Yamaha Banner
Search

হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - ঠান্টু মিয়া

English Version
2018-02-17
Owned for 0-3months   []   Ridden for 0-1000km


This user provides ratings about this bike


  8 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - ঠান্টু মিয়া



Hero-Glamour-user-review-by-Thantu-Mia


সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি থান্ডু মিয়া। আমি একজন সার্ভিস হোল্ডার। আমার বর্তমান ঠিকানা বাগাতিপারা,নাটোর। বাইক খুবই প্রয়োজনীয় একটি বাহন এবং আমি মনে করি যে ভালো যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যাক্তিগতভাবে বাইক সেরা একটি মাধ্যম।আমার প্রয়োজন অনুযায়ী নিত্যদিন বিভিন্ন জায়গায় বাইক নিয়ে ছুটাছুটি করে থাকি। আসলে বাইকের কেনার মুল্য উদ্দেশ্য হচ্ছে আমার সাধারণ যাতায়াত। এখন আমি আপনাদের সাথে আমার প্রথম ব্যবহৃত বাইক হিরো গ্ল্যামার ১২৫ নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো। আমি প্রায় ৩মাস ধরে এটি ব্যবহার করছি এবং আমি মনে করি যে এই বাইক নিয়ে অভিজ্ঞতা শেয়ার করার এইটাই সঠিক সময়।

প্রথমে বাইকটির হার্ট নিয়ে বলবো মানে ইঞ্জিন নিয়ে বলবো। ইঞ্জিনটা অসাধারণ। ইঞ্জিনের পারফরমেন্স সত্যিই সন্তোষজনক। ইঞ্জিনটা আমার খুব পছন্দ হয়েছে এবং আজ পর্যন্ত এটা আমাকে কোন সমস্যায় ফেলেনি। ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি মাইলেজ একটা জরুরী ইস্যু। বর্তমানে মাইলেজ পাচ্ছি ৬০কিমি প্রতি লিটারে। এত ভালো মাইলেজ নিয়ে আমি অনেক খুব বিস্মিত হয়েছি।

স্মার্ট এবং হ্যান্ডসাম লুক আমাকে অনেক ইমপ্রেস করেছে। ডিজাইনটা আমার খুব পছন্দ কিন্তু বিল্ড কোয়ালিটি নিয়ে একটু সন্দেহ আছে। আমার মতে বিল্ড কোয়ালিটিটা মোটামুটি ভালো। ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কম্বিনেশন নিয়ে আমি বলবো যে ভালো তবে খুব ভালো না।

কম্ফোরট আমার বাইকের একটা বেস্ট পার্ট। এই ৩ মাসে আমি অনেক রাইড করেও কোন ক্লান্তি বা কব্জি ব্যাথা অনুভব করিনি। সিটিং পজিশন, হ্যান্ডেলবার, সাসপেনশন সব কিছু অনেক ভালো কম্বিনেশন রয়েছে। হ্যান্ডেলের সাথে যে সুইচগুলো রয়েছে সেগুলো বেশ উন্নতমানের ও ব্যবহার করে আরাম আছে। অন্যদিকে হেডল্যাম্পের আলো যথেষ্ট এবং অন্ধকার রাস্তায় অনেক ভালো আলো দেয়।

কন্ট্রোলিং একটা বড় ইস্যু এবং আমি মনে করি এই বাইকটার কন্ট্রোলিং খুব একটা ভালো না। বাইকটা বেশি স্পীডে অনেক ভাইব্রেট করে। যদিও ব্রেকগুলো অনেক ভালো এবং টায়ারের গ্রিপগুলো যথেষ্ট তবে মাঝে মাঝে টায়ারটা একটু স্কীড করে । সাসপেনশনগুলো অনেক সুন্দরভাবে সংযোজন করা আছে এবং অনেক সাপোর্টিভ। সার্বিক দিক দিয়ে কন্ট্রোল মেনে নেওয়ার মতো।

