সুজুকি জিক্সার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মোটরসাইকেল। আমি গত দুই বছর পুর্বে এটি কিনি এবং এখনও ব্যবহার করছি। সবাইকে স্বাগতম জানাই আমি মোঃ আরিফুল ইসলাম এবং পেশাগতভাবে আমি একজন চাকুরীজীবি। আমার বাড়ী বাগাতিপাড়া উপজেলা, নাটোর জেলা। বাইক হল আমার প্রয়োজন এমনকি আমার পছন্দের শীর্ষে থাকা সখের এবং অতি আদরের জিনিস। আমি জিক্সার অনেক আগে থেকেই পছন্দ করি আর এর কারনেই অন্য কোন বাইকের কথা চিন্তা না করে জিক্সার কিনে ফেলি। আমি মনে করি ব্যক্তিগত বাহন এবং এবং দ্রুত যাতায়াতের জন্যে বাইকের ভিন্ন অন্যকিছু এতটা আরামদায়ক হবে না। আজ আমি আপনাদের সাথে এই বাইকের অভিজ্ঞতা শেয়ার করব যা আমি গত দুই বছর ধরে অর্জন করেছি। আমার বিশেষ একটি অনুরোধ থাকবে যে আপনারা অনুগ্রহ পুর্বক আমাকে পেশাদার রাইডার বলে মনে করবেন না। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আশা করি আমার অভিজ্ঞতা নতুনদের এই বাইক কেনার ক্ষেত্রে যথেস্টই সহায়ক হবে।
এই বাইকের ডিজাইন এবং আউটলুক এককথায় অসাধারন। যে কেউ এর ডিজাইনের প্রতি আকৃষ্ট হবে এবং বলা ভাল যে এর ডিজাইনটা একে একটি দানবীয় আকৃতি দিয়েছে যা সবার দৃষ্টি আকর্ষন করে। অন্যদিকে এর বডিকিটগুলাও দারুন বৈশিষ্টপুর্ন যা সহজেই যে কাউকে এর প্রতি দুর্বল করে ফেলতে পারে। একই সাথে এর বিল্ড কোয়ালিটি দারুন শক্তিশালী যা আত্মবিশ্বাসের সাথে রাইড করার উতসাহ যোগায়।
ইঞ্জিন পারফরমান্স দারুন এবং এর এক্সেলেরাশনটা এই পরিমান ভাল যা অতিদ্রুত টপ স্পিডে পৌছে দেয়। ইঞ্জিনটা যথেষ্ট পরিমানে শক্তি এবং গতি তুলতে পারে। ইঞ্জিনের পারফমান্সটাকে পারফেক্ট বললে ভুল হবে না এবং এর মাইলেজটাও বেশ ভাল যা আমি বর্ত্মানে ৪০ কিলোমিটার প্রতি লিটার পাচ্ছি।
সিটিং পজিশনটা মোটেও ভাল না। যদিও এই বাইকটা আরামদায়ক এবং সিটিং পজিশনের সাথে হ্যান্ডেল্বারের দারুন একটা কম্বিনেশন রয়েছে কিন্তু সিটিং পজিশনটা খুবই ছোট মনে হয় আমার কাছে। হ্যান্ডেলবারের সাথে যুক্ত সুইচগুলা বেশ ভাল এবং এখন পর্যন্ত যথেষ্ট ভাল পারফরমান্স দিয়ে যাচ্ছে। আমি প্রায়ই রাতে রাইড করি এবং রাতে আমার কাছে হেডলাইটের আলোটা যথেষ্ট বলেই মনে হয়েছে।
কন্ট্রোলিং এর ব্যাপারটা আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে। যেকোন অবস্থায় এই বাইকটা কন্ট্রোন করা আমার কাছে খুব সহজ মনে হয়। এর রাইড বেশ সুন্দর এবং ঝামেলা মুক্ত, আমি টপ স্পিডেও তেমন কোন কাপুনি অনুভন করিনি যা অতি ইতিবাচক একটি দিক বলে আমার কাছে মনে হয়। ব্রেক গুলা যথেষ্ট ভাল কাজ করে। চওড়া টায়ার যা কখনই আমাকে কোন ধরনের স্কিডিং অনুভব করতে দেয়নি। আমি এই দানবের কন্ট্রোলের ব্যাপারটা নিয়ে সন্তুষ্ট। অসাধারন মনো সাসপেনশন যে কোন রাস্তায় আরাম এবং পরিপুর্ন নিয়ন্ত্রন নিশ্চিত করে।
আমি তাদের সার্ভিস সেন্টারে গিয়েছি এবং তাদের আচার ব্যবহার এবং আন্যান্য সক্রিয়তা আমার কাছে বেশ ভাল মনে হয়েছে। উল্লেখ করার মত খারাপ কিছু আমি তাদের মধ্যে পায় নি।
এই বাইকের কোয়ালিটি, পারফরমান্স এবং ফিচার বিবেচনা করে আমার কাছে এর দামটা বেশি বলে মনে হয় না। কিন্তু সিটটা খুবই ছোট যদিও তা কন্ট্রোলে তেমন প্রভাব ফেলে না কিন্তু সেটা আমার পছন্দ হয় না। বেড়ানোর জন্যে সুজুকি জিক্সার একটি পারফেক্ট বাইক আমার চোখে।