বর্তমান সময়ে বিভিন্ন মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানীগুলো তাদের মোটরসাইকেল বাংলাদেশে সরবরাহ করছে এবং তারা গ্রাহকদের কাছ থেকে বিশাল জনপ্রিয়তা অর্জন করছে। তারা মোটরসাইকেল প্রেমীদের বিভিন্ন ভাবে মন জয় করছে যার ফলে তাদের জনপ্রিয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের চাহিদা পুরনের জন্য আমেরিকান কোম্পানি বিটল বোল্ট তাদের কিছু মোটরসাইকেল নিয়ে লোকাল মার্কেটে হাজির হয়েছে। বিটল বোল্ট স্বনামধন্য একটি আমেরিকান ব্র্যান্ড। এই মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানী বিশ্বব্যাপী গ্রাহকদের মন জয় করার চেষ্টা করছে। বাংলাদেশে বিটল বোল্টের একমাত্র পরিবেশক Autoplex LTD এবং তারা আশা করছে তাদের বাইকগুলো গ্রাহকের নিকট পজিটিভ সাড়া ফেলবে। এই মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানী অন্যান্য কোম্পানীর তুলনায় উন্নতমানের এবং এগ্রেসিভ কিছু মোটরসাইকেল তৈরি করে থাকে।
বিটল বোল্টের ফ্যাশানেবল এবং ভাল কনফিগারেশন বাইকগুলো নাম বলতে গেলে প্রথমেই যে বাইকটির নাম আসে সেটি হল
Beetle Bolt Alligator। এই বাইকটির দানবীয় লুক যে কোন মোটরসাইকেল প্রেমিকের নজর কাড়বে এবং বিশেষ করে তরুন রাইডাদের আরও বেশী আকৃষ্ট করবে। বাইকটির চমৎকার আউটলুক, চমৎকার কনফিগারেশান এবং ব্যতিক্রম রকমের বাইক খুব জলদি মার্কেটে সাড়া ফেলবে। আসুন জেনে নেই এই দানবীয় বাইকটির কিছু ফিচার সম্বন্ধে।
বাইকটির আউটলুক
Beetle Bolt Alligator বাইকটি এগ্রেসিভ স্পোটস আউটলুক দিয়ে তৈরি করা হয়েছে এবং এই ১৫০ সিসির বাইকটি বডির আকার Yamaha R15 এর সাথে কিছুটা মিল লক্ষ্য করা যায়। যদিও এই বাইকটির ডাইমেশন এবং বডির পরিমাপ তাদের নিজস্ব বাইক CORBET এর মতো তবে এর এক্সট্রা কিট থাকার ফলে ট্যাংকার এবং হেডল্যাম্প আরও বেশী আকর্ষণীয় করে তুলেছে।
বড় আকারের ফুয়েল ট্যাংকারের সাথে আকর্ষণীয় বডি কিট, এক জোড়া সুন্দর হেডল্যাম্প, স্প্লিট সিট, টেল ল্যাম্প এবং সুন্দর ডিজাইনের ডিস্ক ব্রেকের সাথে এলয় হুইল বাইটিকে চমৎকার আউটলুক দিয়েছে।
ডিজাইন এবং ডাইমেনশন
বাইকের আউটলুক সুন্দর হয় ডিজাইন এবং ডাইমেনশনের উপর ভিত্তি করে যেটা এই বাইকটির ডিজাইন এবং ডাইমেশনের দিকে লক্ষ্য করলে বোঝা যায়। বাইকটিতে ডিজাইন এবং ডাইমেনশনের সুন্দর কম্বিনেশন রয়েছে যার ফলে বাইকটি দেখতে অনেক সুন্দর লাগে। বাইকটির এরো ডাইনামিক ডিজাইনের সাথে স্পোর্টস লুক সেই সাথে ডাবল লেয়ার কালার কম্বিনেশন বাইকটিকে চমৎকার লুক অনে দিয়েছে।ফুয়েল ট্যাংকারের সাথে বডি কিটটি সুন্দরভাবে স্থাপন করা হয়েছে যেটা বাইকটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মেজারমেন্টের কথা বলতে গেলে এই বাইকটি লম্বায় 2061mm, চওড়ায় 730mm , উচ্চতায় 1106mm এবং সিট হাইট 800mm রয়েছে। সেই সাথে বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180mm এবং হুইল বেজ 1384mm রয়েছে।