আমার এলাকায় সার্ভিস সেন্টারের মান খুব ভালো এবং আচরণও প্রশংসনীয়।অন্য সার্ভিস সেন্টার কেমন সার্ভিস দেয় এটা আমার জানা নেই।

বাইকটার কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক বিবেচনায় দামটা একটু বেশি মনে হয়েছে। দামটা আরেকটু কম নির্ধারণ করা উচিত বলে আমি ব্যাক্তিগতভাবে মনে করি।

বাইক হচ্ছে একটা বেস্ট অপশন যেটা নিয়ে এদিক সেদিক খুব ভালো ভাবে মুভ করা যায় এবং এটা আপনার সময় অনেক বাচিঁয়ে দিবে। আমার বাইকটিতে কিছু সমস্যা রয়েছে যেমন বেশি গতিতে ভাইব্রেট করে এবং বেশি স্পীডে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায় । তাই বাইকটা কিনবেন কি/না এটা বিবেচনা করার বিষয় এখন আপনার। একজন ব্যবহারকারী হিসেবে আমার উপরিউক্ত সমস্যা গুলো চোখে পড়েছে। সবাইকে ধন্যবাদ।



Rate This Review

Is this review helpful?

Rate count: 12
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero Glamour

Hero glamour 125 ব্যবহারের অভিজ্ঞতা জয় সাহা
2023-11-27

সবাইকে স্বাগতম, আমি জয় সাহা, ২ মাস যাবত Hero Glamour বাইকটি ব্যবহার করছি, এটি আমার নিত্যদিনের প্রয়োজনের কাজে কেনা হয়েছিল...

Bangla English
হিরো গ্লেমার ব্যবহারিক অভিজ্ঞতা ২৭০০০কিমি আনোয়ারুল ইসলাম
2022-01-27

আমি আনোয়ারুল ইসলাম বর্তমানে ব্যবহার করছি Hero Glamour বাইক। এই বাইকটি কেনার আগে আমি বিভিন্নজনের থেকে পরামর্শ নিয়েছিলাম ...

Bangla English
হিরো গ্লেমার ব্যবহারিক অভিজ্ঞতা ৬৭০০০কিমি নুরুল ইসলাম
2022-01-26

বাইক নিয়ে আমি বিভিন্ন স্থানে যেতে খুব পছন্দ করি। আমার কাছে বাইক মানে হল স্বাধীন একটি বাহন যার দ্বারা যে কোন স্থানে...

Bangla English
হিরো গ্লামার ব্যবহারিক অভিজ্ঞতা ১৮০০০কিমি মাইনুল ইসলাম
2021-09-15

বাইক নিয়ে আমি যখন একটু ধারনা পেতে শুরু করলাম তখন দেখলাম যে বাজারে একটি বাইক খুব জনপ্রিয়তা অর্জন করেছে। আমি লক্ষ...

Bangla English
হিরো গ্ল্যামার ১৫,০০০ কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা রোকনুজ্জামান
2020-10-27

আমি একজন ছাত্র এবং ছোটবেলা থেকেই বাইক আমার সব চেয়ে প্রিয় বাহন। আমার অনেক সখ ছিল যে আমার নিজের একটা বাইক থাকবে কিন্...

Bangla English
হিরো গ্ল্যামার ৩০,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা নূর হোসেন মিন্টু
2020-10-27

সবাইকে স্বাগতম! আমি মিন্টু, বর্তমানে আমি পড়ালেখা শেষে চাকুরীর খোজ করছি। আমার পরিবার এবং অন্যান্য নিয়মিত যাতায়া...

Bangla English
হিরো গ্লামার ১২৫ সিসি ৩৫০০ কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃআশিক
2020-09-09

বাংলাদেশের যে সমস্ত মোটরসাইকেল ব্র্যান্ড আছে তাদের মধ্যে হিরো অন্যতম। এ ব্রান্ডের মোটরসাইকেল গুলোর চাহিদা অনে...

