Yamaha Banner
Search

বেনেলী টিএনটি ২৫,৫০০কিমি রাইডিং রিভিউ - মাহমুদুল হাসান শাওন

English Version
2019-07-03
Owned for 1year+   []   Ridden for 10000km+


This user provides ratings about this bike


  8 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

This bike is purchased from Speedoz Ltd, Dhaka

বেনেলী টিএনটি ২৫,৫০০কিমি রাইডিং রিভিউ - মাহমুদুল হাসান শাওন



Benelli-TNT-150-user-review-by--Mahmudul-Hasan-Shawon

সবাইকে শুভেচ্ছা। আমি শাওন এবং পেশায় এক চাকুরীজীবি। অনেকদিন ধরে ব্যবহার করছি Benelli TNT 150cc 2018 Model।
বাইক এর বয়স ১ বছর ৩ দিন ২৫৫০০+ কিঃমি ২০১৮ সালের ২৬ জুন আমি এই বাইকটি ক্রয় করি। এটি প্রথম লটের বাইক ছিল। তখন খুব কম মানুষই এই বাইকটি চিনত। এই বাইকটি কেনার আগে আমি ইন্টারনেট থেকে এর স্পেসিফিকেশন দেখি এবং Test Drive দিই। ফলে আমার কেনার প্রতি ইচ্ছাটা বেড়ে যায়। বাইকটির দাম রাখা হয়ে ছিল ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা মাত্র সাথে রেজিস্ট্রশন ফ্রি।

এই বাইকটির ইন্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার Air Cooled Vertical Arrangement SOHC 2 Valves Engine. বাইকটির ইন্জিন ১২ বিএইচপি এবং ১৩ টর্ক উৎপন্ন করে। ইন্জিনে কোন প্রকার ভাইব্রেশন হয় না। ওজন ১৪৪ কেজি এবং তেল ধারণক্ষমতা ১৩.৫ লিটার। এটি সামনে ১০০/৮০/১৭ এবং পেছনে ১৩০/৭০/১৭ সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে।

Benelli-TNT-150-user-review-by--Mahmudul-Hasan-Shawon-Tour

Benelli TNT 150 2018 Version বাইকটির ফিচার সমূহ:
১. নতুন ডিজাইন এর হেডলাইট
২. Dual ফ্রেম
৩. পাস লাইট সুইচ
৪. গিয়ার ইন্ডিকেটর মিটার
৫. Trip A,B & Total Count
৬. Telescopic USD Suspension Front
৭. Mono Suspension Rear
৮. Brake Front Disc
৯. Brake Rear Disc With CBS
১০. LED ইন্ডিকেটর লাইট
১১. Soft সেলফ স্টার্ট সুইচ
১২. এলুমিনিয়াম এর মতো কালার করা ক্যাপ লাগানো নতুন ডিজাইনের সাইলেন্সার

Benelli TNT 150 2018 Version এর ভালো দিক গুলো:
ব্রেকিংঃ CBS হওয়ায় আমি এর অসাধারণ পারফর্মেন্স লক্ষ্য করেছি। পিছনে ব্রেক চাপ দিলে Rear এ ৬০% এবং Front এ ৪০% রেশিও তে ব্রেক Apply হয় এবং স্লিপ কাটে না।

সিটিং পজিশন: দীর্ঘ সময় ধরে রাইডকরলেও কোমরে বা পিঠে ব্যাথা হয় না। আমি এই বাইক দিয়ে একদিনে ৩৫০ কিলো রাইড করেও তেমন ব্যাথা অনুভব করিনি।

এক্সেলেরেশন এবং টপ স্পিড: Throttle রেসপন্স অন্য ১৫০ সিসি থেকে একটু কম এর টপ ১১৬+ Stock Engine. রেসপন্স কম এবং টপ কম এর কারনে আমি Extra Modify করে নিয়েছি এখন রেসপন্স এবং টপ অাগে থেকে অনেক বেড়েছে।

সাসপেনশন : অনেক ভাঙ্গা কিংবা অফ রোডেও খুব কম ঝাঁকি খায়। ফলে লং রাইডে কোমরে ব্যাথা হয় না।

মাইলেজ : শহরে এটার মাইলেজ প্রতি লিটার ৪০-৪৫ কিলোমিটার এবং হাইওয়েতে প্রতি লিটারে ৫০ কিলোমিটার আমি পেয়েছি।


Benelli-TNT-150-user-review-by--Mahmudul-Hasan-Shawon-02

Beneli TNT 150 2018 Version এর মন্দ দিকসমূহ:
-লেগ গার্ড নাই
-কিকার নাই
-৬/৭ হাজার কিঃমি ফুয়েল লাইনে ময়লা হয়ে যায় এর কারণে বাইক বন্ধ হয়ে যায়।
-স্পীড বেশি শো করে
-কিঃমি রিডিং বেশি দেখায়


Rate This Review

Is this review helpful?

