হাউজুয়ে ডিআর ১৬০ বাইকটি কেনার আগে আমি ব্যবহার করতাম হাউজুয়ে কেএ ১৩৫। সেই বাইকটি প্রায় ২ বছর ব্যবহার করার পর আমার সেই বাইক সম্পর্কে অভিজ্ঞতা চমৎকার ছিলো । ২ বছরে ১৩৫ সিসি হাউজুয়ে কেএ ব্যবহার করে আমার মেইন্টেনেন্স খরচ হয়েছিলো মাত্র ৬ হাজার টাকা । সেই থেকে আমার হাউজুয়ে বাইক সম্পর্কে অভিজ্ঞতা অনেক ভালো হয়েছে। আমি একজন ছাত্র হিসেবে হাউজুয়ে বাইক ব্যবহার করে অনেকটাই সন্তুষ্ট সেই সন্তুষ্টি থেকে আমার হাউজুয়ে আপডেট বাইকের উপর একটু নজর পড়ে । আমি দেখলাম যে বাজারে হাউজুয়ে তাদের নতুন মডেল হাউজুয়ে ডিআর ১৬০ বাইকটি নিয়ে এসেছে। ডিআর ১৬০ বাইকের প্রথম যে বিষয়টি না বললেই নয় সেটি হল এই বাইকের লুক । প্রতিটা দিক থেকে আমার কাছে বাইকটি খুব ভালো লেগেছে এবং এর আধুনিক ফিচারসগুলো দেখে আমি মুগ্ধ। সব মিলিয়ে আমার সিদ্ধান্ত ঠিক হয় হাউজুয়ে ডিআর ১৬০ বাইকটি কেনার জন্য। কেনার পর থেকে এখন পর্যন্ত রাইড করেছি প্রায় ২৫০০ কিমি। এই ২৫০০ কিমি এর মধ্যে বাইক থেকে আমি যে সকল সাপোর্ট পেয়েছি তা আপনাদের মাঝে আমি স্বল্প আকারে তুলে ধরতে চাই । আশা করি আমার অভিজ্ঞতা গুলো থেকে এই বাইক সম্পর্কে অনেকটাই ভালো ধারণা লাভ করতে পারবেন।
১৬০ সিসির এই বাইকের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর আউটলুক এবং ফিচারস। বাইকটি সব দিক থেকেই আমার কাছে অনেক ভালো লেগেছে এবং প্রতিটা আউটলুক আমার পছন্দ হয়েছে। আমি মনে করি অন্যান্য ব্র্যান্ডের ১৬০ সিসি বাইকগুলোকে টেক্কা দিবে হাউজুয়ে ডিআর ১৬০।
বাইকের রেডি পিক আপ অনেক ভালো , মুহূর্তেই আমি অনেক বেশি স্পীড তুলতে পারি। এবং ইঞ্জিনটা অনেক স্মুথ। স্পীডে রাইড করলে ইঞ্জিন থেকে ভাইব্রেশন কম মনে হয় । মোট কথায় এই বাইকের ইঞ্জিন অনেক উন্নতমানের বলে আমার কাছে মনে হয়েছে।
ব্রেকিং সিস্টেম সিবিএস থাকার ফলে আমি খুব ভালোভাবে ব্রেকিং করতে পারি এবং ব্রেক করতে আমার কোন সমস্যা হয়না। যদি আপনারা সিবিএস ব্রেকিং ব্যবহার করে অভ্যাস্ত থাকেন তাহলে এই বাইকের ব্রেকিং আপনার কাছে সেরা মনে হবে।
মাইলেজ ১৬০ সিসির বাইক হিসেবে অনেক ভালো । আমি শহরের মধ্যে মাইলেজ পেয়েছি ৪০ কিমি এবং হাইওয়েতে পেয়েছি ৪৫ কিমি প্রতি লিটারে যা ১৬০ সিসির বাইক হিসেবে অসম্ভব ভালো মাইলেজ। আর আমার ক্ষেত্রে এই বাইকের মাইলেজও অনেক ভালো মনে হয়েছে।
সিটিং পজিশন ও হ্যান্ডেলবার এর কম্বিনেশন ভালো হওয়ার ফলে কন্ট্রোল অনেক ভালো হয় এবং আমি একদিনে ১৫০ কিমি রাইড করে কোন ধরনের ক্লানি অনুভব করিনি । তাই বলাই যায় যে এই বাইকটা অনেক আরামদায়ক।
এবার আসি এই বাইকের কিছু সমস্যা নিয়ে-
-বাইকের পিলিয়ন সিটিং পজিশন একটু উঁচু এবং রাইডিং সিটিং পজিশনটাও একটু উঁচু যার ফলে একটু খাটো রাইডারদের জন্য এই বাইকটা রাইড করা একটু সমস্যা হতে পারে।
-বাইকের রিসেল ভ্যালূ অনেক কম । যদি রিসেল ভ্যালূ ভালো হত তাহলে এর চাহিদা আরও ব্যাপক হত।
-দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে।
সব মিলিয়ে যদি বলি তাহলে হাউজুয়ে ডিআর ১৬০ বাইকটা আমার কাছে বেশ ভালোই লেগেছে । আমার মতে এই বাইকটা ব্যবহার করে আপনারা অনেক সন্তুষ্ট হবেন বলে আমি আশাবাদী।