Yamaha Banner
Search

বেনেলি টিএনটি ১৫০ ফার্ষ্ট রাইড রিভিউ - রিয়াল রহমান

English Version
2018-06-24
Owned for 0-3months   []   Ridden for 0-1000km


This user provides ratings about this bike


  8 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

বেনেলি টিএনটি ১৫০ ফার্ষ্ট রাইড রিভিউ - রিয়াল রহমান



Benelli-TnT-user-review-by-Rial-Rahman

বাইক মানুষের শখের একটি বাহন।কথায় আছে শখের দাম লাখ টাকা। বাইকের দাম যতই লক্ষ টাকা হোক না কেন মানুষ তার শখের বসে সেই বাইকটি কিনবে। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে আমাদের দেশে ইন্ডিয়ার থেকে বাইকের দাম তুলনামূলক বেশি। আমাদের দেশে এমন অনেক বাইক আছে যেগুলোর দাম প্রায় ৫ লক্ষ টাকারও অধিক। তবুও সেই বাইকগুলো শো-রুমে পড়ে থাকছে না মানুষ তার চাহিদানুযায়ী তার পছন্দের ও শখের দুত চাকার বাহনটি বেছে নিচ্ছে। আমিও বলতে গেলে বাইক প্রেমি একজন মানুষ। আমার পূর্বে কোন বাইক ছিলো না। আমি গত ১১-০৬-২০১৮ তারিখে আমার লাইফের প্রথম বাইক বেনেলী টিএনটি কিনি। বেনেলী টিএনটি কিনে আমি প্রায় ৪৬০ কিমি পথ পাড়ি দিয়েছি। আসলে ব্যস্ততার জন্য বেশি বাইক চালানোর সুযোগ হয় না কিন্তু যখনই কোন ফ্রি টাইম পাই তখনই বাইক নিয়ে বের হই। আজকে আমি বেনেলী টিএনটি নিয়ে আমার প্রথম অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।



Benelli-TnT-user-review-by-Rial-Rahman-Design

বেনেলী টিএনটি বাইক কেনার মুল কারণ
বাইকটি আমি প্রথম দেখি ২০১৮ ঢাকা মোটর- শো তে। তখন আমার কাছে বাইক টি ভালো লেগে যায় কিন্তু আমি ঠিক করিনি কোনটা নিব। আমি অন্যান্য ইন্ডিয়ান বাইকও ট্রাই করি কিন্তু আমার মনে হয়েছে আমার উচ্চতা অনুযায়ী এই বাইকটা ভালো হবে, পাশাপাশি এটি একটি ইতালিয়ান বাইক যা আমাদের পাশের দেশে ৩০০- ১১৩০ সিসি পর্যন্ত পাওয়া যাচ্ছে, এবং সবচেয়ে ভাল লেগেছে এইটার পুরো নেকেড ডিজাইন। তাছাড়া বাইকটি আমার প্রয়োজনটা ভাল ভাবে পুরণ করতে পারবে। আমার বাইক চালানো বলতে বাসা থেকে অফিস তাছাড়া বন্ধুদের সাথে উইকেন্ড রাইড আর মাঝে মাঝে ঢাকার বাহিরে টুর। এবং বাইকটি যেহেতু নেকেড ঢাকার ভেতরে জ্যাম জট-এ চলানো আরাম দায়ক হবে।

ইঞ্জিন পারফরমেন্স
ইঞ্জিনের পার্ফরমেন্স খুব এ ভাল পাচ্ছি, স্মুথ + অনেক ফার্স্ট রেভিং যা ইতালিয়ান বাইক-এর মুল বিশিষ্ট।

ডিজাইন
ডিজাইন খুব ভাল নজর কাড়ার মত এবং ডিজাইনের পাশাপাশি বিল্ড কোয়ালিটিও অনেক ভালো।

কম্ফোরট
বাইকটি খুব কম্ফর্টেবল চালাতে, সিটি রাইডে আশা করা যায় কোনো প্রকার ব্যাথা হবে না । আশা করি হাইওয়ে তেও ভালোই হবে।

সিটিং পজিশন
অনেকভালো। আমার ফ্রেন্ডসদের মতে চেয়ার-এ বসে চালানোর মত অনুভূতি।

হ্যান্ডেলবার
হ্যান্ডেলবার অনেক প্রশস্থ এবং উচু যেটা চালাতে অনেক আরামদায়ক।

সুইচ
সুইচগুলো – ভালো কিন্তু আরেকটু প্রিমিয়াম ফিল দিতে পারলে ভালো হত।
রাতে হেডল্যাম্পের আলো- লো বিম –এ আলো ভালো কিন্তু অল্প যায়গা কভার করে।

