Is this review helpful?
This user provides ratings about this bike
This bike is purchased from Maruf Enterprise, Rajshahi
বাইক নিয়ে আমি যখন একটু ধারনা পেতে শুরু করলাম তখন দেখলাম যে বাজারে একটি বাইক খুব জনপ্রিয়তা অর্জন করেছে। আমি লক্ষ্য করেছি যে সে বাইকটি গ্রাহকদের মন জয় করতে সক্ষম হয়েছে এবং গ্রাহকরা সম্পূর্ণ সন্তুষ্ট। ১২৫সিসির মধ্যে আমার কাছে তখন এই বাইকটি ভালো লেগেছে এবং অন্যান্য যে বা যারা আছে তাদের কাছেও এই সেগমেন্টে অনেক ভালো লেগেছে। আসলে দামি ব্র্যান্ড হলে এবং তার কোয়ালিটি ভালো হলে বাইক অবশ্যই বাজারে সফলতার সাথে চলবে এটাই স্বাভাবিক। আমি বলছি Hero Glamour বাইকের কথা।
আমাদের গ্রামে এটি খুবই জনপ্রিয় এবং অনেকেই Hero Glamour বাইক খুব পছন্দ করেন। হিরো ব্র্যান্ড, কম দাম, মজবুত গঠন, যে কোন রাইডারের সাথে মানানসই ইত্যাদি বিভিন্ন কারণে হয়তো এই বাইকটি জনপ্রিয়তা লাভ করেছে। আমি প্রায় দুই বছর ধরে এই বাইকটি ব্যবহার করছি, এই দুই বছরে আমি Hero Glamour নিয়ে প্রায় ১৮ হাজার কিলোমিটার রাইড করেছি। আমি মুলত এই বাইকটি বেশি পছন্দ করেছি এর ডিজাইন দেখে কারণ ১২৫ সিসি সেগমেন্ট এর মধ্যে Hero Glamour বাইকের ডিজাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু আমি এই বাইকটি অনেক দিন যাবত ব্যবহার করছি তাই আমি মনে করি যে আপনাদের সাথে এটি নিয়ে ভালোমন্দ কিছু শেয়ার করলে আপনারাও বাইকটি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
ভালো দিকের মধ্যে আমি যা যা পেয়েছি
আমি উপরের অংশে বলেছি যে, আমি এ বাইকের ডিজাইন দেখে বেশি ইম্প্রেস হয়েছি। যার কারণে বাইক থেকে আমার নজর কোনভাবেই অন্য বাইকের দিকে যাচ্ছিল না তাই সবকিছু মিলিয়ে এই ডিজাইনটা বেশি প্রাধান্য দিয়ে বাইকটি ক্রয় করেছি। কালার কম্বিনেশন, গ্রাফিক্স ইত্যাদি সবকিছুই একদম নিখুঁত ভাবে ডিজাইন করা হয়েছে যা সকলের চোখে অনেক বেশী ভালো লাগবে, যেমনটি আমার লেগেছে।
ইঞ্জিনের পারফরম্যান্স ১২৫সিসির বাইক হিসেবে অনেক ভাল মনে হয়েছে। আমি ইঞ্জিন থেকে ভালো টর্ক ও শক্তি অনুভব করি। গ্রামের রাস্তাসহ বিভিন্ন রাস্তায় চালিয়ে Hero Glamour বাইকের ইঞ্জিন থেকে আমি খুব ভালো পারফর্মেন্স পাই। এ দিকে ইঞ্জিনের ভালো পারফর্মেন্সএর পাশাপাশি খুব ভালো মাইলেজও পাচ্ছি। শহরের মধ্যে ১২৫সিসির এই ইঞ্জিন থেকে আমি মাইলেজ পাচ্ছি ৫৫ কিলোমিটার প্রতিলিটার এবং হাইওয়েতে মাইলেজ পাচ্ছি ৬০ কিলোমিটার প্রতি লিটার। Hero Glamour এর মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট।
ইঞ্জিনের শক্তির পাশাপাশি ইঞ্জিনের এই গতি থামানোর জন্য তারা ভালোমানের ব্রেক ব্যবহার করেছে। সামনের দিকে ডিস্ক এবং পেছনের দিকে ড্রাম ব্রেকএর সমন্বয়ে আমি খুব ভালো ব্রেকিং পাই। যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি মনে করি যে বাইকের ব্রেকিং যথেষ্ট।
