Is this review helpful?
Rate count: 3Ratings:
কমিউটার সেগমেন্টের চাহিদা বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে বেশ ভাল। বেশ অনেকটা দিন আগে হিরো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছিল একটি মাস্টারপিস, Hero Glamour । প্রায় এক দশকের বেশি সময় ধরে কমিউটার সেগমেন্ট তাদের সেরাটা দিয়ে যাচ্ছে এই বাইকটি। যখন কমিউটারের কথা আসে তখন আমাদের অবশ্যই Hero Glamour এর নাম উল্লেখ করতেই হবে। সময়ে সময়ে আপগ্রেডও হয়েছে এই Hero Glamour, হোন্ডা থেকে আলাদা হবার পরেও থেমে থাকেনি এই বাইকের যাত্রা। কিছু ডাইনসাইড এখনো থেকে গেছে। আজ এই আর্টিকেলে আমরা টিম মোটরসাইকেলভ্যাললী স্পোর্টস কমিউটার পালসার ১৫০ এর সুবিধা এবং অসুবিধাগুলি তুলে ধরার চেষ্টা করব।
Hero Glamour এর সুবিধাঃ
১. আকর্ষনীয় কমিউটারঃ
Hero Glamour বাইকেরমাস্কুলারফুয়েলট্যাঙ্কার, শার্প ডিজাইন এবং চোখ ধাঁধানো ডিক্যালস মিলিয়ে বাইকটি বেশ আকর্ষনীয়। সবমিলিয়ে এই বাইকটি দেখতে সুন্দর এবং যে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের সাথে মিলে যায়।
২. শক্তিশালী ইঞ্জিনঃ
একটি 125 কমিউটার হিসেবে Hero Glamour এপিলিয়ন এবং অন্যান্য ওয়েজ বহন করার জন্য যথেষ্ট শক্তিশালী ইঞ্জিন রয়েছে, এবং এর এক্সিলেরেশনও বেশ ভাল।
৩.সিটিং পজিশন এবং হ্যান্ডেলবারের মধ্যে পারফেক্ট কনট্রাস্ট।
এই বাইকটি চালানোর সময় আরামদায়ক করতে,হিরো পাইপ টাইপ হ্যান্ডেল বার ব্যবহার করেছে যা রাইডিং সীটের সাথে পারফেক্ট কনট্রাস্ট বজায় রেখেছে। এর ফলে চালানোর সময় বেশ আরাম পাওয়া যায়।
৪.ভাল ব্রেকিং সিস্টেমঃ
যদিও Hero Glamour বাইকের মডেল এবং লাস্ট এডীশনেও ডিস্ক ভেরিএন্ট ছিল, তবে ব্রেকিং প্রিমিয়াম
৫. আকর্ষনীয় মাইলেজ:
একটি 125 cc কমিউটার হিসাবে Hero Glamour সর্বনিম্ন 45 Km/L মাইলেজ অফার করে এবং হাইওয়েতে তা আরও বেড়ে যায়।
Hero Glamour এর অসুবিধাঃ
১. টায়ার স্কিড করেঃ
এই বাইকের চাকার কিছুটা স্কিডিং সমস্যা রয়েছে।
২. হেডল্যাম্পের গুণগত মান বাড়াতে হবেঃ
রাতে রাইড করার সময় আমাদের নিরাপদে থাকার জন্য শক্তিশালী লাইট সেটআপের প্রয়োজন। এই দিক থেকে Hero Glamour-এ সেই সেটআপের অভাব রয়েছে। হেডল্যাম্প আলো খুব বেশি কার্যকর নয়।
Is this review helpful?
Rate count: 3কমিউটার সেগমেন্টের চাহিদা বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে বেশ ভাল। বেশ অনেকটা দিন আগে হিরো বাংলাদেশের বাজারে নি...
Bangla Englishআমি ২০০২ সাল থেকে Hero Glamour বাইকটি ব্যবহার করছি। আমার কাছে এই বাইকটি খুবই ভালো লাগে কারণ আমি দেখেছি যে এই বাইকের সাথে য...
Bangla English