Yamaha Banner
Search

বিটল বোল্ট এলিগেটর মোটরসাইকেল রিভিউ - মো: আলী হোসেন সোহান

English Version
2017-12-20


This user provides ratings about this bike


  8 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

বিটল বোল্ট এলিগেটর মোটরসাইকেল রিভিউ - মো: আলী হোসেন সোহান



Beetle-Bolt-Alligator-user-review-by-MD-Ali-Hossain-Shohan


সুদীর্ঘ সময় পালসার ব্যবহার করার পরে একটু স্টাইলিশ বাইক ব্যবহারের ইচ্ছে জাগায় কিনে ফেলি বাংলাদেশে নতুন আসা ব্রান্ড বিটল বোল্ট এর এলিগেটর মডেলটি। বাইকটির মাসকুলার এবং স্টাইলিশ লুক আমার সহজেই নজড়কাড়ে। ফীচারগুলোও বেশ আধুনিক। আমি মো: হোসেন আলী সোহান। বিগত ৪মাস ধরে ব্যবহার করছি বিটল বোল্ট এলিগেটর ১৫০সিসির এই মডেলটি। বাইকটি ব্যবহারের অভিজ্ঞতার আলোকে শেয়ার করছি বাইকটির ভালো এবং মন্দ দিক।


Beetle-Bolt-Alligator-user-review-by-MD-Ali-Hossain-Shohan

মোটরসাইকেলটি কেনার পেছনে এর সুন্দর ডিজাইন ছিলো প্রধান কারন। বিশাল এবং দুর্দান্ত ডিজাইন আমার প্রথম দেখাতেই ভালো লাগে। দামটিও ছিলো মোটামুটি সহনীয় তাই বাইকটি কিনতে আমি দেরি করিনি। ডিজাইনের পাশাপাশি ফীচারগুলোও বেশ আকর্ষণীয়। তবে বডি কিট এর প্লাস্টিকগুলোর মান আর মজবুত করা দরকার বলে আমি মনে করি।



Beetle-Bolt-Alligator-user-review-by-MD-Ali-Hossain-Shohan

বাইকটির ইনজিন বেশ শক্তিশালী। তবে স্পীড উঠতে একটু সময় নেয়। আমি সর্বোচ্চ ১০৭কিমি/ঘন্টা স্পীড তুলেছি। ইনজিনের ক্ষমতা অনুযায়ী আরো স্পীডতোলা সম্ভব। ইনজিন স্মুথ, ভাইব্রেশন নাই। প্রথম প্রথম ইনজিন গরম হয়ে গেলেও এখন আর ইনজিন গরম হয় না।

মোটরসাইকেইলটি মাসুকলার লুক। দেখতে অনেকটা ইয়ামাহা আর১৫ এর মতো। সীটটি বেশ লম্বা। ৩জনও বসা যায়। তবে সীট এর ডিজাইন আর১৫ এর মতো হলে দেখতে মনে হয় আরো ভালো হতো। বাইকটির হ্যান্ডেলবার বা ইলেক্ট্রিক্যাল এবং সুইচগুলো ভালো। হেডলাইটের আলো বেশ শক্তিশালী। রাতে বাইক চালাতে আলোর স্বল্পতা হয় না। কিন্তু বাইকটির ডাবল স্ট্যান্ড না থাকায় বাইকটি ওয়াশ করা বা বিভিন্ন কাজে সমস্যা হয়। ব্রেক যথেষ্ট শক্তিশালী। সামনের চাকায় দুটি এবং পেছনের চাকায় একটি ডিস্ক ব্রেক রয়েছে। পেছনের চাকা ১৫০মিমি মোটা হওয়াতে ব্রেকিং এবং কন্ট্রোল করা সহজ। তবে বালিযুক্ত বা খারাপ রাস্তায় বেশি স্পীডে কখনও কখনও স্লীপ করে।

বাইকটির জ্বালানি খরচ অন্যের কাছে বেশি মনে হতে পারে কিন্তু বাইকটির ১৩৯কেজি ওজন, মোটা চাকা এবং মাসকুলার লুকের কারনে মাইলেজ পাই ৩০-৩৫কিমি। যা নিয়ে আমার কোন অভিযোগ নেই।

কোম্পানীর উচিত সার্ভিস সেন্টারের দিকে মনযোগ দেয়া। ভালো টেকনিশিয়ান, উন্নত মেশিনারিজ এবং খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা ক্রেতাকে সন্তুষ্ট করবে বলে আমি মনে করি।

আমার বাইকের কিছু ভালো দিক-
- দুর্দান্ত লুক
- সুন্দর ডিজাইন
- শক্তিশালী ইনজিন
- হেডলাইটের অনেক আলো
- দারুন কন্ট্রোল

কিছু মন্দ দিক
- সীটের ডিজাইনটি সাধারন
- ডাবল স্ট্যান্ড থাকা দরকার ছিলো
- খুচরা পার্টস সহজে পাওয়া গেলে ভালো হতো

কোন বাইকই ১০০% নিখুত না। আমি আমার বাইকটি ১০০ ভাগ নিখুত বলবো না। ভালো মন্দ মিলিয়েই রয়েছে। সব মিলিয়ে আমি সন্তুষ্ট। যারা স্টাইলের সাথে ভালো পারফরমেন্সওয়ালা বাইক খুজছেন তারা অবশ্যই বিটলবোল্ট এলিগেটরের কথা ভাবতে পারেন।


Rate This Review

Is this review helpful?

Rate count: 8
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Beetle Bolt Alligator

বিটল বোল্ট এলিগেটর মোটরসাইকেল রিভিউ - আশিক রায়হান
2018-01-03

আমি আশিক রায়হান, পেশায় চাকুরীজীবী। বর্তমানে আমি ব্যবহার করছি মাস্কুলার বডি কিট এবং দানবীয় দেখতে একটি বাইক যার ...

Bangla English
বিটল বোল্ট এলিগেটর মোটরসাইকেল রিভিউ - আবু নোমান তানজীম
2017-12-24

আমি মোঃ আবু নোমান তানজিম পেশায় একজন ব্যবসায়ী। আমার বাসস্থান টঙ্গি,গাজিপুরে । মোটরসাইকেল রাইড করার শখ আমার ছোট ...

Bangla English
বিটল বোল্ট এলিগেটর মোটরসাইকেল রিভিউ - মো: আলী হোসেন সোহান
2017-12-20

সুদীর্ঘ সময় পালসার ব্যবহার করার পরে একটু স্টাইলিশ বাইক ব্যবহারের ইচ্ছে জাগায় কিনে ফেলি বাংলাদেশে নতুন আসা ব্র...

Bangla English
2017-07-15

বর্তমান সময়ে বিভিন্ন মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানীগুলো তাদের মোটরসাইকেল বাংলাদেশে সরবরাহ করছে এবং তার...

Bangla English
Filter