কন্ট্রোলিংটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। সামনে-পেছনে ভালো মানের টায়ার, সিটিং পজিশন ও হ্যান্ডেলবারের কম্বিনেশন সব মিলিয়ে Hero Glamour বাইকের কন্ট্রোলকে করেছে খুবই অসাধারণ। আমি গ্রামের রাস্তায় বেশি রাইড করি এবং রাইড করে খুব ভালো কন্ট্রোল পাই।
একদিনে আমি এই বাইকটি নিয়ে প্রায় ২০০ কিলোমিটার একটানা রাইড করেছি। এই রাইডে আমার কাছে বাইকের সিটিং পজিশন খুবই আরামদায়ক মনে হয়েছে এবং আমি মনে করি যে লংরাইডএর জন্য Hero Glamour বাইক অনেক ভালো। আমি সব রকমভাবেই এ বাইকটি ব্যবহার করতে পারি।
এবার বলি এই বাইকের কিছু মন্দদিক
মন্দদিকের মধ্যে যে সমস্যাটা আমি খুব বেশি অনুভব করি তা হল চেইনের সমস্যা। এ বাইকের চেইন যেটা দেওয়া হয়েছে সেটা খুব দ্রুত লুজ হয়ে যায় এবং চেইন কভার এর সাথে ঘষা খায় যার ফলে পারফরম্যান্সে ব্যাঘাত ঘটে এবং ত্রুটিপূর্ণ শব্দ হয়।
আরেকটি বিষয় সেটি মন্দদিক না এটি আমার পরামর্শ যে, এখন বাজারে অন্যান্য ব্র্যান্ড চেষ্টা করছে লেটেস্ট বাইক, লেটেস্ট ফিচারস ও ডিজাইন দিয়ে বাজারজাত করার। সে দিকটা হিরোর একটু লক্ষ্য রাখা উচিত। আমরা দেখেছি যে এই Hero Glamour বাইকটি অনেক বছর ধরে বাংলাদেশের বাজারে একই ডিজাইনের রয়েছে। আমি মনে করি যে এই বাইকের ডিজাইন এবং ফিচারে সামান্য কিছু পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়া দিলে বাজারের চাহিদা যুগযুগ থাকবে। আশা করি হিরো কোম্পানি এই পরামর্শটি গ্রহণ করে আপডেট Hero Glamour বাইক বাজারে নিয়ে আসবেন।
আসলে ভালোমন্দ দুটি মিলিয়ে বাইক। একটি বাইকের ভালো গুণাগুণের পাশাপাশি খারাপ গুনাগুন ও লক্ষ্য করা যায়। তাই গ্রাহককে সবকিছু মেনে নিয়ে বাইক রাইড করলে আশা করা যায় কোন সমস্যা হবে না। আমি মনে করি যে আমার এই রিভিউএর মাধ্যমে অনেক বাইকার ভাই যারা আছেন তারা উপকৃত হবেন।
ধন্যবাদ সবাইকে।
Is this review helpful?
সবাইকে স্বাগতম, আমি জয় সাহা, ২ মাস যাবত Hero Glamour বাইকটি ব্যবহার করছি, এটি আমার নিত্যদিনের প্রয়োজনের কাজে কেনা হয়েছিল...
Bangla Englishআমি আনোয়ারুল ইসলাম বর্তমানে ব্যবহার করছি Hero Glamour বাইক। এই বাইকটি কেনার আগে আমি বিভিন্নজনের থেকে পরামর্শ নিয়েছিলাম ...
Bangla Englishবাইক নিয়ে আমি বিভিন্ন স্থানে যেতে খুব পছন্দ করি। আমার কাছে বাইক মানে হল স্বাধীন একটি বাহন যার দ্বারা যে কোন স্থানে...
Bangla Englishবাইক নিয়ে আমি যখন একটু ধারনা পেতে শুরু করলাম তখন দেখলাম যে বাজারে একটি বাইক খুব জনপ্রিয়তা অর্জন করেছে। আমি লক্ষ...
Bangla Englishআমি একজন ছাত্র এবং ছোটবেলা থেকেই বাইক আমার সব চেয়ে প্রিয় বাহন। আমার অনেক সখ ছিল যে আমার নিজের একটা বাইক থাকবে কিন্...
Bangla Englishসবাইকে স্বাগতম! আমি মিন্টু, বর্তমানে আমি পড়ালেখা শেষে চাকুরীর খোজ করছি। আমার পরিবার এবং অন্যান্য নিয়মিত যাতায়া...