ইঞ্জিন
বিটল বোল্ট সর্বদা চায় যে তাদের ইঞ্জিনটি উন্নতমানের হোক এবং তারা Alligator 150 ভাল ইঞ্জিন ব্যবহার করার চেষ্টা করেছে। এই বাইকটির ইঞ্জিন ১৪৯.৫ সিসি এয়ার কুলড, সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার 13.5 PS @ 8000 RMP এবং ম্যাক্স টর্ক torque is 11.5 Nm @ 6000 RMP তৈরি করতে সক্ষম। বাইকটির কম্প্রেশান রেশিও 9:3:1 সাথে ৫ টি ট্রান্সমিশন গিয়ার বক্স রয়েছে। ইঞ্জিন চালু করার জন্য রয়েছে ইলেকট্রিক স্টার্ট অপশন। সবকিছু মিলিয়ে বলা যেতে পারে বাইকটির ইঞ্জিন অনেক ভাল পারফরমেন্স দিবে বলে আশা করা যায়।
সাসপেনশন
বাইকটির সামনের দিকে টেলিস্কোপ সাস্পেনশন এবং পেছনের দিকে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই ধরনের সাসপেনশন বেশী স্পীডে ভাল কন্ট্রোলিং এবং যে কোন রাস্তায় ভাল কম্ফোরট দিয়ে থাকে।
টায়ার এবং ব্রেকিং
টায়ার এবং ব্রেকিং নিয়ে বলতে গেলে এই বাইকটিতে অন্যান্য ১৫০ সিসির বাইকের থেকে উন্নতমানের সবচেয়ে মোটা চাকা ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনের চাকার পরিমাপ 110/70-17mm এবং পেছনের চাকার পরিমাপ and 150/70-17mm রয়েছে।বাইকটিতে উন্নতমানের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটা ১৫০ সিসি বাইকগুলোতে নেই। সামনের চাকায় ডাবল ডিস্ক ব্রেক এবং পেছনের চাকাতে একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে বলতে গেলে অন্যান্য ১৫০ সিসি বাইকের তুলনায় এই Alligator 150 বাইকটি এক ধাপ এগিয়ে।
মিটার কনসোল এবং হ্যান্ডেল বার
বাইকটির মিটার প্যানেলটি একেবারে আধুনিক একটি মিটার প্যানেল। এর মিটার প্যানেল সম্পূর্ণ ডিজিটাল, স্পিডোমিটার, আর পি এম ইন্ডিকেটর, ফুয়েল ইনডিকেটর, ঘড়ি অর্থাৎ সকল প্রয়োজনীয় জিনিস এই মিটারের সাথে রয়েছে। ইলেকট্রিক্যাল সাইডের কথা বলতে গেলে রাইডারের প্রয়োজনীয় সব কিছুই এখানে রয়েছে যেমন- পাস লাইট, এল ই ডি ইন্ডিকেটর, শক্তিশালী ব্যাটারী, হাইবিম-লো বিম সুইচ এবং পাওয়ারফুল হেডল্যাম্প ইত্যাদি রয়েছে।
শেষকথা
সবশেষে বাইকটির সকল ফিচার দেখা এবং অলোচনার করার পর আমরা বলতে পারি যে বিটল বোল্ট আসলেই অনেক ভাল ফিচার দিয়ে তাদের বাইকগুলো তৈরি করে থাকে এবং বেশী ফিচার থাকা সত্ত্বেও বাইকগুলো সাধ্যেরমধ্যে পাওয়া যায়। গ্রাহকদের কোন রকমের হতাশা ছাড়াই বাইকটি অনেক ভাল পারফরমেন্স দিবে বলে আশা করা যায় এবং গ্রাহকদের সন্তুষ্টি সর্বদা বজায় থাকবে।