সব মানুষের কাছেই মোটরসাইকেল অনেক প্রিয় একটি বাহন এবং আমি একজন ছাত্র হিসেবে আমার কাছেও মোটরসাইকেল অনেক গুরুত্বপূর্ণ। মোটরসাইকেল যোগাযোগ ব্যবস্থাকে অনেক সহজ করে দেয়। আমার নাম মোঃমিজানুর রহমান এবং আমি গত ৩ বছর যাবত ব্যবহার করছি জনশন ১০০ সিসি । আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আমার বাইকের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য এবং আমার বাইক নিয়ে ৪ বছরের অভিজ্ঞতা তুলে ধারার জন্য । মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা গুলো শেয়ার করব এবং আশা করি সেগুলো আপনাদের জন্য অনেক সহায়ক হবে।
আসুন এইবার বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক, প্রথমে বলবো ইঞ্জিন নিয়ে। যেহেতু আমি আমার প্রত্যেকদিনে কাজ সম্পন্ন করার জন্য বাইকটা কিনি কিন্তু উল্লেখযোগ্য যে ইঞ্জিনটা আমাকে সেভাবে পারফরমেন্স দিচ্ছে না। ডিজাইনটা সুন্দর যেটা অন্যান্য ১০০ সিসি বাইকের তুলনায় আমার কাছে খুব ভালো মনে হয়েছে কিন্তু বিল্ড কোয়ালিটি আমার কাছে তেমন ভালো মনে হয়নি। আমি মনে করি যে কোম্পানির উচিত বিল্ড কোয়ালিটির দিকটা একটু খতিয়ে দেখা।
বাইকটা চালিয়ে আমি অনেক আরাম অনুভব করি কারণ এর সুন্দর সিটিং পজিশন এবং হ্যান্ডেলবার আমাকে যথেষ্ট আরাম এনে দেয়। আমি যখন সিটিং পজিশনে বসে হ্যান্ডেলবারটা ধরি তখন আমার কাছে খুব আনন্দ লাগে। একইসাথে হ্যান্ডেলবারের সুইচগুলো অনেক ভালো এবং হেডল্যাম্প অনেক ভালো আলো সরবরাহ করে।
বাইকটার কন্ট্রোলিং বলতে গেলে খুবই ভালো। সকলের একটা বিষয় জানার থাকে যে বাইকটা হাই স্পীডে ভাইব্রেট করে কি/না। আমার দৃষ্টিতে হাই স্পীডে এই বাইকটা হালকা ভাইব্রেট করে। ব্রেকিং ভালো এবং সাসপেনশন যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়। কিন্তু টায়ারের গ্রিপ গুলো আরেকটু উন্নত করা দরকার ছিলো ।টায়ারটা মাঝে মধ্যে খুব খারাপ পরিস্থিতিতে অনেক স্কীড করে।
বাইকটির আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইলেজ। জনশন ১০০ সিসি বাইকটির মাইলেজ নিয়ে বলতে গেলে আমার কাছে খুবই হতাশাজনক মনে হয়েছে। বাইকটা ৫০ কিমি এর মত মাইলেজ দেয়। ১০০ সিসির বাইক হিসেবে মাইলেজ আরও বেশি হওয়া দরকার।
আমি তাদের সার্ভিস সেন্টারে গিয়েছি এবং লক্ষ্য করেছি যে তাদের ব্যবহার আচরণ অনেক প্রশংসনীয়।
ভালো দিক
-দামটা সঠিক
-ভালো ডিজাইন
-সুন্দর কোয়ালিটি
খারাপ দিক
-মাইলেজটা খুব একটা ভালো না
কোয়ালিটি, পারফরমেন্স এনং অন্যান্য ফিচারস বিবেচনায় আমার কাছে দামটা সঠিক মনে হয়েছে । যারা এই বাইকটি কেনার জন্য ভাবছেন তাদের কাছে আমার পরামর্শ থাকবে যে- একটা বাইকের ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও থাকবে তাই সে সব মেনে নিয়ে পছন্দের দিকে এগিয়ে যাওয়াটাই আমি শ্রেয় মনে করি । সবাইকে ধন্যবাদ।