বর্তমানে অনেক মোটরসাইকেল কোম্পানীগুলো তাদের বাইক লোকাল মার্কেটে নিয়ে আসছে এবং তাদের মধ্যে স্বদেশি ও বিদেশি ব্র্যান্ড গুলো দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে রানার হচ্ছে স্বদেশী জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড এবং আমি নিজেই একজন এই কোম্পানীর মোটরসাইকেল ব্যবহারকারী। আমার নাম মোঃ শাহেদ আলী পেশায় ব্যবসায়ী। মোটরসাইকেল ছাড়া আমার দৈনিক চলাচলের জন্য অন্য কোন বাহন কল্পনা করা যায় না কারণ আমাকে আমার ব্যবসায়ীক কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই আমার ব্যাক্তিগত রাইডিং এর জন্য পছন্দ করি ফ্রিডম রানার ১০০। এই বাইকটা প্রায় ২ বছর ধরে আমার সাথে আছে এবং এর আগে আমার কোন বাইক ছিলো না । এই দুই বছরে আমি বাইকটার ভালো মন্দ দিক খুঁজে পেয়েছি এবং সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো।
আমি সত্যি কথা বলতে বাইকটার ডিজাইন খুব পছন্দ করি এবং ১০০ সিসির বাইক হিসেবে এর ডিজাইনটা অনেক সুন্দর লেগেছে। অন্যদিকে যদি বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তবে এর বিল্ড কোয়ালিটিটা আমাকে দুই বছর ধরে বেশ ভালোই সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আশা করা যায় ভবিষ্যতেও দিবে। তাই ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে তেমন কিছু বলার নাই, দুটা দিক আমাকে খুব সন্তুষ্ট করেছে।
আমি বিভিন্ন পরিস্থিতিতে বাইকটার অনেক ভালো কন্ট্রোলিং পেয়েছি কিন্তু বেশি স্পীডে বাইকটা বাতাসে ভেসে যায় এবং তখন রাইড করা একটু কষ্টকর হয় আমার পক্ষে। ব্রেকিং এবং সাসপেনশন খুব ভালো কাজ করে । আরেকটি ভালো বিষয় হচ্ছে বাইকটার টায়ারের গ্রিপ অনেক ভালো যেই কারনে কোন স্কীড করে না। আমি কন্ট্রোলিং নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট।
আমি আমার রাইড খুব উপভোগ করি কারণ এই বাইকটা আমাকে যথেষ্ট আরাম এনে দেয়। সিটিং পজিশনটা ঠিক জায়গায় আছে
এবং হ্যান্ডেলবার ও রাইডিং সিটের কম্বিনেশন দারুণ উপভোগ্য রাইডিং এনে দেয়। আমি দীর্ঘক্ষণ রাইড করেছি কিন্তু কোন ব্যাক পেইন অনুভব করিনি। হ্যান্ডেলবারের সাথে সংযুক্ত সুইচগুলো অনেক ভালো এবং আরামে ব্যবহার করা যা। রাতে আমি আলোর কোন ঘাটতি পাই না। হেডল্যাম্পটা অনেক শক্তিশালী এবং ইলেকট্রিক্যাল দিক গুলো বেশ শক্তিশালী। সব মিলিয়ে ১০০ সিসির বাইক হিসেবে কন্ট্রোল নিয়ে আমি সন্তুষ্ট।
আমি বাইকটা থেকে যে ইঞ্জিনের পারফরমেন্স পাচ্ছি সেটা বলতে গেলে খুব ভালো। আমি স্পীড, স্মুথ শব্দ , শক্তি এবং মাইলেজ এসব কিছু নিয়ে সন্তুষ্ট । এখন মাইলেজ পাচ্ছি লিটারে ৬০ কিমি এবং এই ধরণের অন্যান্য বাইকের তুলনায় মাইলেজ অনেক ভালো।
সব মিলিয়ে আমি বলবো যে এই বাইকটা ভালো ডিজাইন ও ফিচারস সমৃদ্ধ একটি বাইক। ছোট খাটো ট্যুরের জন্য বাইকটা একদম পারফেক্ট। অন্যদিকে ভাইব্রেশন এই বাইকের একটা সমস্যা। সব কিছু বিবেচনা করে আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে কিন্তু বেশি হলেও এটা কেন যায়।