আমি মোঃ আব্দুস সাত্তার আলী, পেশায় একজন ব্যবসায়ী। আমি প্রায় ৫ মাস যাবত DAYUN DEVISER 125cc বাইকটি ব্যবহার করছি। তবে এর পূর্বে আমি H Power Zaara বাইক ব্যবহার করতাম। আমি বাইক ব্যবহার করি মূলত আমার ব্যবসায়ী কাজের জন্য এবং ফাঁকা সময়ে পরিবারকে সঙ্গে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য। আমি বলবো এই বাইকটি মার্জিত ও সুন্দর আউট লুকের একটি বাইক। আমি যেহেতু ৫ মাস যাবত এই বাইকটি ব্যবহার করছি তাই এর আলোকে এই বাইকটি সম্পর্কে আমি বেশ কিছু ভালো মন্দ দিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি যা আমি আপনাদের সাথে শেয়ার করবো।
আমার এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স ভালো লেগেছে, বিশেষ করে ইঞ্জিনের হালকা শব্দটা আমার অনেক ভালো লাগে। তবে মাঝে মধ্যে শব্দটা ভেঙ্গে যায়। যা আমার কাছে বিরক্তকর মনে হয়। তবে এই বাইকটি স্পীড সামান্য কম পায়। বাইকটির কন্ট্রোলিং আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। ব্রেকিং এবং সাসপেনশন নিয়ে আমি বেশ সন্তুষ্ট। বাইকটির চাকা গুলো বেশ মজবুত বলে মনে হয়েছে আমার কাছে। এর শকাপ গুলো বেশ ভালো খেলে। এই বাইকটি টপ স্পীডে উঠালেও ভাইব্রেশন দেয় না। যার ফলে আমি কোন ঝাঁকুনি অনুভব করি না। আমি বেশ অনেক দিনে অনেক পথ রাইড করি তবে এতো রাইড করার পরেও আমি তেমন কোন ব্যাক পেইন অনুভব করিনি।
DAYUN DEVISER 125cc বাইকটির ডিজাইন অতি সুন্দর ও মার্জিত এবং এর বীল্ড কোয়ালিটি অতি মজবুত বলে আমার কাছে মনে হয়েছে। বাইকটির সিটিং পজিশন বেশ ভালো, সিটিং পজিশনের সাথে মিল রেখে হ্যান্ডেলবারটা ধরে বেশ আরাম দায়ক। হ্যান্ডেলবারের সাথে সংযুক্ত সুইচগুলোর মানও আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। বাইকটির হেডল্যাম্পের আলো রাতে অন্ধকার রাস্তায় আমি অনেক ভালো পাচ্ছি। সার্বিক দিক বিবেচনায় বাইকটি অনেক আরামদায়ক একটি বাইক। তাছাড়াও বাইকটি আমার প্রথম থেকেই খুব ভালো লাগে।
তবে বাইকটির মাইলেজ আমার কাছে ভালো বলে মনে হয়নি। আমি যখন কিনি তখন সেল্স ম্যানেরা বলেছিলো ৫৫ কিমি পাবো প্রতি লিটারে কিন্তু আমি বর্তমানে মাইলেজ পাচ্ছি ৪৫কিমি প্রতি লিটারে। যা বাজারের অন্যান্য বাইকের তুলনাই এই বাইকটির মাইলেজ বেশ কম। আমার এই বাইকটির গ্রেয়ার পরিবর্তন করার সময় একটি বাজে শব্দ হয় এবং চেইন ঢিল হয়ে যায়। এছাড়াও এর একটি বড় সমস্যা হলো এই বাইকটিতে ব্যাগ ঝুলানোর কোন হুক নেই। তবে মাইলেজ বাদ দিয়ে আর সব দিক বিবেচনা করলে বাইকটির দাম বাজার হিসেবে একদম ঠিক আছে। আমি দাম নিয়ে মোটামুটি সন্তুষ্ট।
ভালো দিক-
- ডিজাইন অনেক সুন্দর
- বীল্ড কোয়ালিটি বেশ মজবুত
- বাইকটি চাকা গুলো বেশ মজবুত
- কোন ব্যাক পেইন হয় না
খারাপ দিক-
- মাইলেজটা একটু বেশি
- চেইন ঢিল হয়ে যায়
- গ্রেয়ার পরিবর্তন করার সময় শব্দ হয়
- ব্যাগ ঝুলানোর কোন ব্যবস্থা নেই
- স্পীড কম পায়
আমি এদের সার্ভিসিং সেন্টারে গিয়েছি। আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। তাদের দক্ষতা এবং তাদের ব্যবহার প্রায় সব কিছুই বেশ ভালো লেগেছে। বাইকটির ডিজাইন, পারফরমেন্স এবং অন্যান্য দিক বিবেচনা করে আমি মনে করি বাইকটি বেশ চমৎকার। যে কোন বয়সের রাইডাররা এই বাইক ব্যবহার করতে পারেন। যদি কেউ এই বাইকটি কিনতে চান তবে আমি অবশ্যই কিনতে বলবো। কারণ আমি এই বাইকটি ব্যবহার করে বেশ আরাম অনুভব করি, আশা করি আপনারাও সন্তুষ্ট থাকবেন।