Bangla Englishবাংলাদেশের যে সমস্ত মোটরসাইকেল ব্র্যান্ড আছে তাদের মধ্যে হিরো অন্যতম। এ ব্রান্ডের মোটরসাইকেল গুলোর চাহিদা অনে...
Bangla Englishআমি নাসিরুল ইসলাম আজ থেকে প্রায় ৯ মাস আগে কিনেছিলাম হিরো গ্লামার ১২৫ এবং এখনও সে বাইকটি ব্যবহার করে আসছি। এই নয় মা...
Bangla Englishকমিউটার বাইকের চাহিদা আমাদের দেশে অনেক। একস্থানে থেকে অন্যস্থানে কমিউটার বাইকের সাহায্যে খুব ভালোভাবে যাতায়া...
Bangla Englishবাইকের প্রতি আমার ঝোঁক অনেক আগে থেকেই ছিলো। কারণ আমার বাইক রাইড করতে আমার খুবই ভালো লাগে এবং বাইক নিয়ে বিভিন্ন স...
Bangla Englishযখন মনে মনে আমি নির্ধারণ করি যে একটা বাইক কিনবো তখন থেকেই আমার সাধ্যের মধ্যে পছন্দের তালিকায় সবার উপরে ছিল হিরো ...
Bangla Englishআমি মোঃ আশরাফ হোসেন জুয়েল বর্তমানে ব্যবহার করছি হিরো গ্লামার ১২৫ সিসি। এই বাইকটি আমি ব্যবহার করি আমার পেশাগত দা...
Bangla Englishএকদম সাধ্যের মধ্যে আপনি যদি এমন একটি বাইক চেয়ে থাকেন যেখানে আধুনিক ফিচারসমৃদ্ধ সকল গুনাবলি থাকবে তাহলে আমি আপন...
Bangla Englishআমি প্রথম যে বাইকটি ব্যবহার করতাম সেটি ছিলো বাজাজ ব্র্যান্ডের সিটি ১০০ সিসির একটি বাইক। সেই বাইকটি ব্যবহার করে ...
Bangla Englishসবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোলাম মোস্তফা। আমার মোটরসাইকেলের নাম হিরো গ্ল্যামার ১২৫ সিসি। এটি আমি দেড় বছর যাবত ...
Bangla Englishপ্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তুষার আলী। আমি ১ বছর যাবত যে বাইকটি ব্যবহার করছি তার নাম হচ্ছে হিরো গ্ল্যাম...
Bangla Englishসবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল হক। আমার মোটরসাইকেলের নাম হিরো গ্ল্যামার ১২৫ সিসি। মোটরসাইকেলটি আমি ১ বছর য...
Bangla Englishঢাকায় শিফট হওয়ার পর থেকেই গন পরিবহনে প্রতিদিনের কর্ম সম্পাদন করা আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল এ...
Bangla Englishছোটবেলা থেকেই আমি মোটরসাইকেল চালাতে খুব পছন্দ করতাম। আমি হিরো গ্ল্যামার মোটরসাইকেলটি কিনেছি মূলত আমার সকল প্র...
Bangla Englishসবাইকে স্বাগত জানাচ্ছি আমি এনামূল হক। আমার হিরো গ্ল্যামার মোটরসাইকেলটি আমি আড়াই বছর যাবত ব্যবহার করছি। এযাবৎ আ...
Bangla Englishসবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম। আমার মোটরসাইকেল এর নাম হিরো গ্ল্যামার ১২৫ সিসি। এটি আমার জীবনের ১ম বাই...
Bangla Englishসাধারণ যাতায়াতের জন্য আমি ১ বছর আগে হিরো গ্ল্যামার ১২৫ সিসির মোটরসাইকেলটি কিনেছি। আমি ১ বছর মোটরসাইকেলটি চালিয়...
Bangla Englishমোটরসাইকেল হল যাতায়াতের অন্যতম একটি মাধ্যম। ইচ্ছা স্বাধীন যে কোন জায়গায়তে যাতায়াত করার জন্য মোটরসাইকেল বাহনট...
Bangla Englishবেশ কিছুদিন থেকে ভাবছিলাম মোটরসাইকেল কিনবো। কিন্তু কোন ব্যান্ডের কি মোটরসাইকেল কিনবো ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ ...
