Is this review helpful?
Rate count: 2Ratings:
This user provides ratings about this bike
This bike is purchased from Bike Museum, Chittagong
আমরা অনেকেই আছি যারা ভালো বাজেটের মধ্যে সুন্দর একটি বাইক খুঁজি। আমার ইচ্ছা যে, আমি যে বাইকটি কিনবো সেটি অবশ্যই বাজেটের মধ্যে ভাল ফিচারস এবং অন্যান্য সব সুবিধা থাকতে হবে। মোটকথায়, বাজেট অনুযায়ী সেই বাইকের কোয়ালিটি ও ফিচারস ভালো হতে হবে , তাই আমি খুঁজতে শুরু করি আমার পছন্দের বাইক। বাজারে বিদ্যমান অন্যান্য বাইকের থেকে আমার কাছে Hero Hunk 150R ABS বাইকটি অনেক পছন্দ হয়ে যায়। কারণ আমি লক্ষ্য করে দেখলাম যে, বাজেট অনুযায়ী এই বাইকের মধ্যে সব ফিচারস দেওয়া আছে। তাই আমি Hero Hunk 150R ABS বাইকটা নির্ধিদ্বায় কিনে ফেলি। কেনার পর এখন পর্যন্ত আমি এই বাইকটা রাইড করেছি ১০ মাসে সর্বমোট ৮৫০০ কিমি এর মত । আজকে আমি আপনাদের সাথে আমার এই বাইকের ভালো মন্দ অভিজ্ঞতা শেয়ার করবো।
Hero Hunk 150R ABS বাইকের ভালো দিক
আমার কাছে এই বাইকের প্রথম যে বিষয়টি অনেক ভালো লেগেছে তা হল, দাম অনুযায়ী এই বাইকের বিল্ড কোয়ালিটি এবং ফিচারস।
এবিএস ব্রেকিং থাকার জন্য আমার ব্রেকিং এর দিক থেকে খুব ভালো সাপোর্ট পাই । এমনকি এই ভালো ফিডব্যাকের কারণে যে কোন রাস্তায় চলাচল করে আরাম অনুভব করি।
রাইড করে আমি কন্ট্রোল খুব ভালো পেয়েছি। মোটা টায়ার এবং মনোশক সাসপেনশন থাকার কারণে বাইকটা খুব ভালো কন্ট্রোল সরবরাহ করতে সক্ষম।
ডিজাইনটা আমার কাছে মার্জিত মনে হয়েছে। যে কোন বয়সের রাইডারের সাথে এই ডিজাইনটা একদম ম্যাচ করে।
সিটিং পজিশন যথেষ্ট আরামদায়ক মনে হয়েছে আমার কাছে। একদিনে আমি প্রায় ৩২০ কিমি রাইড করেছি এবং খুব ভালো আরাম অনুভব করেছি।
ইঞ্জিনের পারফরমেন্স আমার কাছে ভালো এবং স্মুথ মনে হয়েছে ।
শহরের মধ্যে মাইলেজ পাচ্ছি ৪২ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে মাইলেজ পাচ্ছি ৪৫ কিমি প্রতি লিটার।
Hero Hunk 150R ABS এর কিছু মন্দ দিক
যেহেতু এই বাইকটা বাংলাদেশের বাজারে হিরো নতুন নিয়ে এসেছে তাই পার্টস নিয়ে একটু ভোগান্তি হবে এটা স্বাভাবিক। আমার বাইকের একটি পার্টস এখনও পাচ্ছি না সেটা হল ফুট পেগ। আমি হিরোর শোরুমে বলেছি তারা বলেছে সেটা খুব শীঘ্রই সমাধান করে দিবে। এছাড়া আমি আর কোন মন্দ দিক এখনও খুঁজে পাইনি।
এই ছিলো Hero Hunk 150R ABS নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা। আশা করি যারা এই বাইকটি কিনবেন তারা অবশ্যই এই বাইকটি নিতে পারেন। দাম অনুযায়ী খুবই ভালো একটি বাইক।
Is this review helpful?
Rate count: 2আমরা অনেকেই আছি যারা ভালো বাজেটের মধ্যে সুন্দর একটি বাইক খুঁজি। আমার ইচ্ছা যে, আমি যে বাইকটি কিনবো সেটি অবশ্যই ব...
Bangla Englishকমিউটার সেগমেন্টের চাহিদা বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে বেশ ভাল। বেশ অনেকটা দিন আগে হোন্ডা এবং হিরো বাংলাদেশে...
Bangla Englishআমি মোঃ আলীরাজ আহমেদ আলহামদুলিল্লাহ , অনেক দিন অপেক্ষা করার পর দেখলাম হিরো নতুন নতুন বাইক বের করছে। এর মধ্যে হাংক ...
Bangla Englishআমি অনেক দিন যাবত একটি বাজেট ফ্রেন্ডলি বাইক খুজছিলাম। আমার কাছে এই বাজেট এর মধ্যে নিসন্দেহে সেরা একটা বাইক মনে হয়...
Bangla Englishআমি শাহাদাত হোসেন বর্তমানে একটা প্রাইভেট জব করছি। হিরো হাংক ১৫০ এবিএস এটা আমার প্রথম বাইক। আমার বাজেট ছিলো ২ লাখে...
Bangla Englishবাইক আমাদের খুব প্রিয় একটি বাহন এবং এই বাইক নিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে অনেক সুবিধা পাওয়া যায়। আমি যাতায়াতের ...
Bangla EnglishHero Hunk বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটি বাইক। আমি অনেক আগে থেকেই লক্ষ্য করছি যে এই বাইকটা অনেক ভালো এবং বাংলাদে...
Bangla Englishভালো বাইক খুঁজতে খুঁজতে আমার নজরে আসে নতুন Hero Hunk 150R বাইকটি। যখন এই বাইকটি নজরে আসে তখনও বাংলাদেশের বাজারে আসেনি তাই ...
Bangla Englishআমাদের দেশে সেরা পাঁচটি মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে হিরো অন্যতম একটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি। অনেক ...
Bangla English