুরু করে মাঝারি বয়সের সকলেই মটরসাইকেল চাই সহজেই যাতায়াত ক...

Bangla English
বাইকটি নিয়ে আমি সন্তুষ্ট – বাজাজ পালসার এনএস১৬০ ব্যবহারকারী সাব্বির শাওন
2018-04-24

প্রথমেই আমি বলতে চাই যে কি কি বাইক আমি ব্যবহার করেছি। আমি এপি পর্যন্ত ব্যবহার করেছি টিভিএস এপ্যাচি আরটিআর, সুজু...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ প্রথম ব্যবহারের অভিজ্ঞতা – আশিকুর রহমান তুহিন
2018-03-01

বাজাজ পালসার এনএস১৬০। বাইকটি যখন বাংলাদেশে আসবে বলে ঘোষণা করা হয় ঠিক তখন থেকেই মনে মনে ভাবলাম যে এই বাইকটা কিনব...

Bangla English
2017-11-07

সম্প্রতি বাংলাদেশে মোটরসাইকেলের সিসি লিমিট বৃদ্ধি করে ১৬৫সিসি করা হয়েছে। সিসি লিমিট বাড়ানোর সাথেই সাথেই নতুন...

Bangla English
2017-11-07
Filter