Bangla English
হিরো গ্লামার ১২৫সিসি ৩০০০ কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা নাসিরুল ইসলাম
2020-09-07

আমি নাসিরুল ইসলাম আজ থেকে প্রায় ৯ মাস আগে কিনেছিলাম হিরো গ্লামার ১২৫ এবং এখনও সে বাইকটি ব্যবহার করে আসছি। এই নয় মা...

Bangla English
হিরো গ্লামার ১২৫ ৩০০০ কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আসাদুজ্জামান
2020-09-06

কমিউটার বাইকের চাহিদা আমাদের দেশে অনেক। একস্থানে থেকে অন্যস্থানে কমিউটার বাইকের সাহায্যে খুব ভালোভাবে যাতায়া...

Bangla English
হিরো গ্ল্যামার ২,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - বিলাস
2020-05-09

বাইকের প্রতি আমার ঝোঁক অনেক আগে থেকেই ছিলো। কারণ আমার বাইক রাইড করতে আমার খুবই ভালো লাগে এবং বাইক নিয়ে বিভিন্ন স...

Bangla English
হিরো গ্ল্যামার ২৫০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - ইব্রাহিম
2020-04-08

যখন মনে মনে আমি নির্ধারণ করি যে একটা বাইক কিনবো তখন থেকেই আমার সাধ্যের মধ্যে পছন্দের তালিকায় সবার উপরে ছিল হিরো ...

Bangla English
হিরো গ্ল্যামার ১২,০০০কিমি রাইডিং রিভিউ - আশরাফ হোসেন জুয়েল
2020-01-10

আমি মোঃ আশরাফ হোসেন জুয়েল বর্তমানে ব্যবহার করছি হিরো গ্লামার ১২৫ সিসি। এই বাইকটি আমি ব্যবহার করি আমার পেশাগত দা...

Bangla English
হিরো গ্ল্যামার ১২৫সিসি মোটরসইকেল রিভিউ - আবু বকর সিদ্দিক
2019-12-27

একদম সাধ্যের মধ্যে আপনি যদি এমন একটি বাইক চেয়ে থাকেন যেখানে আধুনিক ফিচারসমৃদ্ধ সকল গুনাবলি থাকবে তাহলে আমি আপন...

Bangla English
হিরো গ্ল্যামার ২৭,০০০কিমি রাইডিং রিভিউ - হযরত আলী
2019-11-28

আমি প্রথম যে বাইকটি ব্যবহার করতাম সেটি ছিলো বাজাজ ব্র্যান্ডের সিটি ১০০ সিসির একটি বাইক। সেই বাইকটি ব্যবহার করে ...

Bangla English
হিরো গ্ল্যামার ১১,০০০কিমি রাইডিং রিভিউ - গোলাম মোস্তফা
2019-10-17

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোলাম মোস্তফা। আমার মোটরসাইকেলের নাম হিরো গ্ল্যামার ১২৫ সিসি। এটি আমি দেড় বছর যাবত ...

Bangla English
হিরো গ্ল্যামার ৮,৫০০কিমি রাইডিং রিভিউ - তুষার আলী
2019-10-15

প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তুষার আলী। আমি ১ বছর যাবত যে বাইকটি ব্যবহার করছি তার নাম হচ্ছে হিরো গ্ল্যাম...

Bangla English
হিরো গ্ল্যামার ১২৫সিসি মোটরসইকেল রিভিউ - ওবায়দুল হক
2019-10-04

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল হক। আমার মোটরসাইকেলের নাম হিরো গ্ল্যামার ১২৫ সিসি। মোটরসাইকেলটি আমি ১ বছর য...

Bangla English
হিরো গ্ল্যামার ১২৫সিসি মোটরসইকেল রিভিউ - রুবেল হোসেন
2019-10-02

ঢাকায় শিফট হওয়ার পর থেকেই গন পরিবহনে প্রতিদিনের কর্ম সম্পাদন করা আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল এ...

Bangla English
হিরো গ্ল্যামার ২,০০০কিমি রাইডিং রিভিউ - রুবেল হোসেন
2019-10-02

ছোটবেলা থেকেই আমি মোটরসাইকেল চালাতে খুব পছন্দ করতাম। আমি হিরো গ্ল্যামার মোটরসাইকেলটি কিনেছি মূলত আমার সকল প্র...

