বাজাজ বাংলাদেশের মধ্যে অনেক স্বনামধন্য একটি মোটরসাইকেল ব্র্যান্ড। বাজাজের মোটরসাইকেলগুলোর ব্যাপক চাহিদা রয়েছে পাশাপাশি আমরা রাস্তায় তাকালে দেখতে পাই যে বেশীর ভাগ মোটরসাইকেলই বাজাজের। আমি মোঃ মুরাদ আলী পেশায় একজন ছাত্র। আমি সম্প্রতি লক্ষ্য করেছি যে বাজাজের নতুন মডেলের বাইক বাজারে এসেছে এবং আমি চাই যে আমার একটি ভিন্ন ধাঁচের মোটরসাইকেল থাকবে। তাই আমি বাজাজ ভিকরান্ত ভি১৫ বাইকটি কিনে ফেলি। বাইকটি অনেক ঐতিহাসিক একটি বাইক যেটা ইন্ডিয়ান রণতরী ভিকরান্তের মেটাল দ্বারা তৈরি পাশাপাশি বাইকটি দেখতে অন্যান্য বাইকের তুলনায় অনেক আলাদা যার ফলে আমি এই বাইকটি কেনার সিদ্ধান্ত নিই। আমি প্রায় এক বছর ধরে এই বাইকটি ব্যবহার করছি। বাইকটির ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিক রয়েছে যেগুলো আজ আমি আপনাদের সাথে ভাগাভাগি করে নেবো।
প্রথমত বাইকটির গঠন, কালার ডিজাইন আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি এর ডিজাইনটাকে অনেক পছন্দ করি। আমি লক্ষ্য করেছি যে এর ডিজাইনটা অন্যান্য যে কোনো বাইকের তুলনায় অনেক ভিন্ন। অন্যদিকে বাইকটি চালিয়ে আমি অনেক ভালো বিল্ড কোয়ালিটি অনুভব করেছি। সব কিছু মিলিয়ে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক দিয়ে আমার এই বাইকটি খুব ভালো লেগেছে।
বাইকটি চালিয়ে আমি অনেক আরাম অনুভব করি তবে সিটিং পজিশনটা আমার কাছে আরামদায়ক মনে হয়নি। আমি সিটিং পজিশনে বসে তেমন আরাম পেতাম না পরে আমি এর সিট পরিবর্তন করে নিয়েছি এবং এখন বেশ আরাম পাই। বাইকটির হ্যান্ডেলবার, হ্যান্ডেলবারের সাথে সংযুক্ত সুইচগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। অপরদিকে হেডল্যাম্পের আলোটা আমার কাছে মোটামুটি কম মনে হয় তবে বেশী সমস্যা হয় না। আমি ব্যাক্তিগতভাবে মনে করি যে এই বাইকটির সিটিং পজিশন এবং হেডল্যাম্পের আলো আরও উন্নত করা দরকার।
বাইকটির কন্ট্রোল অনেক ভালো। আমি সর্বোচ্চ গতিতে কোন ভাইব্রেশন অনুভব করিনি। টপ স্পীডের পাশাপাশি আমি অনেক ভালো ব্রেকিং পেয়েছি। যে কোনো পরিস্থিতিতে আমি খুব সহজেই ব্রেকিং করে নিয়ন্ত্রণে আনতে পারি। সাসপেনশনের পারফরমেন্স আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আমি এর টায়ারের অনেক ভালো গ্রিপিং পেয়েছি আমি কষে ব্রেক করলে এর পেছনের টায়ারটা খুব একটা স্কীড করে না। আমি মনে করি বাইকটি কন্ট্রোলিং এর দিকে দিয়ে অনেক ভালো মানের একটি বাইক।
মাইলেজটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে। আমি বর্তমান মাইলেজ পাচ্ছি ৫০ কিমি প্রতি লিটারে। আমি মনে করি যে বাইকটার মাইলেজ আরও ভালো হতে পারত।
আমার বাইকের ভালো দিক হল
- চালিয়ে অনেক আরাম
- নজরকাড়া ভিন্নরূপের ডিজাইন
- সুন্দর ও আকর্ষণীয় কালার কম্বিনেশন
খারাপ দিক গুলো মধ্যে বলতে গেলে আমি এর সিটিং পজিশনে বসে তেমন আরাম অনুভব করিনি যার ফলে এই দিকটা আমার কাছে খারাপ মনে হয়েছে।
আমি তাদের সার্ভিসিং সেন্টারে গিয়েছি এবং তাদের খুব ভালো ব্যবহার পেয়েছি। তাদের ঠিক করার মান, অভিজ্ঞতা সব কিছু আমার কাছে অনেক ভালো মনে হয়েছে।
বাইকটির কোয়ালিটি,পারফরমেন্স এবং সব কিছু মিলিয়ে অন্যান্য বাইকের তুলনায় এর দামটা ঠিক মনে হয়েছে। আমি মনে করি এত কম দামে এত সুন্দর ডিজাইনের বাইক বর্তমান বাজারে খুব কম পাওয়া যায়। বাইকটি কিনে আমি অনেক সন্তুষ্ট।
যদি কেউ এই বাইকটি কিনতে চান তবে আমি বলবো যে , এটা অনেক আকর্ষণীয় একটি বাইক।রাস্তায় বের করলে সবাই একবার হলেও বাইকটির দিকে তাকাবে। সার্বিক দিক বিবেচনা করে এই বাইকটি নিঃসন্দেহে কিনতে পারেন। অনেক ভালো মানের বাইক এবং আমার খুব আদরের বাইক এটি।