আমি মোঃ এনামুল হক পেশায় একজন প্রভাষক। কলেজে যাতায়াত এবং ঘুরাঘুরি জন্য আমি একটি বাহনকে খুব মিস করতাম সেটা হল মোটরসাইকেল। সাধারণ যানবাহনে আমার কর্মস্থলে যেতে অনেক সময় লাগতো এবং ছুটির দিনে ঘুরাঘুরি করার জন্য মাঝে মাঝে ঝামেলায় পড়তে হতো। বর্তমানে এসব কিছু অবসান হয়েছে এবং আমি নিজের মোটরসাইকেল ব্যবহার করছি । আমি যে মোটরসাইকেলটি ব্যবহার করছি তার নাম হিরো এইচএফ ডিলাক্স এবং এটাই আমার প্রথম ব্যবহৃত মোটরসাইকেল। এটি কিনে আমি বর্তমানে ঠিক সময়ে আমার কর্মস্থলে যেতে সক্ষম হই এবং ছুটির দিনে পরিবার নিয়ে ঝামেলাবিহিন ভাবে ঘুরাফেরা করি। এই মোটরসাইকেলটি আমি প্রায় ২ বছর ধরে ব্যবহার করছি এবং এই সময়কালে আমার কাছে এর ভালো মন্দ কিছু দিক উঠে এসেছে যেগুলো আজকে আপনাদের সাথে ভাগাভাগি করে নেবো।
ডিজাইনটা আমার কাছে অনেক মার্জিত একটি ডিজাইন বলে মনে হয়েছে। আমি বলবো যে কম দামের মধ্যে অনেক সুন্দর ডিজাইন রয়েছে এবং বিল্ড কোয়ালিটিটা আমার কাছে বেশ মজবুত মনে হয়েছে। আমি যখন গ্রামের বিভিন্ন রাস্তায় মোটরসাইকেলটা নিয়ে চালাই অথবা পরিবার নিয়ে চালায় তখন আমি অনুভব করি যে আমার মোটরসাইকেলটা অনেক মজবুত। আমি বলবো যে মোটরসাইকেলটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি একদম পারফেক্ট।
চালিয়ে আমার কাছে মোটামুটি আরামদায়ক মনে হয়েছে। সিটিং পজিশনটা ভালো তবে লম্বা মানুষের জন্য সিট একটু নিচু করলে ভালো হতো তবে এটা তেমন সমস্যা করে না যথেষ্ট প্রশস্থ ও আরামদায়ক সিটিং পজিশন। একইভাবে সিটিং পজিশনের সাথে মিল রেখে হ্যান্ডেলবারটা ধরে আমি আরাম অনুভব করি। সুইচগুলোর মধ্যে আমি ইনডিকেটর সুইচের সমস্যা পেয়েছি অন্যদিকে রাতে রাইড করার জন্য আমি হেডল্যাম্পের আলো একটু কম পেয়েছি।
কন্ট্রোল ভালই হয়। আমি হাই স্পীডে হালকা ভাইব্রেশন অনুভব করি তবে টপ স্পীড এবং সাধারণ স্পীডে ব্রেক অনেক ভালো কাজ করে। সাসপেনশন সামনেরটা জ্যাম হয়ে শক্ত হয়ে যায় তবে পেছনেরটা যথেষ্ট ভালো মনে হয়েছে। টায়ারটার গ্রিপ তেমন ভালো না মাঝে মাঝে স্কীড করে।
ইঞ্জিনের পারফরমেন্সে আমি আজ পর্যন্ত কোনো ঘাটতি বা সমসা খুঁজে পাইনি। ইঞ্জিনের শক্তিটা ১০০ সিসি মোটরসাইকেল হিসেবে অনেক ভালো অন্যদিকে আমি মাইলেজ পাচ্ছি ৫৫ কিমি প্রতি লিটার যেটা নিয়ে আমি একটু ঝামেলায় আছি।কারণ অন্যান্য ১০০ সিসি মোটরসাইকেলের তুলনায় আমি মনে করি আমার মোটরসাইকেলটা কম মাইলেজ দিচ্ছে। মাইলেজটা আমি সন্তোষজনক মনে করি না।
আমি তাদের সার্ভিসিং সেন্টারে গিয়েছি এবং তাদের ব্যবহার, ঠিক করার মান এবং অন্যান্য দিক আমার কাছে ভালো লাগেনি। তারা তেমন আন্তরিক না এবং গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করে না।
ভালো দিক
-আরামদায়ক
-প্রশস্থ সিট
খারাপ দিক
-আমার কাছে একটা দিক খুবই খারাপ মনে হয়েছে সেটা হল মোটরসাইকেলটি স্পীড কম থাকলে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় এবং মাঝে মাঝে আমি নিজেই বুঝতে পারি না যে ইঞ্জিনটা চাল আছে নাকি বন্ধ আছে।
মোটরসাইকেলটির কোয়ালিটি পারফরমেন্স ও ফিচারস অনুযায়ী আমি মনে দামটা একদম ঠিক রয়েছে। আমি বলবো যে বাইকটির সৌন্দর্য, আরাম ওবং সব দিক দিয়ে বেশ মানের মানের একটি মোটরসাইকেল তাই আপনারা নির্দ্বিধায় মোটরসাইকেলটি কিনতে পারেন।