Bangla English
হিরো গ্ল্যামার ২০,০০০কিমি রাইডিং রিভিউ - এনামুল হক
2019-09-07

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এনামূল হক। আমার হিরো গ্ল্যামার মোটরসাইকেলটি আমি আড়াই বছর যাবত ব্যবহার করছি। এযাবৎ আ...

Bangla English
হিরো গ্ল্যামার ৪০০০কিমি রাইডিং রিভিউ - রবিউল ইসলাম
2019-09-01

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম। আমার মোটরসাইকেল এর নাম হিরো গ্ল্যামার ১২৫ সিসি। এটি আমার জীবনের ১ম বাই...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - রাকিবুল ইসলাম
2019-08-09

সাধারণ যাতায়াতের জন্য আমি ১ বছর আগে হিরো গ্ল্যামার ১২৫ সিসির মোটরসাইকেলটি কিনেছি। আমি ১ বছর মোটরসাইকেলটি চালিয়...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - জিয়াউর রহমান
2019-07-17

মোটরসাইকেল হল যাতায়াতের অন্যতম একটি মাধ্যম। ইচ্ছা স্বাধীন যে কোন জায়গায়তে যাতায়াত করার জন্য মোটরসাইকেল বাহনট...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - রুবেল হোসেন
2019-07-01

বেশ কিছুদিন থেকে ভাবছিলাম মোটরসাইকেল কিনবো। কিন্তু কোন ব্যান্ডের কি মোটরসাইকেল কিনবো ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ ...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - সালাউদ্দীন
2019-06-29

হিরো গ্ল্যামার মোটরসাইকেলটি আমার জীবনের ২য় বাহন। এটি আমি আড়াই মাস যাবত ব্যবহার করে প্রায় ১০০০ কিমি পথ চালিয়েছি...

Bangla English
হিরো গ্ল্যামার ৪০০০কিমি রাইড রিভিউ - মাজেদুর রহমান
2019-05-27

হিরো গ্ল্যামার বাইকটি কিনেছি মূলত শখের বসে। তবে আমি বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য বাইকের প্রয়োজনটা অনুভব করছি...

Bangla English
হিরো গ্ল্যামার ৪৫০০কিমি রাইড রিভিউ - এনামুল হক
2019-04-17

হিরো গ্ল্যামার বাইকটি আমি ৮ মাস যাবত ব্যবহার করছি। এটি আমার নিত্যদিনের সংগী। বাইকটি ছাড়া আমি এক মুহূর্ত চলতে পা...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - টিপু সুলতান
2018-12-28

সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার পরিচয় দিয়ে আমার মোটরসাইকেল সম্পর্কে কিছু মতামত তুলে ধরছি। আমার নাম মোঃ টিপু সুলত...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - রফিকুল ইসলাম
2018-12-25

মোটরসাইকেল বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন। এর মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে দ্রুত যাতায়াত করা সম্ভব। মোটরসাইকেল থা...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - রবিউলইসলাম
2018-10-31

আমার নাম মোঃ রবিউল ইসলাম। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল এর নাম হিরো গ্ল্যামার ১২৫ সিসি। ছোট থেকে...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - এনামুল হক মনি
2018-09-18

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোঃ এনামুল হক মনি। পেশাগত দিক থেকে আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল এর নাম হিরো...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - অনিক
2018-08-18

আমাদের দেশে বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল রয়েছে। প্রতিটি ব্যান্ডের মোটরসাইকেল এর সিসি ভিত্তিক লিমিট রয়েছে। এই...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - ঠান্টু
2018-07-28

মোটরসাইকেল বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন। এটির মাধ্যমে দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে যাতায়াত করা সম্ভব। মোটরসাইকে...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - মাহবুবুর রহমান
2018-07-02

