আমি আব্দুল্লাহ আহমেদ বর্তমানে আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। বাইক রাইড করা আমার অনেক দিনের শখ এবং আমি প্রথম বাইক চালানো শিখি বাজাজ এক্সিডি ১২৫ সিসি দিয়ে। এরপরে সে বাইকটা অনেক দিন ব্যবহার করার পর পরিবারের অনুমতিতে বাইক পরিবর্তন করার সিদ্ধান্ত নিই এবং ৪ মাসে আগে কিনে ফেলি বাজাজের বহুল আলোচিত একটি বাইক যার নাম বাজাজ ভি১৫। বাইকটার আউটলুক আমার কাছে খুবই পছন্দের এবং দূর থেকে তাকিয়ে দেখতে চোখ ফেরান মুশকিল হয়ে যায়। আমি এই বাইকটা আমার ভার্সিটি যাতায়াতের জন্য বেশি ব্যবহার করে থাকি। বাজাজ ভি১৫ আমাকে ৪ মাস ধরে বেশ ভালোই পারফরমেন্স দিয়ে আসছে আমার কিছু কিছু দিক আমাকে হতাশও করেছে। আজকে আমি আমার ৫২০০ কিমি রাইড অভিজ্ঞতা মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে তুলে ধরবো।
ডিজাইনটা অনেক ভালো এবং ব্যাতিক্রমধর্মী একটা আউটলুক রয়েছে বাইকটার মধ্যে। মাস্কুলার ফুয়েল ট্যংকার, সুন্দর গঠন, গ্রাফিক্স এ সব কিছু ডিজাইনটাকে আরও বেশি ফুটিয়ে তুলেছে। অন্যদিকে বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে আমার কাছে বিল্ড কোয়ালিটিটা বেশ মজবুত মনে হয়েছে তবে আরেকটু উন্নত করার সুযোগ আছে। তবে ডিজাইন নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট।
বাইকটির সিটিং পজিশন অনেক ভালো তবে লং রাইডে একটু সমস্যা অনুভব করি মানে ব্যাক পেইন আর কি এছাড়া শর্ট রাইডে আমি তেমন কোন খারাপ কিছু অনুভব করি। হ্যান্ডেলবারের পজিশনটা পারফেক্ট এবং এর সাথে সংযুক্ত সুইচগুলো ব্যবহার করে ঝামেলা মনে হয়নি। রাতে আমি অনেক ভালো হেডল্যাম্পের আলো পেয়েছি এবং লাইটা অনেক বেশি যার কারণে আমি সামনে অনেক স্পষ্ট দেখতে পারি।
কন্ট্রোল ভালো হয় । সাইজে ছোট হওয়ার কারণে শহরের ভিড়ের মধ্যে খুব ভালো ভাবে কন্ট্রোল করতে পারি। বাইকটির টপ স্পীড আমি প্রায় ৯৫কিমি প্রতি ঘণ্টায় তুলতে সক্ষম হই এবং টপ স্পীডে খুব বেশি ভাইব্রেশন লক্ষ্য করিনি। ব্রেকিং এর দিক দিয়ে বাইকটিকে ১০ তে ১০ দিবো কারণ সামনে পেছনে দুটা ব্রেক বেশ ভালো কাজ করে। সাসপেনশনও বেশ ভালো পারফরমেন্স দেয়। টায়ারের গ্রিপ ভালো এবং কখনও স্কীড করেনি।
বাইকটির ইঞ্জিনের শব্দটা শুনতে আমার খুব ভালো লাগে এবং পারফরমেন্স ও বেশ ভাল। অনেক্ষন রাইড করার পরও তেমন কমতি খুজে পাওয়া যায় না । এদিকে আমি এখন খুব খারাপ মাইলেজ পাচ্ছি। আমি এখন পার্যত ৩৫-৩৮ মাইলেজ পাচ্ছি যা আমার কাছে ভাল মনে হয়নি।
সার্ভিস সেন্টারে গিয়ে আমি তাদের অবহেলা লক্ষ্য করেছি ।তাদের ঠিক করার মানও ভালো না এবং কোন কিছু ভালো করে ঠিক করতে পারে না। আমি মনে করি যে তাদের সার্ভিস আরও উন্নত করা উচিত।
ভালো দিক
-সুন্দর আউটলুক
-ভালো ব্রেকিং
-গম্ভীর ইঞ্জিন শব্দ
মন্দ দিক
-গিয়ার বক্স খুবই দুর্বল
-পেছনের ব্রেকটা আরেকটু উন্নত করা গেলে ভালো হত
কোয়ালিটি পারফরমেন্স বিবেচনায় করলে আমি বলব যে বাজাজ ভি১৫ এর দাম ঠিকই আছে এবং যারা এই বাইকটি কিনতে চান তাদের বলবো যে দেখেশুনে কিনতে পারেন। আমার কাছে তেমন ভালো না লাগলেও আশা করি আপনাদের হতাশ করবে না। সবাইকে ধন্যবাদ।