Is this review helpful?
Rate count: 3Ratings:
আমাদের দেশে সেরা পাঁচটি মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে হিরো অন্যতম একটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি। অনেক বছর ধরেই বাংলাদেশের বাজারে তাদের সুন্দর সুন্দর বাইক নিয়ে আসছে। গ্রাহকদের চাহিদা, সুবিধা, বাজেট, ফিচারস ইত্যাদি বিভিন্ন বিষয় মাথায় নিয়েই তারা কমদামের মধ্যে চেষ্টা করছে ভালো মানের বাইক উপহার দেওয়ার। সত্য বলতে হিরো আসলেই সেটা করতে সামর্থ্য হয়েছে কারণ তাদের ১০০ থেকে ১৬০সিসির মধ্যে যে বাইকগুলো রয়েছে সেগুলোর দাম খুব যে বেশি তা অনুভব করা যায় না। ১৫০ এর মধ্যে হিরোর সুন্দর, জনপ্রিয় এবং বহুল পরিচিত একটি বাইক রয়েছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও ব্যাপক জনপ্রিয়। নিশ্চয়ই আপনারা বুঝেছেন কোন বাইকটি নিয়ে কথা বলছি।
জ্বী Hero Hunk!
এই Hero Hunk বাইকের জন্ম হয়ে ছিলো ২০০৭ সালে। সেই থেকেই গ্রাহকদের মনে আস্থা ও ভালবাসার জায়গা করে নিয়েছে Hero Hunk। এই Hunk ব্যাপকভাবে জনপ্রিয়তা পাওয়ায় হিরো চেষ্টা করেছে কমদামের মধ্যে অধিক সুযোগ-সুবিধা দেওয়ার এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে তারা এই Hero Hunk অনেকগুলো মডেল বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। এবারে তারা তাদের Hero Hunk সিরিজে যুক্ত করেছে নতুন একটি বাইক যার নাম Hero Hunk 150R ABS।
Hero Hunk 150R ABS বাইকটি ১৫০সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশের বাজারে সুন্দর ও আকর্ষণীয় একটি বাইক হতে যাচ্ছে। হিরো চেষ্টা করেছে এই বাইকের সাথে সমস্ত আপডেট ফিচারস দেওয়ার। এই বাইকের আরও সব ফিচারস বিস্তারিত আজ আপনাদের সাথে আলোচনা করবো। তাই চলুন দেখে নেওয়া যাক নতুন এই Hero Hunk 150R ABS বাইকের কী কী ফিচারস দেওয়া রয়েছে।
স্পেশাল ফিচারস হিসেবে এই বাইকে যা যা রয়েছেঃ
-এরোডাইনামিক ডিজাইন
-শক্তিশালী বিএস ৪, ১৪৯সিসির ইঞ্জিন।
-এবিএস ব্রেকিং সিস্টেম
-স্পোর্টি সাইড কাউল ও ম্যাসিভ ফুয়েল ট্যংকার
-স্পোর্টি বেলি প্যান
-৭ স্টেপ এডজাস্টেবল মনোশক সাসপেনশন
-সামনে ও পেছনের মোটা টায়ার
-ডাবল ডিস্ক ব্রেকিং
-উলফ আইড এলিডি পজিশন ল্যাম্প
ডিজাইন ও ডাইমেনশন
ডিজাইনের দিক থেকে নতুন এই Hero Hunk 150R ABS বাইকটিতে সম্পূর্ণ নতুন একটি ধারণা দেওয়া হয়েছে। ফুয়েল ট্যাংকটি মাসকুলার এবং গ্রাফিক্যাল ফিচারের জন্য দেখতে অনেক সুন্দর লাগে। এরোডাইনামিক শেপড বাইকটিকে নতুন একটি রুপ দিয়েছে। পূর্বের হাংক বাইকে আমরা দেখেছি যে ফুয়েল ট্যাংকারটি অনেক মাসকুলার এবং বর্তমানে নতুন এই Hero Hunk 150R ABS বাইকটিতে ভিন্নধর্মী মাস্কুলার বডি ও ফুয়েল ট্যাংকার ব্যবহার করা হয়েছে যেটা ডিজাইনের অনেকটা ভালো প্রভাব ফেলেছে। হেডলাইট থেকে শুরু করে টেলল্যাম্প পর্যন্ত প্রতিটি বিষয় হিরো চেষ্টা করেছে নিখুঁতভাবে ডিজাইন করার এবং সেটাই প্রতিফলিত হয়েছে এই বাইক এর মাধ্যমে। বাইকের প্রত্যেকটা অংশ আগের থেকে অনেক মাসকুলার হওয়ার কারণে ডিজাইনটাও অনেক মাস্কুলার মনে হয় এবং তার সাথে স্পোর্টি বেলিপ্যান ডিজাইন অনেকটা বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে এই বাইকের ডাইমেনশন রয়েছে লম্বায় ১০৭২ মিমি চওড়ায় ২০৬২মিমি এবং উচ্চতায় ৭৭৮ মিমি। বাইকের সিটের উচ্চতা রয়েছে ৭৯৫মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ১৬৫মিমি। একটি বাইকের হুইলবেজ থেকে ধারণা পাওয়া যায় যে তার ব্যালেন্স এবং কন্ট্রোলিংটা কত ভালো হবে ঠিক এই বাইকেও হিরো চেষ্টা করেছে স্ট্যান্ডার্ড একটি হুইল বেজ দেওয়ার যা ১৩৩৮মিমি রয়েছে। এছাড়াও ১২ লিটার তেল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ফুয়েল ট্যংকারের পাশাপাশি এই বাইকের ওজন রয়েছে ১৪২ কেজিতে। বাইকটি ডাইমেনশনের দিক থেকে বলা যায় যে বাংলাদেশের রাস্তার জন্য অনেক উপযোগী একটি বাইক।
ইঞ্জিন ফিচারস
আমরা জানি যে Hero Hunk পুর্বের মডেলের যে বাইকগুলো ছিলো সেগুলোতে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। যুগের সাথে তাল মিলিয়ে ইঞ্জিন পরিবর্তন বা আপডেট করা উচিত এবং সেটিও পরিবর্তন করা হয়েছে এই বাইকে। Hero Hunk 150R ABS বাইকের ইঞ্জিনে ব্যবহার করে হয়েছে ১৪৯ সিসি সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, ২ ভালভ, ওএইচসি ইঞ্জিন যা ম্যাক্সপাওয়ার ১৪.৪ বিএইচপি @ ৮৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১৪ এনএম @ ৬৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। এছাড়াও ইঞ্জিনের অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে ৫টি ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার সিস্টেম, ইলেকট্রিক ও কিকস্টার্ট অপশন, ওয়েট মাল্টি প্লেট ক্লাচ। হিরো মোটকর্প আশাবাদী যে তাদের এই ইঞ্জিন অনেক ভালো পারফরমেন্স দিতে সক্ষম হবে এবং রাইডারকে দিবে স্মুথ রাইডিং অনুভূতি।
ব্রেক ও টায়ার
একটি বাইকের ভালো ইঞ্জিনের পাশপাশি অধিক প্রয়োজন হয় ভালো ব্রেকিং সিস্টেম। এই ভালো ব্রেকিং সিস্টেম নিশ্চিত করার জন্য হিরো ব্যবহার করেছে ডাবল ডিস্ক ব্রেকের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস। এবিএস ব্রেকিংএর ফলে রাইডিং অনেক নিরাপদ হবে এবং ব্রেকিং হবে আরও শক্তিশালী। হিরো তাদের এই Hero Hunk 150R ABS বাইকের সামনের দিকে ব্যবহার করেছে ২৭৬মিমি পিটাল ডিস্কব্রেক সাথে এবিএস এবং পেছনের চাকায় ব্যবহার করেছে ২২০মিমি পিটাল ডিস্ক ব্রেক। আশা করা যায় যে এই ব্রেকিং সিস্টেম রাইডারএর রাইড আরও নিরাপদ ও স্বাছন্দময় করে তুলবে। এই বাইকের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে একটি হল ডাবল ডিস্ক এবং আরেকটি হল ডাবল ডিস্ক সাথে সিংগেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।
টায়ারের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সামনের টায়ার এর সাইজ রয়েছে ১০০/৮০-১৭ এবং পেছনের টায়ারের সাইজ ১৩০/৭০-১৭। পুর্বের Hunk এর থেকে নতুন এই Hero Hunk 150R ABS বাইকের টায়ার যথেষ্ট মোটা করা হয়েছে যার ফলে কন্ট্রোল, ব্রেকিং, ব্যালেন্স আরও অনেক ভালো হবে। উল্লেখ্য যে পুর্বের ন্যায় এই বাইকেও টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে।
সাসপেনশন ও সিটিং পজিশন
আমরা এতক্ষন লক্ষ্য করেছি যে হিরো তাদের নতুন এই Hero Hunk 150R ABS বাইকটিকে পুর্বের থেকে আরও আপডেট করার চেষ্টা করেছে । ঠিক তেমনিভাবে সাসপেনশনের দিকেও হিরো খুব ভালো নজর দিয়েছে। সামনের দিকে এই বাইকের সাসপেনশন রয়েছে টেলিস্কোপিক ফর্ক এন্টিফ্রিকশন বুশ সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে মনোশক সাসপেনশন। এই মনোশক সাসপেনশনের বিশেষ সুবিধা রয়েছে এটি ৭ স্টেপ এডজাস্টএবল যার ফলে রাইডার তার সুবিধামত এই বাইকের সাসপেনশন এডজাস্ট করতে পারবেন। উল্লেখযোগ্য যে এই প্রথম হিরো তাদের হাংক সিরিজে মনোশক সাসপেনশন যুক্ত করলো।