Bangla Englishহিরো গ্ল্যামার মোটরসাইকেলটি আমার জীবনের ২য় বাহন। এটি আমি আড়াই মাস যাবত ব্যবহার করে প্রায় ১০০০ কিমি পথ চালিয়েছি...
Bangla Englishহিরো গ্ল্যামার বাইকটি কিনেছি মূলত শখের বসে। তবে আমি বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য বাইকের প্রয়োজনটা অনুভব করছি...
Bangla Englishহিরো গ্ল্যামার বাইকটি আমি ৮ মাস যাবত ব্যবহার করছি। এটি আমার নিত্যদিনের সংগী। বাইকটি ছাড়া আমি এক মুহূর্ত চলতে পা...
Bangla Englishসবাইকে স্বাগত জানিয়ে আমি আমার পরিচয় দিয়ে আমার মোটরসাইকেল সম্পর্কে কিছু মতামত তুলে ধরছি। আমার নাম মোঃ টিপু সুলত...
Bangla Englishমোটরসাইকেল বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন। এর মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে দ্রুত যাতায়াত করা সম্ভব। মোটরসাইকেল থা...
Bangla Englishআমার নাম মোঃ রবিউল ইসলাম। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল এর নাম হিরো গ্ল্যামার ১২৫ সিসি। ছোট থেকে...
Bangla Englishসবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোঃ এনামুল হক মনি। পেশাগত দিক থেকে আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল এর নাম হিরো...
Bangla Englishআমাদের দেশে বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল রয়েছে। প্রতিটি ব্যান্ডের মোটরসাইকেল এর সিসি ভিত্তিক লিমিট রয়েছে। এই...
Bangla Englishমোটরসাইকেল বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন। এটির মাধ্যমে দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে যাতায়াত করা সম্ভব। মোটরসাইকে...
Bangla Englishশুরুতে আমার পরিচয় দেই। আমি মোঃ মাহাবুবুর রহমান । পেশায় আমি একজন ব্যবসা। বাল্যকাল থেকেই বাইকের প্রতি আমার আগ্রহ ...
Bangla Englishআমাদের দেশে যে সকল মানুষ গ্রামে বাস করে তাদের অনেকেই ভাল যোগাযোগ ব্যবস্থার অভাব ভোগ করে এবং এক স্থান থেকে অন্য স...
Bangla Englishআমি আব্দুল আহাদ । রাজশাহীর উপশহর এলাকাতে বসবাস করি । পেশায় চাকুরীজীবী । হিরো গ্ল্যামার ১২৫ সিসি বাইকটি মুলত আমি ...
Bangla Englishআমার বাইকের নাম হিরো গ্লামার। এই বাইকটি যে কোন বয়সের মানুষের সাথে মানানসই । গ্রামে বা শহরে উভয় জায়গাতেই এই বাইকে...
Bangla Englishসবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বাইক সম্পর্কে মতামত তুলে ধরছি। আমি মোঃ মুন্নাফ আলী, গ্রামঃ ভিতর ভাগ, থানাঃ বাগাতিপ...
Bangla English৩ বছর আগে আমি কিনেছিলাম হিরো গ্ল্যামার ১২৫। বাইকটি এখনও ব্যবহার করছি। ৩ বছর ব্যবহারকালীন সময়ে আমি বাইকটির বেশ ...
Bangla Englishসবাইকে স্বাগতম জানাচ্ছি আমি থান্ডু মিয়া। আমি একজন সার্ভিস হোল্ডার। আমার বর্তমান ঠিকানা বাগাতিপারা,নাটোর। বাই...
Bangla Englishপ্রথমে আমার সম্পর্কে বলি আমি মোঃ সাইফুল ইসলাম এবং আমি পেশায় একজন শিক্ষক। আমার বাসা বাগাতিপাড়া, নাটোর জেলা এবং আম...
Bangla Englishআমি মোঃ রিয়েল আলী পেশায় চাকুরীজীবী। আমার কর্মক্ষেত্রে বাইকের নিয়ে বেশি দৌড়াদৌড়ি করতে হয় যার কারণে বাইক ছাড়া আম...
Bangla Englishআমি মোঃ রাজ্জাক আলী পেশায় ব্যবসায়ী। আমার বর্তমান ঠিকানা ছোট্ট একটি গ্রামে যার নাম বাগাতিপারা এটা নাটোর জেলার অ...
Bangla English