শুরুতে আমার পরিচয় দেই। আমি মোঃ মাহাবুবুর রহমান । পেশায় আমি একজন ব্যবসা। বাল্যকাল থেকেই বাইকের প্রতি আমার আগ্রহ ...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - মতিউর রহমান
2018-06-18

আমাদের দেশে যে সকল মানুষ গ্রামে বাস করে তাদের অনেকেই ভাল যোগাযোগ ব্যবস্থার অভাব ভোগ করে এবং এক স্থান থেকে অন্য স...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - আব্দুল আহাদ সোহেল
2018-05-30

আমি আব্দুল আহাদ । রাজশাহীর উপশহর এলাকাতে বসবাস করি । পেশায় চাকুরীজীবী । হিরো গ্ল্যামার ১২৫ সিসি বাইকটি মুলত আমি ...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - পিন্টু
2018-05-22

আমার বাইকের নাম হিরো গ্লামার। এই বাইকটি যে কোন বয়সের মানুষের সাথে মানানসই । গ্রামে বা শহরে উভয় জায়গাতেই এই বাইকে...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - মুন্নাফ আলী
2018-04-30

সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বাইক সম্পর্কে মতামত তুলে ধরছি। আমি মোঃ মুন্নাফ আলী, গ্রামঃ ভিতর ভাগ, থানাঃ বাগাতিপ...

Bangla English
সার্ভিস সেন্টারের মান হতাশজনক – হিরো গ্ল্যামার ব্যবহারকারী আবু ফাহিম
2018-03-06

৩ বছর আগে আমি কিনেছিলাম হিরো গ্ল্যামার ১২৫। বাইকটি এখনও ব্যবহার করছি। ৩ বছর ব্যবহারকালীন সময়ে আমি বাইকটির বেশ ...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - ঠান্টু মিয়া
2018-02-17

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি থান্ডু মিয়া। আমি একজন সার্ভিস হোল্ডার। আমার বর্তমান ঠিকানা বাগাতিপারা,নাটোর। বাই...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - সাইফুল ইসলাম
2018-02-07

প্রথমে আমার সম্পর্কে বলি আমি মোঃ সাইফুল ইসলাম এবং আমি পেশায় একজন শিক্ষক। আমার বাসা বাগাতিপাড়া, নাটোর জেলা এবং আম...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - রিয়েল আলী
2018-01-10

আমি মোঃ রিয়েল আলী পেশায় চাকুরীজীবী। আমার কর্মক্ষেত্রে বাইকের নিয়ে বেশি দৌড়াদৌড়ি করতে হয় যার কারণে বাইক ছাড়া আম...

Bangla English
হিরো গ্ল্যামার মোটরসাইকেল রিভিউ - আব্দুর রাজ্জাক
2018-01-08

আমি মোঃ রাজ্জাক আলী পেশায় ব্যবসায়ী। আমার বর্তমান ঠিকানা ছোট্ট একটি গ্রামে যার নাম বাগাতিপারা এটা নাটোর জেলার অ...

Bangla English
2017-11-06

হিরো কোম্পানিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। অনেক আগে থেকেই তারা বাংলাদেশে বেশ সুনামের সাথে ব্যবসা করে আসছে। আ...

Bangla English
2017-11-03

হিরো গ্ল্যামার বাইকটি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি বাইক। ১২৫ সিসি বাইকের নাম শুনলে প্রথমে যে বাইকটির নাম উঠে আস...

Bangla English
2017-10-29

বাংলাদেশে ১২৫ সিসি সেগমেন্টের মধ্যে জনপ্রিয় একটি মোটরসাইকেল হল হিরো গ্ল্যামার । বাইকটি প্রথম দেখে আমার খুব ভা...

Bangla English
2015-06-10

ইন্ডিয়ার বৃহৎ মোটরসাইকেল প্রস্ততকারক কোম্পানীগুলোর মধ্যে একটি হল হিরো। হিরো কোম্পানী অনেক আগে থেকেই বাংলাদেশে ...

Bangla English
2017-11-06
2017-11-03
2017-10-29
2015-06-10
Filter