সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার পরিচয় দিয়ে আমার স্কুটার সম্পর্কে কিছু মতামত তুলে ধরছি। আমার নাম মোঃ আমিরুল ইসলাম। আমি একজন দোকান ব্যবসায়ী। আমার স্কুটারের নাম Tvs wego 110 cc. বাইক কেনার ইচ্ছাটা ছিল আমার অনেক আগে থেকেই। সেই ইচ্ছাটি আমার পূরণ হয়েছে দেড় বছর আগে। আমার আগে থেকেই ইচ্ছে ছিল বাইক কিনলে স্কুটার টাইপের বাইক কিনবো। আমার এই স্কুটারটি পাবনার একটি শোরুম থেকে দেড় বছর আগে কিনেছি। স্কুটারটিতে স্লেফ থাকায় এটি আমার একটু বেশিই পছন্দের। শোরুম থেকে কিনে আনার পরের দিনই প্রায় ১০০ কিমি পথ চালিয়েছিলাম। দীর্ঘ যাতায়াত করে আমি অনেক ভাল অনুভূতি পেয়েছি। আমি দেড় বছরে প্রায় ১৭,০০০ কিমি পথ চালিয়েছি। এটা আমার জীবনের প্রথম বাইক। স্কুটারটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত কাজে জন্যই কিনেছি। এর পারফরমেন্স খুব ভাল লেগেছে।
এই স্কুটারটির ডিজাইনটা অনেক সুন্দর। কিন্তু এর বডি কোয়ালিটি মজবুত না। এর বডির প্লাস্টিকগুলো মজবুত হলেও এর রংটা খুব দ্রুত নষ্ট হয়ে গিয়েছে। মাত্র দেড় বছর ব্যবহার করেছি, কিন্তু এখন স্কুটারটিকে দেখলে মনে হবে অনেক পুরাতন একটা বাইক। এত দ্রুত এর রংটা নষ্ট হয়ে যাবে ভাবি নাই। আমি এখন আর আগের মত স্কুটারটির তেমন যত্ন করি না। প্রথম প্রথম এটিকে সব সময় ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম। কিন্তু এই স্কুটারটি থেকে আমি এখনও খুব ভাল ইঞ্জিন পারফরমেন্স পাচ্ছি। এটিতে এখনো বড় ধরনের কোন সমস্যা দেখা দেয় নাই। এর ইঞ্জিনটা আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে। এটি বেশিক্ষণ চললেও এর ইঞ্জিন ওভার হীট হয় না। এজন্য বলছি আমার মোটরসাইকেল এর ইঞ্জিনের পারফরমেন্স খুব ভাল। এর ইঞ্জিনের শব্দটাও বেশ সুন্দর। ইঞ্জিন শক্তিশালী হওয়ায় আমি দ্রুত যাতায়াত করেও অনেক আরাম অনুভব করি।
এই স্কুটারটির সিটিং পজিশন বেশ ভাল। ২ জন খুব আরামেই বসা যায়। এটি তেমন উঁচু না হওয়ায় সিটে বসে আমি খুব সহজেই মাটিতে পা রাখতে পারি। আমি হাই রোডে একদিন সর্বোচ্চ ৬৫ গতি তুলেছি। এক দিনে প্রায় ১০০ কিমি পথ চালিয়েছি। দীর্ঘক্ষন বসে চালালে আমার কোন সমস্যা হয় না। আমি দীর্ঘ যাতায়াতে যদিও খুব কম করি। এর সুইচ গুলো দেখতে খুব সুন্দর। যা ব্যবহারে আমার কোন সমস্যা হয় না। আমি রাতে বাইকটি চালিয়েও দেখেছি হেড লাইটেও অনেক আলো হয়। যা আমাকে পরিষ্কার রাস্তা দেখাতে সাহায্য করে। স্কুটারটির ব্রেক এর কথা বলতে গেলে ব্রেক খুবই ভাল কাজ করে। ব্রেক ভাল হওয়াতে আমি যে কোন পরিস্থিতিতে ভাল কন্ট্রোল করতে পারি। এর চাকা দুটো দেখতে ছোট হলেও অনেক সুন্দর এবং চাকার গ্রিপ গুলো খুব ভাল। তাই বাইক কন্ট্রোল এর সময় স্লিপ করে না। এর লুকিং গ্লাস দুটি থেকে পিছনের দৃশ্য খুব পরিষ্কার দেখতে পাই। আমি এখন পর্যন্ত এর ব্যাটারি এক বারও পরিবর্তন করি নাই। তবে এক সপ্তাহ থেকে এর সেল্ফে একটু কম কাজ করছে।
মাইলেজের দিক থেকে আমি খুবই খুশি। আমি প্রথমের দিকে ১ লিটারে প্রায় ৬৫ কিমির মত মাইলেজ পেতাম। কিন্তু এখন লিটারে প্রায় ৫৫ থেকে ৬০ কিমির মত মাইলেজ পাই। ১১০ সিসির বাইক হিসেবে এটিও কম নয়। এ দিক থেকে আমি খুবই সন্তুষ্ট আছি।
আমার স্কুটারটি এক দিনও সার্ভিসিং সেন্টারে সার্ভিসিং করাই নাই। আমার বাসা থেকে এর দূরুত্ব অনেক হওয়াতে আমার সেখানে যাওয়া হয় নাই। আমি সব সময় আমাদের বাজারের এক মেকানিক এর কাছ থেকে সার্ভিসিং করিয়ে নিই। তবে এটি থেকে আমি এখনো মেজর কোন সমস্যা পাই নাই। সকল পারফরমেন্স বিবেচনার এর দামটা আমার কাছে সঠিক আছে বলে মনে হয়েছে।
সকলের উদ্দেশ্যে আমার পরামর্শ এই যে, কেউ যদি স্কুটার কিনতে চান তবে আপনারা নিশ্চিন্তে Tvs wego 110 cc স্কুটারটি কিনতে পারেন। এর তেল খরচ খুব কম এবং ইঞ্জিন পারফরমেন্স অসাধারণ। আড়াই বছর পরেও আমি এটি থেকে বড় কোন ধরনের সমস্যা দেখতে পাই নাই। তবে কোম্পানির কাছে আমার একটি দাবি, ভবিষ্যতে এই স্কুটার বাজারে ছাড়ার আগে এর বডির রংটা যেন এত দ্রুত না উঠে যায় সেই দিকটি বিবেচনা করবেন। সবাইকে ধন্যবাদ।