বিশ্বের সাথে সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং কাজের গতিকে আরো গতিময় করে তোলার জন্য বাইক অতি প্রয়োজনীয় একটি বস্তু। আর তাই আমি আমার পছন্দের ডায়াং রানার বুলেট ১০০সিসি বাইকটি কিনি। আমি মোঃ আশিকুর রহমান, পেশায় একজন ব্যবসায়ী। তাই এই ব্যবসার উন্নতি কল্পে এবং আমার ব্যবসাটিকে আরো দ্রুত গতিশীল করার জন্য বাইক অতি প্রয়োজনীয় একটি বাহন। যা আমাকে অতি অল্প সময়ে সঠিক স্থানে সঠিক সময়ে পৌঁছে দিয়ে অতি সাহায্য করে। তাই আমার কাছে বাইক আমার ব্যবসার একটি বড় সঙ্গী বলা চলে। যাকে ছাড়া আমি একটি দিনও সঠিক ভাবে পার করতে পারি না। ছোট বেলা থেকেই আমার বাইকের প্রতি প্রচন্ড টান ছিল। তাই একটু বড় হতেই আমি বাইক চালানো শিখি এবং ব্যবসা শুরু করেই আমি আমার এই ডায়াং রানার বুলেট ১০০সিসি বাইকটি কিনি। বলতে গেলে এটিই আমার জীবনের প্রথম বাইক এবং এটি আমি দীর্ঘ ৮ মাস যাবৎ ব্যবহার করছি। তাই এই বাইক সম্পর্কে বেশ কিছু দিক আমার কাছে ভালো লাগে আর খারাপও লাগে, আর সেই সব দিক গুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।
ডায়াং রানার বুলেট ১০০সিসি বাইকটির ডিজাইন বেশ সুন্দর এবং এর ইঞ্জিনটিও বেশ ভাল। তবে বাইকটির মডেল কিছু কিছু দিক বাদ দিয়ে আমার কাছে পারফেক্ট বলে মনে হয়েছে। এর ডিজাইনটা বেশ সুন্দর লাগে আমার কাছে। আমার কাছে মনে হয়, যে কোন ব্যক্তি এই বাইকটি পছন্দ করবে। কারণ এই বাইকটি দেখতে অতি সুন্দর এবং মর্ডাণ। তবে বাইকটির বীল্ড কোয়ালিটি মোটামুটি মজবুত বলেই আমার কাছে মনে হয় তবে এর প্লাস্টিক বডিটাই বেশি চোখে পড়ে। যা আমার কাছে একদম ভালো লাগে না। এছাড়া বাইকটির সিটিং পজিশন বেশ আরাম দায়ক। আমি যদি অনেক দূরের পথ রাইড করি তবুও আমি কোন ব্যাক পেইন অনুভব করি না।
তবে বাইকটির হ্যান্ডেলটা আমার কাছে একে বারেই অপছন্দের। এর হ্যান্ডেলটা পূর্বে একটু উচু ছিল যা আমার কাছে আরাম দায়ক মনে হয়নি পরে আমি এটি একটু নিচু করে নিই এখন এটি চালিয়ে বেশ মজা পাই। এর হ্যান্ডেলবারের সকল সুইচ গুলো বেশ ভাল কাজ করে। তবে বাইকটির চেইনে হালকা সমস্যা অনুভব করি। বাইকটির শকাপ(সাসপেনশন) বেশ ভাল খেলে। যার ফলে আমি গ্রামের রাস্তা বা উঁচু নিচু রাস্তাতে অথবা গতি বেশিতে থাকলেও তেমন ঝাঁকুনি অনুভব করি না। তবে একটু বেশি গতিতে এটি সামান্য ভাইব্রেশন করে। এর হেডলাইটের আলো বেশ তীক্ষ্ম তাই রাতে আমার এই বাইকটি রাইড করতে তেমন কোন সমস্যা হয় না।
বাইকটির মাইলেজ নিয়ে আমি বেশ সন্তুষ্ট। বর্তমানে আমি ৬০ কিমি মাইলেজ পাচ্ছি যা আমার কাছে বেশ সন্তুষ্টজনক। তাই আমি বাইকটি চালিয়ে বেশ মজা পাই এবং লং জার্নিতেও কোন টেনশন করি না। বাইকটির সবচেয়ে ভাল দিক হলো এটি দেখতে অনেক অনেক সুন্দর লাগে আমার কাছে এবং চালিয়েও বেশ মজা পাই। আমি সার্ভিসিং সেন্টারে গিয়েছি, তাদের ব্যবহার বেশ ভাল লেগেছে। তাদের বাইক ঠিক করার কৌশল বেশ ভালো বলেই মনে হয়েছে।
ভাল দিক
- ইঞ্জিনটি বেশ ভালো
- এর ডিজাইন বেশ সুন্দর, রাইড করেও বেশ মজা
- দূরের যাত্রা আরাম দায়ক
- শকাপ বেশ ভালো খেলে
- সার্ভিসিং সেন্টারের মান ভালো
- মাইলেজ ভালো দিচ্ছে
মন্দ দিক
- বীল্ড কোয়ালিটি মোটামুটি তবে প্লাস্টিক বডি বেশি দেখা যায়
- হ্যান্ডেলটা উচু ছিল নিচু করে নিয়েছি
- এর চেইনে হালকা সমস্যা অনুভব করি
সুতরাং বলতে পারি যে, এই বাইকটির কিছু দিক বাদ দিয়ে বাইকটি বেশ পারফেক্ট। বর্তমান যুগের বাইকগুলোর মধ্যে এটি অতি আধুনিক একটি বাইক বলে আমার কাছে মনে হয়েছে। তাছাড়াও এই বাইকটি অন্য সব বাইকের তুলনায় চালিয়েও বেশ মজা। সকল দিক বিবেচনা করলে এর দামটা আমার কাছে ঠিক বলে মনে হয়। তাই সবকিছুর পরও আমি বলব এটা একটা অতি ভালো মানের বাইক। আর যে কোন বয়সের ব্যক্তি এই বাইকটি ব্যবহার করতে পারেন। আমি আসা করি আপনারা ব্যবহার করে বেশ আরাম পাবেন।