কন্ট্রোল
কন্ট্রোল ভালো, বাইকটির পেছনের চাকায় ১৩০ সাইজ এর চাকা থাকায় লো অথবা হাই স্পিডে খুবই ভালো কন্ট্রোল পাওয়া যায়।

টপ স্পীড
আমি বাইক্টিতে ১১০কিমি/ঘন্টা–তে উল্লেখযোগ্য ভাইব্রেশন পাইনি। ব্রেক ইন পিরিয়ড পরে হয়তো আর ভালো ফিডব্যাক পাবো।

ব্রেক
ব্রেক হচ্ছে মাশা-আল্লাহ, সুবহানাল্লাহ, ব্রেকিং নিয়ে চিন্তার কিছুই নাই, কারন এখানে আছে অত্যাধুনিক সিবিএস। ধরলেই কামসারসে চোখের পলকেই থেমে যাবে, বাট একটু সাবধান পেছনের জনের ব্রেক ভালো নাও হতে পারে।



Benelli-TnT-user-review-by-Rial-Rahman-Suspension

সাসপেনশন
সাসপেনশন বলতে গেলে সামনে এবং পেছনে দুটাই বেশ ভালো ।

টায়ার
টায়ার ফিডব্যাক ভালো। বালুতে হালকা স্লিপ করে।

মাইলেজ
আমি বাইক কেনার সময় কখনো তেল খরচের কথা চিন্তা করিনি। আমার জন্য পারফর্মেন্স তাই মুখ্য। তবুও আমি প্রায় ৩৬+ মাইলেজ পাচ্ছি

সার্ভিসিং সেন্টার
স্পিডোজ এর সার্ভিস বরাবর-ই ভালো। আমার ভাই –এর কাছে Keeway Brand ব্র্যান্ড এর বাইক আছে এবং সেটার আফটার সেলস সার্ভিসও ভালো পাচ্ছে।

দাম
কোয়ালিটি, ফিচার, এবং কন্ট্রোলের দিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে বলবো যে দাম সঠিক আছে।


Benelli-TnT-user-review-by-Rial-Rahman-Meter

পজিটিভ দিক
-বাইকটির লুকিং গ্লাস এর রেয়ার ভিউ খুব ভালো
-গিয়ার শিফটিংস্মুথ
-ব্রেকিং এর কথা কিছু না বলি, না চালালে বুঝবেন না।
-১৪৪ কেজি ওজন বাইকের কিন্তু চালানোর সময় মনে হবে আপনি ১১০ সিসি-এর বাইক চালাচ্ছেন।
আর বাকিটা তো সবে ৪৬০ কিলো চালালাম আর অনেকটা পথ বাকি, ভবিষ্যৎ-এ হয়তো আরো ভালো কিছু বলতে পারব।

নেগেটিভ দিক
- আপাতত হেডলাইট এর আলো নিয়ে একটু অসন্তুষ্ট।
- আর হ্যা আরেকটা হচ্ছে এর ফুল ডিজিটাল মিটার হলেও এর মিটার-এ ঘড়ি নেই।
- বাইকটিতে ফেক্টরি থেকে কোনো ক্র্যাশগার্ড আশে না।

যারা এই বাইকটি কিনতে চান তাদের কাছে পরামর্শ হচ্ছে যে এটা খুব ভালো বাইক।যে কেও বিশেষ করে যাদের উচ্চতা একটু কম তাদের জন্য অনেক কম্ফর্টেবল হবে বাইকটি।


Rate This Review

Is this review helpful?

Rate count: 20
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Benelli TNT 150

বেনেলি টিএনটি ১৫০ প্রথম ফর্ষ্ট রাইড রিভউ -আল আমিন
2020-02-06

ব্যাক্তিগত ব্যবহারের জন্য একটি বাইক আমার খুব দরকার ছিলো। আমি দিনের বেশির ভাগ সময় বাইক নিয়ে বিভিন্ন কাজে বিভিন্...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - নাজমুল হক
2020-01-14

আমি নাজমুল হক বর্তমানে পড়াশোনা করছি। আমার কাছে চলাফেরার জন্য যে বাহনটি বেশ অগ্রাধিকার পাই সেটা হল বাইক। আমি আমা...

