সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তানভীরুল গনি। বর্তমানে আমি বিটল বোল্টের একটি স্কুটার ব্যবহার করছি যার নাম ভাইপার জিটিএস ১২৫। এই স্কুটারটি কেনার মুল কারণ ছিলো আমার শখ। আমার এই স্কূটারটির পূর্বে কোনো বাইক বা স্কুটার ব্যবহার করিনি, এটাই প্রথম। আমি প্রায় ৩ মাস যাবত এই স্কুটারটি ব্যবহার করছি। বিটল বোল্ট খুব সম্প্রতি বাজারে এসেছে এবং আমি লক্ষ্য করেছি যে তাদের প্রত্যেকটি প্রোডাক্টের মান অনেক ভালো এবং আমি এই ৩ মাসে তাদের স্কূটারটি ঝামেলাবিহিনভাবে রাইড করছি। আজকে আমি আপনাদের সাথে আমার এই স্কুটারটির কিছু ভালো মন্দ দিক এবং ৩ মাসের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো।
ডিজাইনটা ভালো,খুব অনায়াসেই রাইড করা যায়, আউটলুক সুন্দর সব মিলিয়ে ডিজাইনের দিক দিয়ে অনেক সুন্দর একটি স্কুটার। আমার কাছে স্কুটারটির ডিজাইন খুব ভালো লেগেছে। অন্যদিকে বিল্ড কোয়ালিটি যথেষ্ট মজবুত। আমি যখন স্কুটারটি রাইড করি তখন আমার কাছে এর বডি এবং অন্যান্য পার্টস অনেক শক্ত মনে হয়। ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক দিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট।
চালিয়ে আমি খুব আরাম পাই। সিটিং পজিশনটা অনেক আরামদায়ক যার কারণে একটু লং রাইড করলে ব্যাক পেইন হয় না। সিটিং পজিশনে বসে হ্যান্ডেলবারটা ধরে আমি অনেক আরাম অনুভব করি। আমার কাছে হ্যান্ডেলবার এবং সিটিং পজিশনের কম্বিনেশন খুব ভালো লেগেছে। হ্যান্ডেলবারের সাথে সংযুক্ত সুইচগুলোর কোয়ালিটি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এবং সেগুলো খুব সুন্দর কাজ করে। রাতে শহরে এবং অন্ধকার রাস্তায় চালিয়ে আমি হেডল্যাম্পের আলোটা যথেষ্ট পেয়েছি। আমার কাছে আরামের দিক দিয়ে স্কূটারটির একদম পারফেক্ট বলে মনে হয়েছে।
স্কূটার হিসেবে এর কন্ট্রোলিংটা যথেষ্ট ভালো। আমি হাই স্পীডেও কোন প্রকার ভাইব্রেশন অনুভব করি না এবং হাই স্পীডে খুব ভালো ভাবে কন্ট্রোল করা যায়। হাই স্পীডে এবং এমনি নরমাল স্পীডে ব্রেকিং খুব ভালো কাজ করে। বিভিন্ন রাস্তায় এবং খারাপ রাস্তাতেও আমি কম ঝাঁকুনি অনুভব করি কারণ এর সাসপেনশনগুলো খুব ভালো পারফরমেন্স দেয়। টায়ার গুলোর গ্রিপ যথেষ্ট ভাল যার কারণে কাদা যুক্ত রাস্তা কিংবা বৃষ্টি ভেজা রাস্তাতে অনেক ভালো গ্রিপ ও ব্যালেন্সিং দেয়। সব মিলিয়ে ১২৫ সিসির স্কুটার হিসেবে আমি অনেক ভালো কন্ট্রোল পেয়েছি এবং এই পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই রাইড করে চলেছি।
ইঞ্জিনের পারফরমেন্স সন্তোষজনক। এই ৩মাসে আমি ইঞ্জিনে কোন ঝামেলা পাইনি। ভালো ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি আমি অনেক ভালো মাইলজে পাচ্ছি বলে মনে করি কারণ মাইলেজটা সেভাবে আমি পরিমাপ করিনি তবে জ্বালানি লোড করার সময় বুঝি যে মাইলেজটা অনেক ভালো দিচ্ছে।
সার্ভিস সেন্টারের মান খুব ভালো। তাদের ঠিক করার মান এবং অন্যান্য সব কিছু আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। অন্যদিকে তাদের ব্যবহার বন্ধু সুলভ। সার্ভিস সেন্টারের মান নিয়ে আমি সন্তুষ্ট।
স্কূটারটির দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ বর্তমানে অন্যান্য স্কুটার বা মোটরসাইকেলের দাম অনেক কম সেই তুলনায় স্কুটারটির দাম আরেকটু কম করলে ভালো হতো বলে আমি মনে করি।
যারা এই স্কুটারটি কিনতে চান তাদেরকে আমি বলবো যে- সব দিক বিবেচনায় অবশ্যই কিনতে পারেন। আমি ঝামেলা বিহিনভাবে ব্যবহার করছি আশা করি আপনারাও ঝামেলাবিহিনভাবে ব্যবহার করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।