সিটিং পজিশনএর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এই বাইকের সাথে স্পোর্টি সিংগেল সিট ব্যবহার করা হয়েছে যা অনেক প্রশস্ত এবং এখানে রাইডার ও পিলিয়ন খুব আরাম করে বসে রাইড করতে পারবেন। সিটিং পজিশনে ভালো মানের কুশন ব্যবহার করা হয়েছে।
ইলেকট্রিক্যাল ও মিটারকনসোল
ইলেকট্রিক্যাল ও মিটার কনসোলএর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে তাহল ইঞ্জিন কিল সুইচ। এই ইঞ্জিন কিল সুইচ আমরা পুর্বের Hero Hunk সিরিজে দেখতে পাইনি কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে যেহেতু হিরো তাদের এই নতুন Hero Hunk 150R ABS বাইকে অনেক কিছুই পরিবর্তন করেছে তাই এই বাইকের ইলেকট্রিক্যাল ও মিটার কনসোলও পরিবর্তন কিছুটা লক্ষ্য করা যায়। মিটার কনসোলে রয়েছে ডিজিটাল স্পিডো মিটার, এনালগ আরপিএম মিটার, ওডোমিটারসহ রাইডারের প্রয়োজনীয় সকল ফিচারস।
ইলেকট্রিক্যাল ফিচারসে রয়েছে ১২ ভোল্টএর ব্যাটারী, হ্যালোজিন হেডল্যাম্প, এলিডিটেল ল্যাম্প, সাইড ইন্ডিকেটর, উলফ আইড এলিডি পজিশন ল্যাম্প, এলিডিডিআরএল সহপ্রয়োজনীয় সকল ফিচারস।
হিরো হাংক পাওয়া যাচ্ছে ৩টি ভিন্ন কালারে - RED, BLACK and TECHNO BLUE
বাংলাদেশের বাজারে আশা করা যায় এই বাইকটি ভালো সাড়া ফেলবে এবং গ্রাহকদের মন জয় করতে সক্ষম হবে। পূর্বের Hero Hunk সিরিজগুলো যেমন বাংলাদেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে ঠিক তেমনিভাবে নতুন এই Hero Hunk 150R ABS বাইকটি আরও অনেক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে।
Is this review helpful?
Rate count: 3আমরা অনেকেই আছি যারা ভালো বাজেটের মধ্যে সুন্দর একটি বাইক খুঁজি। আমার ইচ্ছা যে, আমি যে বাইকটি কিনবো সেটি অবশ্যই ব...
Bangla Englishকমিউটার সেগমেন্টের চাহিদা বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে বেশ ভাল। বেশ অনেকটা দিন আগে হোন্ডা এবং হিরো বাংলাদেশে...
Bangla Englishআমি মোঃ আলীরাজ আহমেদ আলহামদুলিল্লাহ , অনেক দিন অপেক্ষা করার পর দেখলাম হিরো নতুন নতুন বাইক বের করছে। এর মধ্যে হাংক ...
Bangla Englishআমি অনেক দিন যাবত একটি বাজেট ফ্রেন্ডলি বাইক খুজছিলাম। আমার কাছে এই বাজেট এর মধ্যে নিসন্দেহে সেরা একটা বাইক মনে হয়...
Bangla Englishআমি শাহাদাত হোসেন বর্তমানে একটা প্রাইভেট জব করছি। হিরো হাংক ১৫০ এবিএস এটা আমার প্রথম বাইক। আমার বাজেট ছিলো ২ লাখে...
Bangla Englishবাইক আমাদের খুব প্রিয় একটি বাহন এবং এই বাইক নিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে অনেক সুবিধা পাওয়া যায়। আমি যাতায়াতের ...
Bangla EnglishHero Hunk বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটি বাইক। আমি অনেক আগে থেকেই লক্ষ্য করছি যে এই বাইকটা অনেক ভালো এবং বাংলাদে...
Bangla Englishভালো বাইক খুঁজতে খুঁজতে আমার নজরে আসে নতুন Hero Hunk 150R বাইকটি। যখন এই বাইকটি নজরে আসে তখনও বাংলাদেশের বাজারে আসেনি তাই ...
Bangla Englishআমাদের দেশে সেরা পাঁচটি মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে হিরো অন্যতম একটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি। অনেক ...
Bangla English