আমি মোঃ সজল বাবু বর্তমানে পড়াশোনা করছি। গ্রামের রাস্তায় সহজ যাতায়াত এবং বিভিন্ন কাজে মোটরসাইকেল খুবই দরকারি একটি বাহন।তাই বিগত ৪ বছর যাবত ব্যবহার করছি ফ্রিডম ১০০ সিসি। আমি এই বাইকটা আমার বিভিন্ন কাজে ব্যবহার করি এবং বাইকটা আমাকে ভালো মন্দ সার্ভিস দিয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে আমার বাইকের ভাল মন্দ কিছু দিক নিয়ে আলোচনা করব।
প্রথমে বলে রাখি যে ডিজাইনটা আমার কাছে একদম ভালো লাগে নি কারণ বাইকটা একটু বেশি রোগা রোগা মনে হয়। বডিটা যদি আরেকটু মাস্কুলার করা যেত তবে আমার কাছে আরও ভালো লাগতো। গ্রামের বিভিন্ন রাস্তায় চালিয়ে আমি গঠনটা অনেক মজবুত অনুভব করেছি। বাইকটা অনেক মজবুত এবং আমি রাইড করতে গিয়ে বেশ কয়েকবার পড়েছি কিন্তু বাইকটার তেমন ক্ষতি হয়নি। সব মিলিয়ে ডিজাইনটা আমার কাছে ভালো না লাগলেও বিল্ড কোয়ালিটিটা মেনে নেওয়ার মত।
চালিয়ে আমি মোটামুটি আরাম পাই। বাইকটির সিটিং পজিশন আছে বেশ ভালো তবে আরেকটু ভালো করা যেত। সিটিং পজিশনের পাশপাশি হ্যান্ডেলবারটা ধরে তেমন শান্তি পাই না কারণ হ্যান্ডেলবারটা অনেক কড়া। হ্যান্ডেলের সাথে সংযুক্ত সুইচগুলো অনেক ভালো কাজ করে এবং রাতে রাইডে আমি অনেক কম আলো পেয়েছি। হাই বীমে আলো একদম কম এবং লো বিমে আলোটা যথেষ্ট পরিমাণে নাই।
বাইকটিতে আমি তেমন ভালো কন্ট্রোল পাই না । হাই স্পীডে উঠলে খুবই ভাইব্রেট করে এবং এই ভাইব্রেটের ফলে আমি হাই স্পীডে ঠিকভাবে রাইড করতে পারি না। মাঝে মাঝে মনে হয় যে ব্যালেন্স হারিয়ে ফেলছি। সামনে এবং পেছনে ড্রাম ব্রেক থাকার কারণে ব্রেকিংটা আমি তেমন ভালো পাই না এবং মাঝে মাঝে ব্রেকিং খুব কম কাজ করে। আমকে প্রতিদিনই গ্রামের খারাপ রাস্তায় রাইড করতে হয় এবং রাইড করতে গিয়ে লক্ষ্য করি যে এর সাসপেনশন গুলো ঠিক ভাবে কাজ করে না এর ফলে আমি অনেক ঝাঁকুনি অনুভব করি। টায়ারের গ্রিপ তেমন উন্নতমানের না যার কারণে আমি যতবার কড়া ব্রেক করি ততবারই পেছনের চাকা স্কীড করে।
ইঞ্জিনের পারফরমেন্স আমার কাছে তেমন ভালো লাগে নি কারণ ইঞ্জিনটা তেমন ভালো পারফরমেন্স দেয় না এবং কম শক্তি সম্পন্ন। এদিকে আমি মাইলেজ পাচ্ছি লিটারে প্রায় ৫০ কিমি এর মতো। ইঞ্জিনের পারফরমেন্স ও মাইলেজ মোটামুটি আছে।
সার্ভিস সেন্টারে গিয়ে আমি মুগ্ধ কারণ তাদের ব্যবহার এত ভালো যে বলে বুঝানো যাবে না । তারা গ্রাহকদের প্রতি অনেক আন্তরিক এবং প্রত্যেকটা বিষয় অনেক যত্নসহকারে দেখে এবং তাদের দক্ষতাও অনেক ভালো।
ফ্রিডম ১০০ সিসির এই বাইকটির দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ অন্যান্য বাইকের তুলনায় এর দামটা ফিচারস ও কোয়ালিটি অনুযায়ী একটু বেশ। আর যারা এই বাইকটি কিনতে চান তাদের আমি বলবো যে একটু ভেবে চিনতে কিনতে পারেন। আমার কাছে খারাপ মনে হলেও আপনাদের কাছে সেটা খারাপ মনে হতে নাও পারে। সবাইকে ধন্যবাদ।