Is this review helpful?
Rate count: 1Ratings:
This user provides ratings about this bike
This bike is purchased from Shuvo Enterprise, Rajshahi
Hero HF Deluxe Self বাইকটি আমাদের এলাকায় অনেক দেখা যায়। আমি অনেক বছর আগে থেকেই এই বাইকটি খেয়াল করছি এবং আমার বন্ধুদের এই Hero HF Deluxe Self বাইকটি রাইড করেছি। বলতে গেলে, আমি বেশির ভাগ সময়ই এই এই বাইকটি আমি অন্যদের ব্যবহার করতাম। এক পর্যায়ে বাইকটি ব্যবহার করতে করতে আমার অনেক ভাল লেগে যায় এবং আমি লক্ষ্য করি যে কমদামের মধ্যে এই বাইকটি খুবই সুন্দর। তাই আমার ইচ্ছা করে যে আমার নিজের একটি Hero HF Deluxe Self বাইক থাকবে। নিজের ইচ্ছা যেহেতু হয়েছে তাই ইচ্ছা পূরণের জন্য আমি খুঁজতে থাকি আমার পছন্দের এই বাইকটি এবং রাজশাহীর শোরুম থেকে আমি বাইকটি ক্রয় করি। গেল এক বছরে আমি এটি রাইড করেছি 16000 কিলোমিটার। আমার দৃষ্টিকোণ থেকে বাইকটি খুবই ভালো লেগেছে বিধায় আমি এই বাইক ছাড়া অন্য কোন বাইক ক্রয় করিনি।
যেহেতু আমি বাইকটি প্রায় এক বছর ব্যবহার করছি তাই আপনাদের সাথে এই বাইকের ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করা যাক। আমি মনে করি যে আমার ভালো-মন্দদিক আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আপনারা এ বাইক সম্পর্কে ভাল ধারনা পাবেন এবং অনেক তথ্য জানতে পারবেন।
প্রথমে বাইকের ভালো দিকগুলো তুলে ধরি
আমার কাছে যে বাইকের প্রথম যে ভালো দিকটি মনে হয়েছে তা হলো এই বাইকের মার্জিত ডিজাইন। বাইকের ডিজাইনটা সকল বয়সের রাইডারএর সাথে খুব ভালো মানাবে এবং আমি লক্ষ্য করেছি যে আমাদের এলাকায় ছোট বড় সবাই এই বাইকটি ব্যবহার করে যার ফলে তাদের কাছেও বাইকটি খুব মানানসই মনে হয়।
সিটিং পজিশন আমার কাছে অনেক ভাল মনে হয়েছে। এক দিনে আমি এই বাইক নিয়ে প্রায় একটানা ১৫০ কিলোমিটার রাইড করেছি এবং রাইড করে আমার কাছে এই বাইকের সিটিং পজিশন খুবই আরাম দায়ক মনে হয়েছে। পিলিয়নসহ রাইড করেও এর সিটিং পজিশন থেকে খুব ভালো আরাম অনুভব করা যায়।
গ্রামের বিভিন্ন রাস্তাসহ আমি অনেক ভাঙা রাস্তায় বাইকটি রাইড করে বুঝতে পেরেছি যে বিল্ড কোয়ালিটি অনেক মজবুত। সাধারণত আমি আগে থেকেই লক্ষ্য করেছি যে হিরোর সকল বাইক বিল্ড কোয়ালিটির দিক থেকে খুবই ভালো এবং এই বাইকটিও শুরু থেকেই বিল্ডকোয়ালিটি যে রকম ভালো ছিল এখনো তেমনি আছে।
১০০সিসির বাইক হিসেবে এর ইঞ্জিন থেকে আমি খুব ভালো শক্তি অনুভব করি। ইঞ্জিনের শক্তিটা যে কোন রাস্তায় চলাচলের জন্য আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। শক্তিশালী ইঞ্জিনের কারণে আমি রাইড করে খুব ভালো অনুভব করি এবং ইঞ্জিন আমাকে মাইলেজের দিক থেকেও ভালো সাপোর্ট দেয়। শহরের রাইডে আমি বাইকের ইঞ্জিন থেকে ৬০ কিলোমিটার প্রতিলিটার এবং হাইওয়েতে ৭০ কিলোমিটার প্রতিলিটার মাইলেজ পাচ্ছি। আমার কাছে মাইলেজ ও ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো লেগেছে।
সবচেয়ে যে বিষয়টি আমার ভালো লেগেছে তা হল এই বাইকের দাম। এই বাইকটির যে দাম নির্ধারণ করা হয়েছে তা আমার কাছে কোয়ালিটি, পারফরম্যান্স, ফিচারস অনুযায়ী যথেষ্ট ভাল মনে হয়েছে। আমি মনে করেছিলাম এর জন্যই হিরো তাদের এ বাইকটির মার্কেট ভালোভাবে ধরে রেখেছে এবং এখনো বাইকের চাহিদা রয়েছে। ডিজাইন ও দামের ভাল সামঞ্জস্য থাকার জন্যই মূলত আমার এই বাইকটি কেনার প্রতি আগ্রহ অনেকাংশেই বেড়ে গিয়েছে। দাম নিয়ে আমি খুবই সন্তুষ্ট
এবার আসি এই বাইকের কিছু মন্দদিক নিয়ে
আমার কাছে উপরিউক্ত বিষয়গুলো খুবই ভালো লেগেছে কিন্তু আমার মনে হয়েছে যে ব্রেকিং সিস্টেম একটু উন্নত করা উচিত এর ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক যেটা বর্তমান সময়ের জন্য মোটেও কাম্য নয়। আমরা অন্যান্য ১০০সিসি বাইকে দেখেছি যে বাইকের সাথে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে কিন্তু এই বাইকের সাথে ড্রাম ব্রেক ব্যবহার করার ফলে এর ব্রেকিং অনেক দুর্বল মনে হয়েছে এবং আমার মনে হয় যুগের সাথে তাল মিলিয়ে চলাটা খুব কঠিন হয়ে যাবে যদি এই ড্রাম ব্রেকই ভবিষ্যতে রাখা হয়। তাই হিরোর কাছে অনুরোধ থাকবে যে তারা যেন এ বাইকের ডিস্ক ভেরিয়েন্ট বাজারে নিয়ে আসে।
সবকিছু বিচার বিবেচনা করে আমার কাছে এই বাইকটি এখনও ভালো লাগে বিধায় আমি এই বাইকটি এখনও ব্যবহার করছি। আমি আশাবাদী যে এই বাইকটি আমাকে আরও অনেক দিন সাপোর্ট দিবে।
ধন্যবাদ সবাইকে আমার রিভিউ পড়ার জন্য।
Is this review helpful?
Rate count: 1Hero HF Deluxe Self বাইকটি আমাদের এলাকায় অনেক দেখা যায়। আমি অনেক বছর আগে থেকেই এই বাইকটি খেয়াল করছি এবং আমার বন্ধুদের এই Hero HF Deluxe ...
Bangla Englishপ্রতিটি মানুষের জীবনে কিছু আশা বা স্বপ্ন থাকে। তেমনি আমার জীবনে একটাই আশা ছিল। সেটি হল অল্প মূল্যের মধ্যে একটা ভ...
Bangla Englishপ্রথমেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোঃ নাজমুল হোসেন। পেশায় আমি একজন ছাত্র । আমার মোটরসাইকেল এর নাম এইচ এফ ডিলাক...
Bangla English