আমি একজন ব্যবসায়ী । শখের বসে নয় প্রয়োজনের তাগিদেই আমার একটি বাইক কেনার প্রয়োজন পড়ে যা আমার সকল চাহিদা পুরন করবে। তাই আমি এমন সেগমেন্ট এর মটরযান এর ব্যপারে
খোঁজ নিতে থাকি যেটি ১৫০ সিসির মধ্যে হবে ও স্ট্যান্ডার্ড একটা লুক থাকবে । এছাড়াও মাইলেজ এর দিক থেকেও একটু বেশি হতে হবে যাতে আমাকে বার বার পেট্রোল পাম্পে যাওয়া না লাগে । অবশেষে হিরো হাঙ্ক তার ডিজাইনের মাধ্যমে আমার নজর কেড়ে নেয় । পরবর্তিতে হাঙ্ক এর ব্যবহারকারি দের মতামত থেকে আরও কিছু পজিটিভ ইনফরমেশন পাই যা আমাকে বাইকটি কিনতে কিছুটা হলেও বাধ্য করে ।
হিরো হাংক ১৫০ সিসি ডাবল ডিস্ক ২ চাকার এই মোটরযানটি কেনা আমার আড়াই বছরের মত হয়েছে। আমি অতি যত্ন সহকারেই এতদিন চালিয়ে আসছি তাই কেউ দেখে বলতে পারবেনা বাইকটি এতিদিনের পুরনো। আমার এই পর্যন্ত ২৬০০০ হাজার কিমি চালানোর অভিজ্ঞতা হয়েছে যা এই ধরনের একটি রিভিউ লিখার জন্যর একদম আদর্শ বলে আমি মনে করি ।তবে আমি সর্বপ্রথম বাইকটির উল্লেখযোগ্য ভালো ও মন্দ দিক সমুহ আলাদা করে পয়েন্ট আউট করতে চাই ।
ভালো দিক সমুহ ঃ-
-কন্ট্রোল ভালো
_ব্রেকিং সিস্টেম যেকোন রাস্তায় সাপোর্ট দিয়ে থাকে
-মাইলেজ ১৫০ সিসির তুলনায় বেশি
- ডিজাইন সুন্দর
খারাপ দিক
ঃ- পার্টসের দাম তুলনামুলক ভাবে একটু বেশি
এই বাহন টি কেনার পিছে আমার মু্ল কারন হলো এর আকর্ষনীয় ডিজাইন যা আমাকে সত্যিই মুগ্ধ করেছিল কেনার আগে। তবুও আমি কেনার আগে কিছু মানুষের অভিজ্ঞতা নিয়ে তাদের সাথে আলোচনা করি যারা ১০০০০ কিমি এর উপরে এই মটরযানটি চালিয়েছে ।তাদের অভিজ্ঞতা গুলোই মুলত আমাকে এই বাইকটি কেনার সাহস যোগায় । অত পর কেনার কিছুদিন পর চালিয়ে আমি এই বাইকটি র সকল ভাল মন্দ দিক সমুহ জানতে পারি ।
এই আড়াই বছরে আমি ছোট খাট বেশ কিছু টুর দিয়েছি । দীর্ঘ টুর গুলোতে আমি ইঞ্জিনের পারফরমেন্স অটল পেয়েছি । মাঝ রাস্তায় থেমে যাওয়ার মত কোন রকম উপসর্গ দেখা যায়নি । আমি অনেক রাইডার দের থেকে শুনেছি মাঝ রাস্তায় তাদের মটরসাইকেল নষ্ট হয়ে পড়ে । আল্লার রহমতে আমাকে এমন বিপদে কখনও পড়তে হয়নি ।সামনে ও পিছে ডিস্ক ব্রেক আছে তাই খুব সহজেই আমি গাড়ি থামায় দিতে পারি যেকোন স্পিডে ।তবে চাকা একটু চিকন হওয়ায় পিছের চাকা মাঝে মঝে ভেজা রাস্তায় পিছলিয়ে যায় যখন আমি পিছের ব্রেকটি চাপ দিই। তবে দির্ঘ যাতায়াতে আমি আমার পিঠে কিছুটা ব্যথা অনুভব করেছি তাই আমি মনে করি কোম্পানীর এই বাইকটির কম্ফোর্ট এর ব্যপারে কিছুটা ভাবার প্রয়োজন ।
১৫০ সিসি সেগ্মেন্ট এর বাইক হিসেবে মাইলেজ যথেষ্ট ভালো পেয়েছি আমি । শহরের মধ্যে পাই ৪০-৪২ কিমি প্রতি লিটারে ও শহরের বাইরে হাইওয়েতে আমি পাই ৫০-৫২ কিমি প্রতি লিটার । তবে মাঝে মধ্যে একটু কম বেশি হয়ে থাকে যা রাস্তার উপর নির্ভর করে । তবে সঠিক বিবেচনা করে যদি বলা লাগে তবে আমি বলতে চাই আমি বেশ সন্তুষ্ট ২ চাকার এই যান টি চালিয়ে ।