আমি মোঃ আতাউর রহমান এবং আমি পেশায় একজন এনজিও কর্মী। আমার বর্তমান ঠিকানা হচ্ছে বাগাতিপাড়া,নাটোর। আমি এখন ব্যবহার করছি টিভিএস মেট্রো ১০০ সিসি । আজকে আমি আপনাদের সাথে মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আমার রাইডিং অভিজ্ঞতা তুলে ধরবো। প্রথমে আমি নিজেকে নিয়ে কিছু বলতে চাই যে বাইক আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ । একজন এনজিও কর্মী হিসেবে আমাকে দিনের বেশিরভাগ সময়ই বাইক নিয়ে ঘুরে বেড়াতে হয় । টিভিএস মেট্রো আমার প্রথম বাইক এবং এটা আমি প্রায় ২ বছর ধরে ব্যবহার করছি। আমি মনে করি যে ২৪ মাস যথেষ্ট সময় একটা বাইকের ভালো মন্দ দিক বোঝার জন্য এবং আজকে শুধুমাত্র আমি আমার ব্যাক্তিগত মতামত তুলে ধরবো।
ইঞ্জিনের বিষয় নিয়ে বলতে গেলে, ইঞ্জিনকে একটা বাইকের প্রধান অংশ বলা চলে । আমার বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং লং ট্যুরে ইঞ্জিনটা তেমন ভালো পারফরমেন্স দেয় না । আমাকে যেহেতু প্রায় সারাদিন বাইক রাইড করা লাগে তাই আমি খুব সহজেই বুঝতে পারি যে ইঞ্জিনটা বেশিক্ষন রাইড করার জন্য না কিন্তু আমি মাইলেজ অনেক ভালো পাচ্ছি। আমি এখন লিটারে প্রায় ৭০কিমি মাইলেজ পাচ্ছি । ইঞ্জিনের পারফরমেন্সে সন্তুষ্ট না হলেও মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট।
ডিজাইনটা খুব ভালো এবং গ্রাফিক্স গুলো অনেক সুন্দর। এদিকে পুরো বাইকে কালো এবং সবুজ কালারের সুন্দর কম্বিনেশন রয়েছে। ডিজাইনটা আমার খুব পছন্দ। বিল্ড কোয়ালিটি অনেক ভালো ও মজবুত। বাইকটা দেখতে অনেক মজবুত একটা বাইক বলে মনে হয়।
এটা অনেক আরামদায়ক একটা বাইক কিন্তু সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারটা ঠিকভাবে সংযুক্ত নাই। আমার কাছে সিটটা হ্যান্ডেলবার থেকে কিছুটা নিচু মনে হয়েছে যদিও এটাতে কোন সমস্যা হয় না । হ্যান্ডেলবারের সাথে সংযুক্ত যে সুইচগুলো রয়েছে সেগুলো বেশ ভালো কাজ করে কিন্তু সেলফ সুইচটা ভালো মতো কাজ করে না। রাতের বেলায় হেডল্যাম্প থেকে আমি তেমন ভালো পরিমাণে আলো পাই না যার কারণে একটু সমস্যা হয়। এছাড়া অন্যান্য দিক ঠিক মনে হয়েছে।
বাইকটা ছোট এবং ওজনে কম হওয়ার ফলে কন্ট্রোল খুব ভালো করা যায় কিন্তু সমস্যার বিষয় হচ্ছে ওজন কমের ফলে বেশি স্পীডে ভেসে যায় যেটা আমার রাইডিং ও ব্যাঘাত সৃষ্টি করে কিন্তু ব্রেকিং ,সাসপেনশনগুলো অনেক ভালো পারফরমেন্স দেয় । ইমারজেন্সি মুহূর্তে কড়া ব্রেক করলে একটু স্কীড করে এছাড়া অন্যান্য সময় টায়ারটা তেমন স্কীড করে না । তবে আমি এতটুকুই বলবো যে বাইক হিসেবে যেমন কন্ট্রোলিং থাকার কথা তেমন কন্ট্রোলিং পাওয়া যায় না।
টিভিএস এর অন্যতম খারাপ একটি দিক হচ্ছে সার্ভিস সেন্টার । আমি তাদের সার্ভিস সেন্টারে গিয়ে দেখি
যে তারা তেমন অভিজ্ঞতা সম্পন্ন না এবং তাদের ব্যবহারটাও তেমন ভালো না । আমি তাদের সার্ভিস সেন্টারকে অপছন্দ করি।
বাইকটার চেইন আমাকে অনেক ঝামেলার মধ্যে রাখে ।এটা একটা কমিউটার বাইক কিন্তু এখানে ব্যাগ ঝুলানোর কোন হুক নেই কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে এর মাইলেজ । মাইলেজটা আমার কাছে দারুণ লেগেছে এবং আমি অনেক সন্তুষ্ট।
আমার মতে এই বাইকটা মাইলেজের জন্য অনেক ভালো । যদি কেউ ভালো মাইলেজ চান তবে এই বাইকটি নিতে পারেন । ধন্যবাদ