সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোঃ টিককা আলী। আমি মূলত পেশায় একজন ব্যবসায়ী এবং ব্যবসায়িক বিভিন্ন কাজ দেখাশোনা করার জন্য আমি সাধারণত মোটরসাইকেল বেশি ব্যবহার করে থাকি। আমি অনেক দিক থেকেই মোটরসাইকেল ব্যবহার করে আসছি এবগ এই সময়কালে আমি বিভিন্ন মোটরসাইকেল ব্যবহার করেছি। আমি এখন ব্যবহার করছি ডায়ূন প্লাইট ১১০ সিসির এই বাইকটি এবং আমি প্রায় ৩ বছর ধরে এটি ব্যবহার করছি। আমার পূর্বের ব্যবহৃত মোটরসাইকেল গুলোর থেকে এটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি ঝামেলাবিহিনভাবে ব্যবহার করে আসছি । আজকে আমি আপনাদের সাথে আমার তিন বছরের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো ।
আমার কাছে ডিজাইনটা অনেক ভালো লেগেছে এবং বিল্ড কোয়ালিটিটা অনেক মজবুত বলে মনে হয়েছে আমি মনে করি যে ছোট এই মোটরসাইকেল হিসেবে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো আছে তবে আরও ভালো করার জায়গা আছে বলে আমার মনে হয়েছে।
চালিয়ে আমি অনেক মজা পাই। সিটিং পজিশন অনেক ভালো পাশাপাশি হ্যান্ডেলবারটা ধরেও আমি অনেক আরাম অনুভব করি এদিকে হ্যান্ডেলবারের সুইচগুলো আমার কাছে তেমন ভালো মনে হয়নি কারণ সুইচগুলো মাঝে মাঝে একটু ঝামেলা করে। আমি মাঝে মাঝে গ্রামের অন্ধকার রাস্তায় রাইড করি এবং আমার কাছে হেডল্যমাপের আলোটা অনেক ভালো মনে হয়েছে। ছোট মোটরসাইকেল হতে পারে কিন্তু আলোটা হাই সিসি মোটরসাইকেলের মত মনে হয়। সব মিলিয়ে আরামের দিক দিয়ে আমি সন্তুষ্ট।
কন্ট্রোল খুব ভালো হয়। আমি স্বাধীনভাবে কন্ট্রোল করতে পারি এবং আমার কাছে কন্ট্রোল করতে কোন ঝামেলা মনে হয় না। আমি হাই স্পীডে চালিয়েছি এবং আমার কাছে একটু ভাইব্রেশন মনে হয়েছে এবং আমি মনে করি যে ছোট মোটরসাইকেল হিসেবে একটু ভাইব্রেশন দিবে। মোটরসাইকেলের ব্রেকিং এবং সাসপেনশন ভালো মনে হয়েছে তবে সামনের সাসপেনশনটা আমার কাছে মনে হয়েছে একটু কম পারফরমেন্স দিচ্ছে। টায়ারের গ্রিপ অনেক ভালো এবং আজ পর্যন্ত ছোট কোন স্কীড ছাড়া বড় কোনো স্কীড পাইনি।
ইঞ্জিনের পারফরমেন্স নিয়ে বলতে গেলে। আমি এখন পর্যন্ত ইঞ্জিনে কোনো সমস্যা পাইনি এবং ইঞ্জিনের পারফরমেন্সটা খুব ভালো পাচ্ছি এবং অনেক ভালো স্পীড এনে দিচ্ছে। এদিকে আমি গড়ে মাইলেজ পাচ্ছি ৬৫ কিমি এর মতো । মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট।
সার্ভিস সেন্টারের মান আমার কাছে ভালো মনে হয়নি। তাদের ঠিক করার মান, ব্যবহার আরও ভাল করা উচিত ।
ভালো দিক
-জ্বালানি খরচ কম
-কন্ট্রোল ভালো
-আরামদায়ক
বাইকটির সার্বিক দিক বিবেচনা করে আমি বলবো যে দামটা আরেকটু কম হলে ভালো হত কারণ এর ফিচারস এবং পারফরমেন্স অনুযায়ী দামটা একটু বেশি করা হয়েছে। যারা এই মোটরসাইকেলটি কিনতে চান তাদেরকে আমি বলবো যে – অবশ্যই কিনতে পারেন ।এটা আমার অনেক আদরের একটি মোটরসাইকেল এবং আমি অনেক যত্নে রাখি মোটরসাইকেলটির সব কিছু আমাকে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও লাগবে । তাই আমি বলবো যে এটা কিনলে ঠকবেন না। সবাইকে ধন্যবাদ।