আমি মোঃ রাসেল সরকার পেশায় চাকুরীজীবী। মোটরসাইকেল চালানো শখ আমার ছোটবেলা থেকেই । আমি আগে ব্যবহার করতাম বাজাজ পালসার ১৩৫ সিসি । মোটরসাইকেলটি অনেক দিন ব্যবহার করার পর এবং বয়স পরিবর্তনের সাথে ভাবলাম যে এইবার বাজাজ পালসার ১৩৫ সিসি কে বিদায় দিতে হবে। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে স্কুটারের মতো আরামদায়ক ও নিরাপদ আর কিছু হতে পারে না তাই ঠিক করলাম যে এইবার স্কুটার কিনবো। ব্র্যান্ড চয়েস একটা ব্যাপার ছিলো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে নতুন কোনো ব্র্যান্ড এর স্কুটার কিনবো। বিটল বোল্ট বাংলাদেশে নতুন একটি ব্র্যান্ড এবং মাস্টাং ১৫০ সিসি স্কুটারটি আমি কিনে ফেলি। আমি প্রায় ৫ মাস ধরে মাস্টাং স্কুটারটি ব্যবহার করছি। আজ আমি আপনাদের সাথে মাস্টাং স্কুটারটি ভালো মন্দ কিছু দিক যেগুলো আমার মনে হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো।
১৫০ সিসি স্কুটারটির বেশ ভালো ডিজাইন রয়েছে। দেখতে অন্যরকম লাগে এবং বেশ কিছু ভালো গ্রাফিক্স রয়েছে। অন্যদিকে এর বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমি বলবো যে অনেক মজবুত বিল্ড কোয়ালিটি এবং আজ পর্যন্ত আমি এর গঠনে কোনো ঘাটতি খুঁজে পাইনি। সব মিলিয়ে আমি বলবো যে ১৫০ সিসির একটি স্কুটার হিসেবে বেশ ভালো ডিজাইন ও বিল্ড কোয়ালিটি রয়েছে।
স্কুটারটি চালিয়ে অনেক আরাম পাই। সিটিং পজিশন অনেক ভালো এবং ডাবল চড়লে আরও আরামদায়ক মনে হয়। হ্যান্ডেলবারটা ধরেও আমি বেশ আরাম অনুভব করি কিন্তু হ্যান্ডেলবারের গ্রিপটা অনেক চিকন মনে হয়েছে কভার লাগালে আমি মনে করি ধরে আরও আরাম পাওয়া যাবে। সুইচগুলো বেশ ভালো কাজ করে কিন্তু আমি মনে করি যে স্কুটারটির হেডল্যাম্প আরও উন্নত করা দরকার। কম্ফোরটের দিক দিয়ে আমি বলবো যে স্কূটারটি ভালোই আছে।
কন্ট্রোল খুবই ভালো পাই। আমি প্রায় ৮৬ কিমি প্রতি ঘণ্টা টপ স্পীড তুলেছি এবং কোনো প্রকার কাঁপুনি অনুভব করিনি। অন্যদিকে ব্রেকিং সিস্টেম অনেক ভালো সামনে পেছনে উভ্যদিকেই ডাবল ডিস্ক থাকার ফলে ব্রেকিং অনেক ভালো কাজ করে। সাসপেনশনের পারফরমেন্স মোটামুটি ভালো মনে হয়েছে। মোটা চাকা থাকা সত্ত্বেও হাই স্পীডে ব্রেক করলে পেছনের টায়ারটা হালকা স্লিপ করে।
ইঞ্জিনের পারফরমেন্স ভালো এবং শব্দটা খুবই সুন্দর। এদিকে আমি মনে করি যে স্কূটারটি আমাকে মোটামুটি মাইলেজ দিচ্ছে । আমি মনে করি যে এর মাইলেজটা আরও বৃদ্ধি করা দরকার। মাইলেজের দিকটা আমাকে অসন্তুষ্ট করেছে।
সার্ভিস সেন্টারের মান নিয়ে আমি সন্তুষ্ট। তাদের ঠিক করার মান, আচরণ ইত্যাদি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে।
ভালো দিক
- ডিজাইন ভালো
- আরামদায়ক
- ভালো গতি
- সার্ভিসিং সেন্টারের মান ভালো
মন্দ দিক
- হেডল্যাম্পের আলো কম
- তেল
খরচ বেশি
- ব্রেকিং আরও উন্নত করা দরকার
পারফরমেন্স এবং কোয়ালিটি অনুযায়ী স্কুটারটির দাম বর্তমান বাজারদর অনুযায়ী ঠিক মনে হয়েছে তবে কিছু কিছু দিক আরও উন্নত করা উচিত বলে আমার কাছে মনে হয়েছে । যদি কেউ এই স্কুটারটি কিনতে চান তবে আমি বলবো যে স্কুটারটি চালিয়ে আমি বেশ ভালোই মজা পাচ্ছি আশা করি আপনারা এই স্কুটারটি কিনলে ঠকবেন না। সবাইকে ধন্যবাদ এতক্ষন সাথে থাকার জন্য।