আসসালামুয়ালাইকুম, আমি শ্রাবণ শাহরিয়ার, আমার নিত্যদিনের কাজে ৩ বছর যাবত Hero Hunk 150 বাইকটি ব্যবহার করছি, বাইক কেনার পূর্বে অনেকেই বলেছিলো এই বাইক দাম অনুযায়ী বেশ ভালো এবং তাদের বাইকের মেইন্টেনেন্স খরচ তুলনামুলক ভাবে অনেক কম বাইকটি মূলত আমার University যাওয়া আশা এবং নিত্যদিনের প্রয়োজনে কেনা হয়েছিলো, এবং এই ৩ বছরে আমি আমার বাইক নিয়ে বেশ কিছু জায়গায় ভ্রমন করেছি, এই যাবতীয় বিষয়ে আমার অভিজ্ঞতা এবং এই বাইকের ভালো ও খারাপ দিক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো, চলুন শুরু করি।
ভালো দিক:
১.চমৎকার আউটলুক & ডিজাইন
২.কম্ফোর্টেবল সিটিং পজিশন
৩.ব্রেকিং&কন্ট্রোলিং এই সেগমেন্টে যথেষ্ট ভালো।
৪.মাইলেজ ৪২-৪৫ কিমি পাই। ১৫০ সিসি কার্ব ইঞ্জিন হিসেবে যেটা আমার কাছে যথেষ্ট মনে হয়।
৫.লং রাইডেও ওভারহিটিং ইস্যু পাইনি এই পর্যন্ত (৩৩০০০ কিমি রানিং) । একদিনে সর্বোচ্চ ৫৬০কিমি চালিয়েছি।
খারাপ দিক:
১. ১ম অভিযোগ পেছনের চাকা চিকন।১৫০সিসি বাইকে আরেকটু মোটা চাকা দেয়া উচিত মনে করি। চিকন চাকা কনফিডেন্স কমিয়ে দেয় ক্ষেত্র বিশেষে।
২.চেইন ঘন ঘন লুজ হয়।
৩.বৃষ্টির দিনে বারবার স্টার্ট বন্ধ হয়ে যায়।
৪.শীতের দিন মাঝে মধ্যে ইঞ্জিন ধাক্কায়।
৫. BYBRE এর ক্যালিপার ব্যবহার করলে ব্রেকিং পারফর্মেন্স আরো ভালো হতো।
এই ছিলো আমার অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত, যাদের বাজেট কম কিন্তু ১৫০ সিসির বাইক কিনতে চাচ্ছেন তারা চাইলে নিতে পারেন।