বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে বাজাজ অন্যতম এটা নিয়ে কোন সন্দেহ নেই। আমি বাজাজের বাইক অনেক আগে থেকেই ব্যবহার করি এবং এই ব্র্যান্ডের প্রতি আমার আস্থা অনেক। বাইকের স্থায়িত্ব, পার্টস সহজলভ্যতা ইত্যাদি মিলিয়ে বাজাজের কোন তুলনা হয় না। বাইক কেনার ক্ষেত্রে সকলেই ডিজাইনকে বেশি প্রাধান্য দেন আমিও ডিজাইনকে প্রাধ্যান্য দিয়েছি এবং বাইকের ইঞ্জিন বেশি সিসি কে প্রাধান্য দিয়েছি। আমার কাছে বাজাজ ছাড়া অন্য কোন অপশন নাই তাই বেশি সিসির বাইক হিসেবে আমি বাজাজ পালসার এনএস ১৬০ স্পেশাল এডিশনকে বেছে নিয়েছি।
এই বাইকটা কেনা আমার প্রায় ১ মাসের মত হয়েছে। দেশের করোনা পরিস্থিতির জন্য আমি খুব বেশি রাইড করতে পারিনি তবে যতটুকু রাইড করে তার আলোকে বাজাজ পালসার এনএস ১৬০ স্পেশাল এডিশন নিয়ে আমার কিছু প্রথম অনুভুতি তুলে ধরবো।
- বাইকের ডিজাইন অসাধারণ এবং কালার কম্বিনেশন দারুণ। এই সব কিছু বাইকটিকে আরও ফুটিয়ে তুলেছে । এমনিতেই এনএস ১৬০ এর ডিজাইন অনেক ভালো তারপরও গ্রাফিক্যাল কিছু পরিবর্তন বাইকটিকে অসাধারণ রুপ দিয়েছে।
- ইঞ্জিন চালিয়ে অনেক স্মুথ অনুভব করছি। ইঞ্জিনের রেডি পিকআপ ঠিক আছে । আশা করি ব্রেক ইন পিরিয়ড পার হবার পর আসল অনুভুতি পাবো ইঞ্জিন থেকে ।
- চালিয়ে অনেক আরামদায়ক। বিশেষ করে রাইডিং সিটে বসে রাইড করে বেশ আরাম অনুভব করি। অন্যদিকে পিলিয়ন সিটিং পজিশন আমার কাছে একটু বেশি উঁচু ও কম আরামদায়ক মনে হয়েছে। পিলিয়ন সিটিং পজিশন আরেকটু বড় করলে আমার মনে হয় ভালো হত।
- পেছনের সাসপেনশনের পারফরমেন্স নিয়ে আমি মুগ্ধ। বাইকের পেছনের সাসপেনশন থেকে অনেক ভালো ফিডব্যাক পেয়েছি এবং এটা যে কোন রাস্তায় ভালো আরাম নিশ্চিত করে।
- ডাবল ডিস্ক ব্রেক হিসেবে ব্রেকিং এর পারফরমেন্স এখন পর্যন্ত ভালো পেয়েছি। আশা করি দিন দিন আরও ফিডব্যাক ভালো হবে।
সব মিলিয়ে যদি বলি তাহলে আমি বলবো যে বাজাজ এনএস ১৬০ স্পেশাল ভার্সনের বাইকটি কিনে আমি সন্তুষ্ট। আমি অন্যান্য বাইকের সাথে তুলনা করেছে এই সেগমেন্টের তো সব বাইকের থেকে আমার কাছে এই এনএস ১৬০ বাইকটি ভালো লেগেছে এবং বাজাজের প্রতি আমার দুর্বলতা তো আছেই। মোট কথায় বাইকিং জগতে রাস্তার রাজা হচ্ছে বাজাজ আর বাজাজের এই বাইক কিনে আমি মুগ্ধ।
সবাই ভালো থাকবেন এবং নিরাপদে রাইড করবেন । ধন্যবাদ।