আমি মোঃ আবু নোমান তানজিম পেশায় একজন ব্যবসায়ী। আমার বাসস্থান টঙ্গি,গাজিপুরে । মোটরসাইকেল রাইড করার শখ আমার ছোট বেলা থেকেই। আমি পালসার ১৫০, ইয়ামাহা আর ওয়ান ফাইভ সহ অনেক মোটরসাইকেল ব্যবহার করেছি এবং বর্তমানে ব্যবহার করছি বিটল বোল্ট এলিগেটর ১৫০। আমি বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি যে বিটল বোল্ট সম্প্রতি বাজারে এসেছে এবং তাদের বাইক ও স্কুটারগুলোর মধ্যে আমার কাছে বিটল বোল্ট এলিগেটর খুব ভালো লেগে যায় এবং বাইকটি কিনি। এলিগেটরের মাস্কুলার লুক, ব্রেকিং এবং টায়ার দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আমি প্রায় গত ৫ মাস যাবত বিটল বোল্ট এলিগেটর ব্যবহার করছি এবং আমার কাছে এই ৫ মাসে বাইকটির কিছু ভালো মন্দ দিক উঠে এসেছে। আজকে আমি আপনাদের সাথে বাইকটির ভালো মন্দ দিক তুলে ধরবো।
প্রথমে বলি বাইকটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা, ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি মনে করি ১৫০ সিসি সুন্দর বাইকগুলোর তালিকায় এর ডিজাইনটা স্থান পাবার মতোই। মাস্কুলার বডি কিট, সুন্দর কালার কম্বিনেশন বাইকটির ডিজাইনকে আরও ফুটিয়ে তুলেছে। অন্যদিকে বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব মজবুত বলে মনে হয়নি তবে এমনি সাধারণত চলাচলের জন্য বিল্ড কোয়ালিটি একদম পারফেক্ট। কোম্ফোরটের দিক দিয়ে আমি মনে করি বাইকটি অনেক ভালো। সিটিং পজিশন আমার কাছে অনেক আরামদায়ক মনে হয়েছে একইভাবে হ্যান্ডেলবারটা সিটিং পজিশনের সাথে সুন্দরভাবে কম্বিনেশন করা হয়েছে। হ্যান্ডেলের সাথে সংযুক্ত সুইচগুলো ভালো কাজ করে। আমি রাতে অন্ধকার রাস্তা, হাইওয়ে ওবং বিভিন্ন রাস্তায় চালিয়েছি এবং হেডল্যাম্পের আলোটা আমার কাছে একটু কম মনে হয়েছে। সব কিছু মিলিয়ে আরামের দিক দিয়ে আমি সন্তুষ্ট।
কন্ট্রোলিং আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আমি টপ স্পীড তেমন তুলিনি তবে খেয়াল করেছি যে স্পীড ভালো এবং বেশী স্পীডে ভাইব্রেট করে না। ব্রেকিং সামনে ডাবল ডিস্ক ব্রেক এবং পেছনে ডিস্ক ব্রেক আমাকে যথেষ্ট ভালো সাপোর্ট দেয়। সাসপেনশন সামনে পেছনে উভয়ই অনেক ভালো পারফরমেন্স দেয়। টায়ারের সাইজ বর্তমান বাজারে যে সকল বাইক রয়েছে তার থেকে বেশী তাই গ্রিপ অনেক ভালো এবং কম স্লিপ করে।
মাইলেজ আমার কাছে অনেক ভালো মনে হয়েছে । ১৫০ সিসির মতো এত বড় দানবের জন্য আমি মনে করি মাইলেজটা ঠিক আছে। আমি সেরকমভাবে মাইলেজ পরীক্ষা করিনি তবে আমার ধারণা অনুযায়ী ভালো মাইলেজ পাচ্ছি।
বিটল বোল্টের আফটার সেলস সার্ভিস নিয়ে আমি সন্তুষ্ট। তাদের আচরন,ঠিক করার মান অনেক ভালো এবং গ্রাহকদের প্রতি অবহেলা অনেক কম।
ভালো দিক
-ব্রেকিং ভালো
- টায়ার অনেক মোটা
-কন্ট্রোল ভালো
-চালিয়ে আরাম
খারাপ দিক গুলোর মধ্যে আমি এই পর্যন্ত একটা খারাপ দিক খুঁজে পেয়েছি সেটা হল চেইনটা খুব দ্রুত লুজ হয়ে যায়। এছাড়া আমি আর কোনো সমস্যা এ পর্যন্ত খুঁজে পাইনি।
দামটা আমার কাছে সহনীয় মনে হয়নি কারণ এর যে ফিচারস গুলো রয়েছে এবং কোয়ালিটি ও পারফরমেন্স অনুযায়ী দামটা আমার কাছে একটু বেশী বলে মনে হয়েছে। আশা করি তাদের বাইকগুলোর দাম কমালো গ্রাহকরা কিনতে আগ্রহী হবে।
যদি কেউ এই বাইকটি কিনতে চান তবে আমার পরামর্শ থাকবে যে বাইকটি অনেক ভালো এবং সবাই নির্দ্বিধায় কিনতে পারেন। সবাইকে ধন্যবাদ।