Bangla English
বেনেলী টিএনটি ৬,০০০কিমি রাইডিং রিভিউ - ইফতিখার আহাম্মেদ
2019-12-17

আমি যখন বাইক কিনবো বলে মনে মনে চিন্তা করি তখন বিভিন্ন বাইক আমার চোখে পড়ে। এরপর আমি আমার বড় ভাইয়ের পরামর্শে হোন্ড...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - পিয়াস
2019-12-08

মোটরসাইকেল কেনার পূর্বে আমরা মোটরসাইকেলটির দাম, ডিজাইন , আমার জন্য পারফেক্ট হবে কী/না ইত্যাদি নানান বিষয় দেখি। আ...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - বেলাল হোসেন
2019-12-07

ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিলো যে আমার যে বাইকটি থাকবে সেটি অবশ্যই দেখতে সুন্দর ও ইউনিক হবে। তাই আমি পছন্দ করে নি...

Bangla English
বেনেলী টিএনটি ২০,০০০কিমি রাইডিং রিভিউ - রাশেদ
2019-12-05

আমি মোঃরাশেদ পেশায় একজন ব্যবসায়ী। আমার ব্যবসায়ীক কাজের জন্য বিভিন্ন স্থানে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। আমি এই য...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - ইফতেখার আহাম্মেদ
2019-09-17

আমি মো ইফতেখার আহাম্মেদ। বেনেলী টিএনটি ১৫০ বাইকটি আমি কিনি কুরবানী ঈদের আগে। এখন পর্যন্ত বাইকটি নিয়ে প্রায় ২০৯...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - জাহিদ হাসান
2019-08-01

আসসালামুয়ালাইকুম, আমি জাহিদ, পেশায় আপাতত কিছু করছি না (বর্তমান), পূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি, অনেকদিন ধ...

Bangla English
বেনেলী টিএনটি ২৫,৫০০কিমি রাইডিং রিভিউ - মাহমুদুল হাসান শাওন
2019-07-03

সবাইকে শুভেচ্ছা। আমি শাওন এবং পেশায় এক চাকুরীজীবি। অনেকদিন ধরে ব্যবহার করছি Benelli TNT 150cc 2018 Model। বাইক এর বয়স ১ বছর ৩ দিন ...

Bangla English
বেনেলী টিএনটি ১০,০০০কিমি রাইডিং রিভিউ - তৌহিদ রাসেল
2019-06-17

আমার হবে না, বা হয় না জেনেও আমি বার বার শুরু করি আসলে নতুন করে তখনই শুরু করা যায়, যখন ঢেড় দেরী হয়ে যায় আমার বেলায় তেম...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - মাহমুদুল হাসান শাওন
2018-07-11

সবাইকে শুভেচ্ছা। আমি শাওন এবং পেশায় এক চাকুরীজীবি। অনেকদিন ধরে আমি আমার Benelli TNT 150cc 2018 Version. এর রিভিউ লিখতে চাচ্ছিলাম। ...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ ফার্ষ্ট রাইড রিভিউ - রাহাত
2018-07-09

বাইক চালানোর হাতে খড়ি বলতে গেলে একদিন দুষ্টুমি করে বন্ধুর Apache RTR ১ গিয়ারে চালাতে পারলে শিখার শখ জাগে। পরবর্তিতে অল...

Bangla English
টেস্ট রাইডে মুগ্ধ হয়ে বাইকটি কিনি - বেনেলি টিএনটি ব্যবহারকারী হাসান ফেরদৌস
2018-06-26

বাংলাদেশের রাস্তার অবস্থার উপর ভিত্তি করে দিন দিন দুই চাকার বাহনগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। যারা পাবলিক যোগায...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ ফার্ষ্ট রাইড রিভিউ - রিয়াল রহমান
2018-06-24

বাইক মানুষের শখের একটি বাহন।কথায় আছে শখের দাম লাখ টাকা। বাইকের দাম যতই লক্ষ টাকা হোক না কেন মানুষ তার শখের বসে সে...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ ফার্ষ্ট রাইড রিভিউ - ফাহিম আদনান
2018-06-14

বেনলি টিএনটি রিভিউ দিতে চলে আসলাম... আজকে কিনছি.. আজকেই রিভিউ.... কারো কারো দরকার রিভিউ... আবার কেউ কেউ বিরক্ত হবেন... যা...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ ফীচার রিভিউ
2018-06-10

বেনেলি হচ্ছে ইউরোপিয়ান জনপ্রিয় কিছু পুরাতন মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। ১৯১১ সাল থেকে তারা মোটরস...

Bangla English
Filter