আমি মোঃ নজরুল ইসলাম এবং আমি পেশায় একজন চাকুরিজিবি। আমার বাসস্থান আড়ানি, এটা রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত। একজন চাকুরিজিবি হিসেবে আমাকে দৈনিক অনেক কাজ ম্যানেজ করতে হয় এবং এর সকল কাজ ম্যানেজ করার জন্য আমি মনে করি যে মোটরসাইকেলই উত্তম একটি বাহন। গত এক বছর যাবত আমি ব্যবহার করছি ডায়াং রানার ৮০ সিসি। এই বাইকটি পূর্বে আমার ছিলো বাজাজ সিটি ১০০ সিসি । আজকে আমি মোটরসাইকেল্ভ্যালীর মাধ্যমে ডায়াং রানার ৮০ সিসি বাইকটি ব্যবহার অভিজ্ঞতা তুলে ধরবো।
বাইকটি ইঞ্জিনটা অনেক চমতকার এবং আমি আজ পর্যন্ত ইঞ্জিনে কোনো সমস্যা খুজে পাইনি। ছোট বাইক হিসেবে এর ডিজাইনটাও আমার কাছে ভালো লেগেছে। একইভাবে এর বিল্ড কোয়ালিটিটা আমার কাছে অনেক মজবুত মনে হয়েছে।
এই বাইকটি চালিয়ে অনেক যথেষ্ট আরামদায়ক যেহেতু এর সিটিং পজিশনটা অনেক সুন্দর একইভাবে হ্যান্ডেলবারটা সিটিং পজিশনের সাথে সুন্দর মিল রেখে সংযুক্ত আছে। হ্যান্ডেলবারের সুইচগুলো অনেক ভালোভাবে কাজ করে। হেডল্যাম্পের কথা কথা বলতে গেলে আমি অন্ধকার রাস্তাতে অনেক পরিষ্কার আলো পাই এবং আলো কখনও কম মনে হয়নি।
বাইকটির কন্ট্রোলটা বেশ ভালো কিন্তু হাই স্পীডে বাইকটি অনেক ভাইব্রেশন করে এবং আমি মনে করি যে ছোট বাইক হিসেবে ভাইব্রেশনটা নেগেটিভ কোনো বিষয় না। ব্রেকিং এবং সাসপেনশন যথেষ্ট ভালো। আমি বাইকটি নিয়ে অনেক খারাপ রাস্তায় চালিয়েছি এবং আমি ব্রেকিং ও সাসপেনশনের চমৎকার পারফরমেন্স পেয়েছি কিন্তু কড়া ব্রেক করলে পেছনের চাকাটা স্লিপ করে।
আমি বাইকটির সব বিষয় নিয়ে বেশ খুশি কিন্তু মাইলেজ নিয়ে আমি তেমন খুশি নই। বর্তমানে আমি প্রায় ৫৫ কিমি প্রতি লিটারে মাইলেজ পাচ্ছি । আমাকে কাছে ৮০ সিসির বাইক হিসেবে এর মাইলেজটা একটু কম বলে মনে হয়েছে।
আমি তাদের সার্ভিসিং সেন্টারে অনেক বার গিয়েছি এবং তাদের প্রত্যেকটা বিষয় আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তারা গ্রাহকদের প্রতি খুবই যত্নবান। উল্লেখ করা ভালো যে, আমি বাইকটা সার্ভিস করায় ভেনাস সার্ভিস সেন্টার থেকে যেটা ভেড়ামারা,কুষ্টিয়াতে।
কোয়ালিটি,পারফরমেন্স অনুসারে আমার কাছে বাইকটির দামটা একদম ঠিক মনে হয়েছে।
ভালো দিক
-বাইকটি ছোট তাই ব্যবহার করে মজা
-আমি বাইকটা সাইকেলের মতো করে ব্যবহার করি
মন্দ দিক
-চেইনে অনেক সমস্যা করছে
-টায়ারটা অনেক দুর্বল এবং আমি মাঝে মাঝে এটা ঠিক করিয়ে নিই
-ডিজিটাল গিয়ার ইন্ডিকেটর নেই
যদি কেউ এই সেগমেন্টের বাইক কিনতে চান তবে এই বাইকটি নিয়ে একটু ভাবতে পারেন। মাইলেজ বাদ প্রায় সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে । মাইলেজের ব্যাপারটা যদি কেউ ইগনোর করতে পারেন তাহলে অবশ্যই বাইকটি কিনে ফেলুন।