আমি আশিক রায়হান, পেশায় চাকুরীজীবী। বর্তমানে আমি ব্যবহার করছি মাস্কুলার বডি কিট এবং দানবীয় দেখতে একটি বাইক যার নাম এলিগেটর। এই এলিগেটর বাইকটি আমেরিকান ব্র্যান্ড বিটল বোল্টের একটি মডেল। বিটল বোল্ট তাদের বেশ কিছু বাইক নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে গ্রাহকদের হাতে ভালো ফিচারস সমৃদ্ধ বাইক তুলে দেবার।আমি তাদের এই বাইকটির ডিজাইন দেখে মুগ্ধ হই এবং দামটা সাধ্যের মধ্যে থাকায় কিনে ফেলি বিটল বোল্ট এলিগেটর। এই বাইকটি গত ৬ মাস যাবত ব্যবহার করছি এবং আমি এর পূর্বে ব্যবহার করেছি এপাচি আরটিআর, ইয়ামাহা ফেজার, বাজাজ এভেঞ্জার ইত্যাদি। আমি এই বাইকটার লুক এবং দাম কম থাকার ফলে কিনি। আজকে আমি আপনাদের সাথে আমার বাইকের ৬ মাসের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো।
ডিজাইন ও গঠন
ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি পূর্বেই বলেছি যে আমি মূলত বাইকটার ডিজাইন দেখেই কিনেছি। মাস্কুলার আউটলুক, আধুনিক ফিচারস, মোটা টায়ার এসব কিছু বাইকটার ডিজাইন আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে বিল্ড কোয়ালিটি আমার কাছে তেমন ভালো মনে হয়নি। বিল্ড কোয়ালিটি আরও উন্নত করা দরকার ছিলো।
কম্ফোরট
বাইকটি চালিয়ে আমি অনেক আরাম পাই বিশেষ করে এর রাইডিং সিটিং পজিশনটা অনেক চওড়া এবং সিটিং পজিশন বসে রাইড করে অনেক মজার। তবে সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের সমন্বয়টা আমার কাছে ঠিক মনে হয়নি কারণ সিটিং পজিশনে বসে হ্যান্ডেলবারটা ধরে আমি কম আরাম পাই। সুইচগুলোর কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। ডাবল হেডল্যাম্প থাকার ফলে রাতে পর্যাপ্ত পরিমাণে আলো পাই।
কন্ট্রোল
কন্ট্রোলিংটা আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে। আমি বাইকটির সর্বচ্চো গতি তুলেছি ১১২ কিমি প্রতি ঘণ্টায় এবং এই স্পীডে কোনো ভাইব্রেশন পাইনি। ব্রেকিং চমৎকার সামনে ডাবল ডিস্ক এবং পেছনে সিংগেল ডিস্ক আমাকে যে কোনো পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সাসপেনশন অনেক নরম এবং খারাপ রাস্তাতেও অনেক আরামদের সাথে রাইড করা যায়। টায়ারটা বর্তমান অন্যান্য বাইকের থেকে অনেক মোটা এবং গ্রিপিং অনেক ভালো দেয় ও স্কীড করে না।
ইঞ্জিনের পারফরমেন্সটা আরেকটু উন্নত করা দরকার ছিলো কারণ আমি ভালো এক্সেলেরেশন পাচ্ছি না।অন্যদিকে তেল খরচটা আমি ঠিক সেভাবে পরীক্ষা করিনি তবে আমার ধারণা অনুযায়ী তেল খরচটা মাস্কুলার বডি, মোটা টায়ার হিসেবে তেল খরচ সহনীয় আছে। তবে মাইলেজটা আরেকটু বেশি হলে আরও ভালো হতো।
সার্ভিসিং সেন্টারে মান খুবই ভালো। তাদের অভিজ্ঞ মেকানিক,বন্ধুত্ব পূর্ণ ব্যবহার সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তাদের আফটার সেলস সার্ভিস নিয়ে সন্তুষ্ট।
ভালো দিক
-সুন্দর আউটলুক
-ভালো মাইলেজ
-দাম সহনীয়
মন্দ দিক
-ইঞ্জিনের এক্সেলেরেশন কম
কোয়ালিটি পারফরমেন্স মিলিয়ে
বাইকটার দাম একদম ঠিক আছে। আমি বলবো যে যারা সহনীয় দামে ভাল বাইক খুঁজছেন তাদের জন্য এটি বেস্ট একটি বাইকএবং এর মাস্কুলার বডি এবং অন্যান্য ফিচারস সমূহ অনেক আধুনিক। তাই নিঃসন্দেহে বাইকটি নিতে পারেন।