Rate count: 7
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Benelli TNT 150

বেনেলি টিএনটি ১৫০ প্রথম ফর্ষ্ট রাইড রিভউ -আল আমিন
2020-02-06

ব্যাক্তিগত ব্যবহারের জন্য একটি বাইক আমার খুব দরকার ছিলো। আমি দিনের বেশির ভাগ সময় বাইক নিয়ে বিভিন্ন কাজে বিভিন্...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - নাজমুল হক
2020-01-14

আমি নাজমুল হক বর্তমানে পড়াশোনা করছি। আমার কাছে চলাফেরার জন্য যে বাহনটি বেশ অগ্রাধিকার পাই সেটা হল বাইক। আমি আমা...

Bangla English
বেনেলী টিএনটি ৬,০০০কিমি রাইডিং রিভিউ - ইফতিখার আহাম্মেদ
2019-12-17

আমি যখন বাইক কিনবো বলে মনে মনে চিন্তা করি তখন বিভিন্ন বাইক আমার চোখে পড়ে। এরপর আমি আমার বড় ভাইয়ের পরামর্শে হোন্ড...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - পিয়াস
2019-12-08

মোটরসাইকেল কেনার পূর্বে আমরা মোটরসাইকেলটির দাম, ডিজাইন , আমার জন্য পারফেক্ট হবে কী/না ইত্যাদি নানান বিষয় দেখি। আ...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - বেলাল হোসেন
2019-12-07

ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিলো যে আমার যে বাইকটি থাকবে সেটি অবশ্যই দেখতে সুন্দর ও ইউনিক হবে। তাই আমি পছন্দ করে নি...

Bangla English
বেনেলী টিএনটি ২০,০০০কিমি রাইডিং রিভিউ - রাশেদ
2019-12-05

আমি মোঃরাশেদ পেশায় একজন ব্যবসায়ী। আমার ব্যবসায়ীক কাজের জন্য বিভিন্ন স্থানে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। আমি এই য...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - ইফতেখার আহাম্মেদ
2019-09-17

আমি মো ইফতেখার আহাম্মেদ। বেনেলী টিএনটি ১৫০ বাইকটি আমি কিনি কুরবানী ঈদের আগে। এখন পর্যন্ত বাইকটি নিয়ে প্রায় ২০৯...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - জাহিদ হাসান
2019-08-01

আসসালামুয়ালাইকুম, আমি জাহিদ, পেশায় আপাতত কিছু করছি না (বর্তমান), পূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি, অনেকদিন ধ...

Bangla English
বেনেলী টিএনটি ২৫,৫০০কিমি রাইডিং রিভিউ - মাহমুদুল হাসান শাওন
2019-07-03

সবাইকে শুভেচ্ছা। আমি শাওন এবং পেশায় এক চাকুরীজীবি। অনেকদিন ধরে ব্যবহার করছি Benelli TNT 150cc 2018 Model। বাইক এর বয়স ১ বছর ৩ দিন ...

Bangla English
বেনেলী টিএনটি ১০,০০০কিমি রাইডিং রিভিউ - তৌহিদ রাসেল
2019-06-17

আমার হবে না, বা হয় না জেনেও আমি বার বার শুরু করি আসলে নতুন করে তখনই শুরু করা যায়, যখন ঢেড় দেরী হয়ে যায় আমার বেলায় তেম...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - মাহমুদুল হাসান শাওন
2018-07-11

সবাইকে শুভেচ্ছা। আমি শাওন এবং পেশায় এক চাকুরীজীবি। অনেকদিন ধরে আমি আমার Benelli TNT 150cc 2018 Version. এর রিভিউ লিখতে চাচ্ছিলাম। ...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ ফার্ষ্ট রাইড রিভিউ - রাহাত
2018-07-09

বাইক চালানোর হাতে খড়ি বলতে গেলে একদিন দুষ্টুমি করে বন্ধুর Apache RTR ১ গিয়ারে চালাতে পারলে শিখার শখ জাগে। পরবর্তিতে অল...

Bangla English
টেস্ট রাইডে মুগ্ধ হয়ে বাইকটি কিনি - বেনেলি টিএনটি ব্যবহারকারী হাসান ফেরদৌস
2018-06-26

বাংলাদেশের রাস্তার অবস্থার উপর ভিত্তি করে দিন দিন দুই চাকার বাহনগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। যারা পাবলিক যোগায...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ ফার্ষ্ট রাইড রিভিউ - রিয়াল রহমান
2018-06-24

বাইক মানুষের শখের একটি বাহন।কথায় আছে শখের দাম লাখ টাকা। বাইকের দাম যতই লক্ষ টাকা হোক না কেন মানুষ তার শখের বসে সে...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ ফার্ষ্ট রাইড রিভিউ - ফাহিম আদনান
2018-06-14

বেনলি টিএনটি রিভিউ দিতে চলে আসলাম... আজকে কিনছি.. আজকেই রিভিউ.... কারো কারো দরকার রিভিউ... আবার কেউ কেউ বিরক্ত হবেন... যা...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ ফীচার রিভিউ
2018-06-10

বেনেলি হচ্ছে ইউরোপিয়ান জনপ্রিয় কিছু পুরাতন মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। ১৯১১ সাল থেকে তারা মোটরস...

Bangla English
Filter