আমি মোঃ আনোয়ার ইসলাম পেশায় পশু ডাক্তার। আমার বাসস্থান নাটোর। পশু ডাক্তার হিসেবে আমাকে এদিক ওদিক বিভিন্ন সময় বিভিন্ন দরকারী কাজে যাতায়াত করতে হয়। আমি চলার পথে মোটরসাইকেল এর প্রয়োজন অনুভব করি কারণ আমার পেশাগত দায়িত্ব পালন করার জন্য মোটরসাইকেলের বিকল্প নেই। তাই আমার প্রয়োজন হওয়ার খুব অল্প দিনের মধ্যেই মোটরসাইকেল কিনে ফেলি। বর্তমানে আমি ব্যবহার করছি ডায়ুন স্প্রাউট ১০০ সিসির মোটরসাইকেলটি। আমি প্রায় ৬ বছর ধরে এই মোটরসাইকেল ব্যবহার করে আসছি। তখন আমার বাজেট টা কম ছিলো এবং জাপানিজ মোটরসাইকেল গুলোর দাম আকাশ ছোয়া ছিলো তাই কোনো দিকে না তাকিয়ে আমি চাইনিজ স্বনামধন্য ব্র্যান্ড ডায়ুন এর মোটরসাইকেল কিনে ফেলি। অনেকেই চাইনা বাইক নিয়ে বিভিন্ন নেগেটিভ মন্তব্য করে থাকেন এবং আমি তাদের কথা আমলে নেইনি। এই ৬ বছরে আমি আমার মোটরসাইকেলকে যেভাবে চালিয়েছি সেভাবেই আমাকে সার্ভিস দিয়েছে। আজ আমি আপনাদের সাথে এই ৬ বছরের রাইডিং অভিজ্ঞতা ভাগাভাগি করে নেবো।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে আমি বলবো, আমার কাছে ডিজাইন ও বিল্ড কোয়ালিটিটা মোটামুটি ভালো লেগেছে। চায়না বাইক হিসেবে আমি এর বেশী আশা করি না যা আছে আমি এতেই সন্তুষ্ট আছি।
অন্যদিকে আমার কাছে এই মোটরসাইকেলটি অনেক আরামদায়ক মনে হয়েছে। সিটিং পজিশনটা ভালো তবে আমার কাছে একটু নিচু মনে হয়েছে। মোটরসাইকেলটির হ্যান্ডেলবারটা আরেকটু চাপালে আমার কাছে বেশী ভালো হবে বলে মনে করি। সুইচগুলো বেশ ভালো মানের তবে হেডল্যাম্পের আলো খুবই কম। রাতের বেলা রাইড করতে গেলে আলোর স্বল্পতা নিয়ে ভুগতে হয়।
মোটরসাইকেলটির কন্ট্রোলিং আমার কাছে ভালো লেগেছে। বেশি গতি হলে ভিতরে কেমন যেন অন্য রকম একটা শব্দ আমি অনুভব করি। তবে ব্রেকিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে পাশাপাশি সাসপেনশনের পারফরমেন্স আমার কাছে খারাপ লেগেছে। বিভিন্ন রাস্তায় চালিয়ে আমি এর সাসপেনশনের তেমন ভালো পারফরমেন্স পায়নি। খারাপ পরিস্থিতিতে পড়ে ব্রেক করলে এর পেছনের টায়ারটা খুব একটা স্কীড করে না যার ফলে আমি বেশ আরামের সাথে চালাতে পারি। আমার কাছে কন্ট্রোলিং এর দিক দিয়ে এই বাইকটি ভালো লেগেছে তবে আমি মনে করি কন্ট্রোলিং এর দিক দিয়ে আরও উন্নত করা গেলে ভালো হতো।
তেল খরচ নিয়ে বলতে গেলে ছোট গাড়ি হিসেবে অনেক বেশী তেল খরচ হচ্ছে। বর্তমানে আমি ৪৫ কিমি প্রতি লিটারে মাইলেজ পাচ্ছি আমি মনে করি ছোট গাড়ী হিসেবে এর তেল খরচটা একটু কম হলে আমি মনে করি ভালো হতো।
আমি সার্ভিসিং সেন্টারে গিয়েছি। আমার বাসা থেকে সার্ভিসিং সেন্টারটা খানিকটা দূরে অবস্থিত যার ফলে খুব বেশী না গেলেও গিয়েছি প্রায় অনেক বারই। আমার কাছে তাদের সার্ভিসিং সেন্টারের মান তেমন ভালো লাগেনি। আমি তাদের ভালো ব্যবহার পায়নি এবং আমি তাদের সার্ভিসিং নিয়ে খুবই অসন্তুষ্ট।
আমার মোটরসাইকেলের ভালো দিক হল, এটা নিয়ে অনেক দুরত্বের পথ পাড়ি দিলেও সমস্যা হয় না অন্যদিকে খারাপ দিক হল, তেল খরচটা একটু বেশী এবং শীতের সময় বেশী সমস্যা হয়।
মোটরসাইকেলটির কোয়ালিটি,পারফরমেন্স ইত্যাদি সব মিলিয়ে আমার কাছে এর দামটা ঠিক মনে হয়েছে। যদি কেউ এই বাইকটি কিনতে চান তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে- বাইকটা আমার কাছে ভালো লেগেছে আমি প্রায় ৬ বছর চালিয়েছি আশা করি আরও অনেক দিন চালাতে পারবো। তাই আপনারা নির্দ্বিধায় এই বাইকটি কিনতে পারেন।