বর্তমান সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে বাইকের কোন জুড়ি নেই। আমি তাই বর্তমানে Dayun Sprout 100cc বাইকটি ব্যবহার করছি। আমার কাছে বেশ ভালো লাগে। আমি মোঃ মনজুর রহমান, পেশায় একজন ব্যবসায়ী। আমার ব্যবসার উন্নতি কল্পে এবং আমার ব্যবসাটিকে আরো দ্রুত গতিশীল করার জন্য বাইক অতি প্রয়োজনীয় একটি বাহন আমার কাছে। যা আমাকে অতি স্বল্প সময়ে অধিক কাজে সহায়তা করে থাকে। ছোট বেলা থেকেই আমার বাইক চালানোর প্রতি বিশেষ টান ছিল। কিন্তু কেনা হয়ে উঠেনি। তাই যখন দেখলাম আমার একটি বাইক হলে কাজের গতি আরো দ্বিগুণ হবে আর ঠিক তখনি আমি আমার এই Dayun Sprout 100cc বাইকটি কিনে ফেলি। মূলত এটাই আমার জীবনের প্রথম বাইক। আমি এই বাইকটি ৫ মাস যাবৎ ব্যবহার করছি। আমার এই বাইকটি ব্যবহার করে আমি বেশ কিছু ভালো মন্দ দিক দেখতে পেয়েছি। যা আমি আপনাদের সাথে শেয়ার করছি।
Dayun Sprout 100cc বাইকটির ডিজাইন বেশ সুন্দর এবং এর ইঞ্জিনটিও বেশ ভালো, এটি গরম হয় না। এর ডিজাইনটা বেশ সুন্দর লাগে আমার কাছে। প্রায় সকল মানুষই এই বাইকটি পছন্দ করে। কারণ এই বাইকটি দেখতে অতি সুন্দর এবং মর্ডাণ। বাইকটির বীল্ড কোয়ালিটি মোটামুটি মজবুত বলেই আমার কাছে মনে হয়েছে। এছাড়া বাইকটির সিটিং পজিশন বেশ আরাম দায়ক। আমি যদি অনেক দূরের পথ রাইড করি তবুও আমি কোন ব্যাক পেইন অনুভব করি না। বাইকটির সিটিং পজিশন অনুযায়ী হ্যান্ডেলটা বেশ সমান। তাই আমার হ্যান্ডেল ধরে রাখতে তেমন কোন সমস্যা হয় না। এর হ্যান্ডেল এর সুইচ গুলো বেশ ভালো কাজ করে। তবে বাইকটির চেইনে হালকা সমস্যা অনুভব করি। এর চেইন বেশ ঢিল হয়ে যায়। তবে বাইকটির শকাপ বেশ ভালো খেলে। যার ফলে আমি গ্রামের রাস্তা বা উঁচু নিচু রাস্তাতে অথবা গতি বেশিতে থাকলেও তেমন ঝাঁকুনি অনুভব করি না। তবে একটু বেশি গতিতে এটি সামান্য ভাইব্রেশন করে। এর হেডলাইটের আলো বেশ তীক্ষ্ম তাই রাতে আমার এই বাইকটি রাইড করতে তেমন কোন সমস্যা হয় না। এই বাইকটির চাকা বেশ মজবুত এবং এর ব্রেক অনেক ভালো। তাই যে কোন সময় আমি এই বাইকটি কন্ট্রোল করতে পারি। তাই এর কন্ট্রোল এবং কম্ফোর্ট বেশ ভালো লাগে আমার কাছে।
বাইকটির মাইলেজ নিয়ে আমি বেশ সন্তুষ্ট। এই বাইকটি মাইলেজ বেশ ভালো দিচ্ছে। বর্তমানে আমি ৬৫ কিমি মাইলেজ পাচ্ছি প্রতি লিটারে যা আমার কাছে বেশ সন্তুষ্টজনক। তাই আমি বাইকটি চালিয়ে বেশ মজা পায় এবং লং জার্নিতেও কোন টেনশন করি না। বাইকটির সবচেয়ে ভাল দিক হলো এটি দেখতে অনেক অনেক সুন্দর লাগে আমার কাছে এবং চালিয়েও বেশ মজা পাই। আমি সার্ভিসিং সেন্টারে গিয়েছি, তাদের ব্যবহার বেশ ভাল লেগেছে।
ভাল দিক
- ইঞ্জিনটি ভালো, গরম হয় না
- ডিজাইন বেশ সুন্দর
- দূরের যাত্রা আরাম দায়ক
- শকাপ বেশ ভালো খেলে
- সার্ভিসিং সেন্টারের মান ভালো
- মাইলেজ ভালো দিচ্ছে
মন্দ দিক
- এর চেইন বেশ ঢিল হয়ে যায়
- রেকটি ফায়ার নষ্ট হয়
সর্বপরি আমি বলতে পারি যে, বর্তমান যুগের বাইকগুলোর মধ্যে এটি অতি আধুনিক একটি বাইক বলে আমার কাছে মনে হয়েছে। তাছাড়াও এই বাইকটি অন্য সব বাইকের তুলনায় চালিয়েও বেশ মজা। সকল দিক বিবেচনা করলে এর দামটা আমার কাছে ঠিক বলে মনে হয়। তাই সবকিছুর পরও আমি বলব এটা একটা অতি ভালো মানের বাইক। আর যে কোন বয়সের ব্যক্তি এই বাইকটি ব্যবহার করতে পারেন। আমি এই বাইকটি ব্যবহার করে বেশ সন্তুষ্ট।