আমি সৌরভ আহামেদ এবং বর্তমানে আমি যে বাইকটি ব্যবহার করছি তা হলো CFMOTO 300SR। আজ আমি আপনাদের জানাবো এতো বাইকের ভিড়ে CFMOTO 300SR কেনার কারন এবং এ বাইক ব্যবহার করে আমার অভিজ্ঞতা সাথে এ বাইকের কিছু ভালো এবং খারাপ দিক।
বাইকের প্রতি টান অনেক আগে থেকেই, ভালোবাসি বাইক নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে। এ সখ থেকেই একাধিক বাইক ব্যবহার করেছি এবং আমার এ বাইক কেনার আগে যে বাইকটি ছিলো তা হলো Suzuki GSXR। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে জাপানি ব্র্যান্ডের বাইক ছেড়ে কি দেখে চাইনা ব্র্যান্ডের বাইকের সিফট করলাম। তাহলে কি Suzuki GSXR খারাপ ছিলো। না আমার আগের বাইক টা ও অনেক ভালো ছিলো এবং সেইটা থেকেও আমি অনেক ভালো সাপোর্ট পেয়েছি কিন্তু আমি আগেই বলেছি আমি বাইক প্রেমী একজন মানুষ এবং নিত্য নতুন বাইক চালাতে আমার ভালো লাগে সেই সাথে হাইয়ার সিসির বাইক চালানো ইচ্ছা তো সেই অনেক আগে থেকেই। যেহেতু বাংলাদেশে এর আগে স্পোর্টস সেগমেন্টে হাইয়ার সিসির কোন বাইক ছিলো না তাই এ সখ টা ও অপূর্ন থেকে গিয়েছিলো।
CFMOTO এর ব্যপারে অনেক আগে থেকেই জানাছিলো কিন্তু যখন শুনলাম বাংলাদেশে এ ব্র্যান্ডটি তাদের বাইক লঞ্চ করতে যাচ্ছে তখন থেকে আরো বেশি ঘাটা ঘাটি শুরু করি, তাদের CFMOTO 300SR এর ডিজাইন, ফিচারস আমার মনে ধরে এবং যখন এটার দাম অফিসিয়ালি পাবলিশ করা হয় তখন আর কোন দিক না দেখে প্রী-বুক করে ফেলি এবং প্রথম স্লটে আমি বাইক ডেলিভারি পাই।
এখন পর্যন্ত আমি প্রায় ৩৫০০ কিমি রাইড করেছি এবং বেশির ভাগ সময়ই আমি লং টুর দিয়েছি। এ বাইক দিয়ে ইতোমধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দারবন, সাজেক সহ দেশের বিভিন্ন স্থান ঘুরে ফেলেছি। শুধু হাইওয়ে না পাহাড় সহ বিভিন্ন রকম রাস্তায় চালিয়েছি। আমার কাছে কোন সময় মনে হয়নি যে বাইকের পাওয়ার ড্রপ করছে। যে কোন রাস্তায় অনেক আরামের সাথে রাইড করেছি। ছোট খাটো কিছু প্রব্লেম ও ফেস করছি। নিম্নে এ বাইকের ভালো এবং খারাপ দিক গুলো তুলে ধরলামঃ
ভালোদিকঃ
• এ বাইকের ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে 4 piston Caliper। যার ফলে অসাধারণ এক ব্রেকিং এর অভিজ্ঞতা পাওয়া যায়।
• এ বাইকের পাওয়ার ফিল করা যায়, সাব থেকে বেশি সুবিধা পাওয়া যায় যখন ওভারটেক করি।
• এ বাইকের হ্যান্ডেল বারের পজিশান এবং হ্যান্ডেল বার দুইটাই অনেক ভালো।
• অনেক আরামদায়ক একটা বাইক। যে কোন রাস্তায় অনেক সাহজে চলাচল করা যায়।
খারাপদিকঃ
• ভাইব্রেশন টা আমার কাছে একটু বেশি মনে হই ।
• যেহেতু আমারদের দেশের ফুয়েলের মান ভালো না তাই আমার মনে হয় ইঞ্জিন থেকে যেমন স্মুথ সাউন্ড পাওয়া দরকার তা পাই না।
• এ বাইকের টায়ার আমার কাছে মোটেও ভালো লাগে নি। এবং ইতোমধ্যে আমি আমার বাইকের টায়ার পরিবর্তন করে ফেলেছি।
পরিশেষে বলতে চাই, CFMOTO বাংলাদেশে নতুন তাই আমাদের সবার উচিৎ এ ব্র্যান্ডকে সুযোগ দেয়া এবং তাদের উচিৎ হবে ইউজারদের যে কোন প্রবলেম হলে তার দ্রুত সমাধান করা সাথে সব ধরনের সহযোগিতা করে বাংলাদেশের বাইকারদের মাঝে নিজের স্থান তৈরী করে নেয়া।