আমি অনেক আগে থেকেই বাইক রাইড করি এবং এখন পর্যন্ত অনেকগুলো বাইক রাইড করেছি। বাইক রাইড করতে করতে আমার প্রায় কম বেশি সব বাইকের উপর একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। যেহেতু বাংলাদেশের বাজারে Hero তাদের নতুন বাইক
Hero Hunk 150R বাইক নিয়ে এসেছে , তাই চিন্তা করলাম যে তাদের এই বাইকটা কেনা যায় যেহেতু আমি বাইক ব্যবহার করেছি এবং অনেক বাইক রাইড করেছি তাই নতুন ফ্লেভার নেওয়ার জন্য আমি মুলত বাইকটা কিনেছি। কেনার পর এখন পর্যন্ত আমি রাইড করেছি ৯ মাসে ৯,০০০ কিলোমিটার। আজকে আমি আপনাদের সাথে আমার এই রাইডের মধ্যে কেমন ভালো মন্দ দিক পেয়েছি তা শেয়ার করবো।
ভালো দিক
*আমার কাছে প্রথমত বাইকের আউটলুক অনেক বেশি ভালো লেগেছে। আমি অনুভব করতে পারি যে বাইকটা অনেক মাস্কুলার এবং এর কারনে দেখতেও অনেক সুন্দর লাগে আমার কাছে।
*হাই স্পীড স্টাবিলিটি অনেক ভালো মনে হয়েছে। আমি যখন বেশি স্পীডে বাইকটা রাইড করি তখন এর থেকে অনেক ভালো ফিডব্যাক পাই এবং মনে হয় যেন বাইকটা একদম আমার হাতের নাগালের মধ্যে রয়েছে।
*ইঞ্জিনটা অনেক স্মুথ এবং আমি রাইড করেও অনেক স্মুথ অনুভুতি পেয়েছি। ইঞ্জিনের অতিরিক্ত কোন ভাইব্রেশন আমার কাছে মনে হয় নি এবং ইঞ্জিন অনেক ভালো স্মুথ ফিডব্যাক দেয়।
*কন্ট্রোল ও আরাম দুই দিক থেকেই বাইকটা আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে। আমার কাছে এই বাইকের কন্ট্রোল অনেক ভালো মনে হয়েছে এবং আরামের দিক থেকেও একটানা ৩০০ কিমি রাইড করে কোন খারাপ কিছু মনে হয় নি।
মন্দ দিক
*আমার কাছে এই বাইকের ব্রেকিং সিস্টেম ভালো মনে হয়নি। এই বাইকের যেমন ব্রেকিং ফিডব্যাক থাকার কথা সে অনুযায়ি ব্রেকিং ফিডব্যাক পাচ্ছি না।
*হেডল্যাম্পের আলো অনেক কমে মনে হয়েছে। আমি রাতের রাইডে খুব ঝামেলা পোহাই এই হেডল্যাম্পের কারনে।
*হ্যান্ডেলবারের পজিশন আমার কাছে একটু দূরে মনে হয়েছে , কাছে হলে ভালো হত।
Hero Hunk 150R বাইক নিয়ে এই ছিলো আমার ব্যবহার অভিজ্ঞতা। আশা করি যারা বাইকটা কিনবেন তারা একটি ধারণা পেয়েছেন এই বাইক সম্পর্কে।